স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কৃষক লীগ নেতার বক্তব্য, মুক্তিযোদ্ধাদের ক্ষোভ

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
শেয়ার
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কৃষক লীগ নেতার বক্তব্য, মুক্তিযোদ্ধাদের ক্ষোভ
ছবি : কালের কণ্ঠ

নেত্রকোনার মদন উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে কৃষক লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ছদ্দু মিয়ার বক্তব্য নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। এ নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

আজ বুধবার দুপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত সংবর্ধনা সভায় বক্তব্য দেন কৃষক লীগ নেতা ছদ্দু।

অনুষ্ঠানে মদন উপজেলা কৃষক লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ছদ্দু মিয়া বলেন, ‘মদনে রাজনীতি নিয়ে আমি সক্রিয় ছিলাম না।

আমার অপরাধ একটাই, আমার নামে খাদ্যবান্ধব কর্মসূচির লাইসেন্স ছিল। আমার লাইসেন্সটি কিভাবে নেওয়া যায়। তার জন্য আমার নামে একটি মামলা করে। আমাকে পলাতক দেখিয়ে আমার লাইসেন্সটি নিয়ে নেয়।
এ মামলায় আমাকে ২৩ দিন কারাগারে থাকতে হয়েছে। মুক্তিযোদ্ধারা কোনো অপরাধ করেননি।’

এই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে। ফ্যাসিস্ট সরকারের দলীয় পদবি ও নাশকতা মামলার আসামি হয়েও কিভাবে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

স্থানীয় ও বীর মুক্তিযোদ্ধারা জানায়, ছদ্দু মিয়া বিত্তশালী থাকার পরেও শেখ হাসিনা সরকারের দলীয় প্রভাব কাটিয়ে অসহায়দের বঞ্চিত করে তার নামে বীর নিবাস বরাদ্দ নিয়েছেন। তিনি আওয়ামী লীগ প্যানেলের মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ছিলেন। ইউনিয়ন পর্যায়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। সরকার পতনের পর তার নামে নাশকতা মামলায় হয়। এ মামলায় ২৩ দিন কারাভোগ করে সম্প্রতি তিনি বের হন।

এ ব্যাপারে সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুতিউর রহমান বলেন, ‘মুক্তিযোদ্ধা ছদ্দু মিয়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক। ফ্যাসিস্ট সরকারের সময় অনেক সুযোগ-সুবিধা নিয়েছেন। মুক্তিযোদ্ধাদের সভা-সেমিনারে আমাদের কোনো মূল্যায়ন করেননি। আজ সংবর্ধনা সভায়ও তিনি বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যের আমি প্রতিবাদ করেছি। তার বক্তব্য নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’

উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন, ‘অসুস্থতার কারণে আমি সংবর্ধনা অনুষ্ঠানে যেতে পারিনি। কৃষক লীগের আহ্বায়ক ছদ্দু মিয়া ৫ আগস্টের আগের প্রত্যেকটি ঘটনায় লাঠিসোঁটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মারপিটে অংশ নেন এবং দলীয় কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা পলাতকের পর ছদ্দু মিয়াও পলাতক ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে উনি যে বক্তব্য দিয়েছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’  

এ ব্যাপারে বক্তব্য জানতে ইউএনও অহনা জিন্নাতের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মন্তব্য

সম্পর্কিত খবর

গাজীপুরে বাসচাপায় অটোরিকশাযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
গাজীপুরে বাসচাপায় অটোরিকশাযাত্রীর মৃত্যু
ছবি : কালের কণ্ঠ

গাজীপুরে বাসচাপায় এক ব্যাটারিচালিত রিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। আজ রবিবার (৩০ মার্চ) সকালে মহানগরীর কোনাবাড়িতে ওই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার এস এম আশরাফুল ইসলাম জানান, তাকওয়া পরিবহনের একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম প্রান্তে পৌঁছলে একটি ব্যাটারিচালিত রিকশাকে চাপা দেয়। এতে রিকশাটি দুমড়েমুচড়ে যায়।

আরো পড়ুন
যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

 

তিনি আরো জানান, এ ঘটনায় আহত তিন যাত্রী আহত হন।

তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে মধ্যবয়সী এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাসটি আটক করা হয়েছে।

মন্তব্য

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদ উদযাপন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
শেয়ার
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জামালপুরে ঈদ উদযাপন
ছবি : কালের কণ্ঠ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১৬ গ্রামের মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। রবিবার  (৩০ মার্চ) সকালে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টারবাড়ি জামে মসজিদসহ পৃথক চার স্থানে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে এ নামাজে পুরুষের পাশাপাশি নারীরাও জামাতে অংশগ্রহণ করেন। উপজেলার বলারদিয়ার, মুলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুটিয়ারপাড়, বগারপাড়, উচ্চগ্রাম, চর লোটাবর ও করগ্রাম গ্রামের প্রায় চার শতাধিক মুসল্লি এ নামাজে অংশগ্রহণ করেন।

এতে বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন মাস্টার ঈদুল ফিতরের নামাজে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। 

নামাজ আদায় করতে আসা মুসল্লিরা জানান, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সারা দেশে সোমবার (৩১ মার্চ) মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালন হবে। কিন্তু সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মাস্টারবাড়ি জামে মসজিদ মাঠে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ১৬ গ্রামের প্রায় ৪ শতাধিক মুসল্লি ঈদুল ফিতর উদযাপন করে। তারই ধারাবাহিকতায় রবিবার (৩০ মার্চ) সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

 

