মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জুয়েল বৈদ্য রাজীব (৩৭) নামে ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) রাতে জোরারগঞ্জ বাজারের দক্ষিণ পাশে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে হাজীশ্বরাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের হাজীশ্বরাই গ্রামের বিমল বৈদ্যের ছেলে।
নিহত জুয়েল বৈদ্যের বন্ধু জুয়েল নাগ জানান, জুয়েল বৈদ্যের জোরারগঞ্জ বাজারের কাঠ ও আসবাবের প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
গতকাল মঙ্গলবার রাত ৯টায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথে হাজীশ্বরাই এলাকায় রাস্তার পাশে থামানো একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে এক যাত্রী নেমে রাস্তার মাঝে চলে আসেন। দ্রুতগতির মোটরসাইকেলের সামনে হঠাৎ পথচারী চলে আসায় তাকে বাঁচাতে ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে গুরুতর আহত হন জুয়েল।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরো পড়ুন
মায়ানমারে ভূমিকম্পে ১৭০ জন প্রিয়জন হারালেন এক ইমাম
জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন বলেন, ‘মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজীব বৈদ্য নামের এক আরোহীর মৃত্যুর খবর শুনেছি। দুর্ঘটনা এলাকাটি আমাদের দায়িত্বপ্রাপ্ত না হওয়ায় জোরারগঞ্জ থানা পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’
জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘ঘরতাকিয়া এলাকায় দুর্ঘটনার বিষয়ে আমি অবগত নই।
খোঁজ-খবর নিয়ে দেখছি।’