এ ব্যাপারে ইমাম আজিম উদ্দিন মাস্টার বলেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রমজানের রোজা শুরু করি আমরা। তাই ওই সব দেশের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ এবং ঈদ আনন্দ উৎসব করে থাকি। মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন ঘণ্টা। মধ্যপ্রাচ্যের চন্দ্র উদয়ের পুরো এক দিন পর বাংলাদেশে ঈদের নামাজ আদায় করা হয়।

তাই আমরা এক দিন আগে রোজা শুরু করি এবং এক দিন আগে ঈদ উৎসব পালন করে আসছি। 

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া বলেন, দীর্ঘদিন ধরে এ উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে কয়েকটি গ্রামের মানুষ রমজানের রোজা ও ঈদের নামাজ আদায় করেন। সেই ধারাবাহিকতায় এ বছরও তারা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পঞ্চপীর, বনগ্রাম, উচ্চ গ্রাম ও বলার দিয়ার দক্ষিণ পাড়া এলাকায় পৃথক চার স্থানে ঈদের নামাজ আদায় করেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সরিষাবাড়ীর ১৬ গ্রামে ঈদুল ফিতর উদযাপন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
শেয়ার
সরিষাবাড়ীর ১৬ গ্রামে ঈদুল ফিতর উদযাপন
ছবি: কালের কণ্ঠ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১৬ গ্রামের মুসল্লিরা ঈদুল ফিতর নামাজ আদায় করেছেন।

আজ রবিবার (৩০ মার্চ) সকালে সরিষাবাড়ি পৌরসভার বলার দিয়ার মধ্যপাড়া মাস্টার বাড়ি জামে মসজিদসহ পৃথক চার স্থানে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে এ নামাজে পুরুষের পাশাপাশি নারীরাও জামাতে অংশগ্রহণ করেন।

জানা যায়, উপজেলার বলারদিয়ার, মুলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুটিয়ারপাড়, বগারপাড়, উচ্চগ্রাম, চর লোটাবর ও করগ্রাম গ্রামের প্রায় ৪ শতাধিক মুসল্লি এ নামাজে অংশগ্রহণ করেন।

এতে বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন মাস্টার ঈদুল ফিতরের নামাজে ইমাম হিসেবে দ্বায়িত্ব পালন করেন।

আরো পড়ুন
যুক্তরাষ্ট্রের পুরস্কার ‘ব্যক্তিগতভাবে’ প্রত্যাখ্যান করলেন উমামা ফাতেমা

যুক্তরাষ্ট্রের পুরস্কার ‘ব্যক্তিগতভাবে’ প্রত্যাখ্যান করলেন উমামা ফাতেমা

 

নামাজ আদায় করতে আসা মুসল্লিরা জানান, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর সারা দেশে সোমবার (৩১ মার্চ) মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালন হবে। কিন্তু সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মাস্টার বাড়ি জামে মসজিদ মাঠে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ১৬ গ্রামে প্রায় ৪ শতাধিক মুসল্লি ঈদুল ফিতর উদযাপন করেন। তারই ধারাবাহিকতায় আজ রবিবার (৩০ মার্চ) সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

ইমাম আজিম উদ্দিন মাস্টার বলেন, ‘সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রমযানের রোজা শুরু করি আমরা। তাই ওই সব দেশের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ এবং ঈদ আনন্দ উৎসব করে থাকি। মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন ঘণ্টা। মধ্যপ্রাচ্যের চন্দ্র উদয়ের পুরো একদিন পর বাংলাদেশে ঈদের নামাজ আদায় করা হয়।

তাই আমরা একদিন আগে রোজা শুরু করি এবং একদিন আগে ঈদ উৎসব পালন করে আসছি।’

সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে এ উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে কয়েকটি গ্রামের মানুষ রমযানের রোজা ও ঈদের নামাজ আদায় করেন। সেই ধারাবাহিকতায় এ বছরও তারা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভাবে পঞ্চপীর, বনগ্রাম, উচ্চ গ্রাম ও বলার দিয়ার দক্ষিণ পাড়া এলাকায় পৃথক চার স্থানে ঈদের নামাজ আদায় করেন।’

মন্তব্য

পাবনায় শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
শেয়ার
পাবনায় শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার
অভিযুক্ত গোলজার হোসেন। ছবি : কালের কণ্ঠ

পাবনার বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লার গোলজার হোসেন (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেশী ৭ বছর বয়সী এক শিশুকে টাকার লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়িঘর ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

জানা গেছে, গতকাল শনিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি বেড়ার শেখ পাড়া মহল্লার মৃত সুলতান শেখের ছেলে।

এলাকাবাসী তাকে আটক করে বেড়া মডেল থানায় হস্তান্তর করেছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন
চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে ২ জন নিহত

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে ২ জন নিহত

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশুটি ইফতারের আগ মুহূর্তে অভিযুক্তের বাড়ির পাশ দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় আশপাশে কোনো লোকজন না থাকায় শিশুটিকে ১০ টাকার লোভ দেখিয়ে তার বাড়ির একটি রুমে নিয়ে ধর্ষণ করে।

এ সময় তিনি শিশুটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। একপর্যায়ে শিশুটিকে পাশবিক নির্যাতন করেন। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি গিয়ে তার মায়ের কাছে ঘটনা বললে পরিবারের লোকজন শিশুটিকে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  তার অবস্থার অবনতি হলে পাবনা সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

বেড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাহমিনা সুলতানা নীলা বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দেখতে পান শিশুটির যৌনাঙ্গ ও পায়ুপথ দিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল।

এতে প্রচুর রক্তক্ষরণ হওয়াতে উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরো পড়ুন
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

 

বেড়া মডেল থানার ওসি মো. ওলিউর রহমান জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত গোলজার হোসেনকে আটক করা হয়। তবে পুলিশ পৌঁছনোর আগেই বিক্ষুব্ধ জনতা তার বাড়িঘর ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