ফরিদপুরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
শেয়ার
ফরিদপুরে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারীতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আব্দুর রহমান (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ এপ্রিল) দুপুরে গ্রেপ্তার ওই যুবককে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে মাগুরা জেলার মোহাম্মদপুর এলাংখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুর রহমান উপজেলার ময়না ইউনিয়নের মুরাইল গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান।

ওসি মাহমুদুল হাসান বলেন, ‘ধর্ষনের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের সহযোগি আসামি রাতুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বুধবার মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে এবং গ্রেপ্তার আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।’ 

মামলার এজাহারের বরাতে তিনি জানান, ঈদের দিন ঘুরতে যাওয়ার কথা বলে আব্দুর রহমান ভুক্তভোগী ওই তরুণীকে (১৮) উপজেলার গুনবহা ইউনিয়নের শফিউদ্দিন স্কুল এন্ড কলেজের ভিতরে নিয়ে যায়। তারপর তাকে ধর্ষণ করে। এ সময় ওই তরুণী অজ্ঞান হয়ে গেলে পাশের এক বাড়িতে নিয়ে চেতনা ফেরানোর চেষ্টা করে অভিযুক্ত ও তার সহযোগী।

তরুণীর চেতনা না ফিরলে পার্শ্ববর্তী মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় তারা।  পরে ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা বাদি হয়ে মঙ্গলবার (১ এপ্রিল) রাতে দুইজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

ফুলপুর

টিকটক করতে গিয়ে ৬ বছরের শিশুর মৃত্যু

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
শেয়ার
টিকটক করতে গিয়ে ৬ বছরের শিশুর মৃত্যু
সংগৃহীত ছবি

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও বানাতে গিয়ে সৌরভ ক্ষত্রিয় (৬) নামের এক দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে সৌরভের মরদেহ বাড়িতে পৌঁছলে কোনো ভাবেই থামছে না সৌরভের পরিবারের আহাজারি। সান্ত্বনা দেওয়ার ভাষাও হারিয়ে ফেলেছে প্রতিবেশী ও স্বজনরা।

এলাকাবাসী জানায়, সৌরভ তার বন্ধুদের নিয়ে টিকটিক ভিডিও করত।

হাকিম ভাই নামের একটি ফেইসবুক পেজে সে বেশ জনপ্রিয় ছিল। 

পরিবার সূত্র জানায়, গত শুক্রবার সকালে উপজেলার রুপসী ইউনিয়নের পাতালগাঁও গ্রামে একটি ভিডিও করতে গিয়ে গুরুতর আহত হয় সৌরভ। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে গত (৪ এপ্রিল) শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

নিহত সৌরভ উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামে মা শ্রী রানু রাণী ক্ষত্রিয়ের সঙ্গে নানা সত্যেন্দ্র ক্ষত্রিয়ের বাড়িতে থাকত।

মেধাবী শিক্ষার্থী সৌরভ। পড়াশোনার পাশাপাশি টিকটকে আসক্তি ছিল। স্থানীয় পাতিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত সে।

জানা যায়, গত শুক্রবার সকালে বাড়ির পাশের এক পরিত্যক্ত জলাশয়ে (গর্তে) ভিডিও বানাতে গিয়ে পায়ে আঘাত পেয়ে ক্ষত হয়।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসে সে।

পরে শুক্রবার বিকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহের এসকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সৌরভের।

স্থানীয়রা জানান, এলাকার অনেক বখাটে কিশোর টিকটকে ভাইরাল হতে চ্যালেঞ্জিং ভিডিও কন্টেন্ট তৈরি করে। কেও প্রতিবাদ করলে হেনেস্তার শিকার হতে হয়।

এদের এসব টিকটকের ভিডিও দেখে ভাইরাল হবার আসক্তিই সৌরভের প্রাণ নিল। 

পরিবারের দাবি, যারা টিকটকের কন্টেন্ট তৈরি করার জন্য সৌরভকে নিয়ে যেত তাদের আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদী বলেন, 'স্বজনদের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইননুসারে ব্যবস্থা নেওয়া হবে। মোবাইলে যারা এ ধরনের কাজে করতে উৎসাহিত করে তাদের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।'

মন্তব্য

রাবনাবাদ নদীতীরের মাটি কেটে বাঁধ দিয়ে চলছে দখল

রফিকুল ইসলাম, বরিশাল
রফিকুল ইসলাম, বরিশাল
শেয়ার
রাবনাবাদ নদীতীরের মাটি কেটে বাঁধ দিয়ে চলছে দখল
ছবি: কালের কণ্ঠ

পটুয়াখালীর গলাচিপার মানুষের জীবন-জীবিকার সঙ্গে যেন মিশে রয়েছে রাবনাবাদ নদীটি। নদীটি উপজেলা শহরের পাশ দিয়ে বয়ে গিয়ে একপ্রান্ত পটুয়াখালীর সঙ্গে মিশেছে, অপর প্রান্ত বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। সেই অনাদিকাল থেকে গলাচিপার মৎস্য বাণিজ্য আর কৃষি পণ্য পরিবহনের বেশিরভাগই রামনাবাদ দিয়েই হয়ে আসছে।

রাবনাবাদ তীরভূমির মাটি কেটে বাঁধ দিয়ে দখল চলছে।

আবার কেউ কেউ নদীর তীরে জেগে ওঠা নতুন চরের মাটি কেটে বাঁধ দিচ্ছেন। অনেকেই সেখানে চাষ করছেন তরমুজ। কেউ কেউ নির্মাণ সামগ্রী রেখে তীর দখল করে আছেন। এভাবে বেদখল হয়ে যাচ্ছে নদীর তীরভূমি।
ভূমি কার্যালয়ের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে নদীর তীরভূমি দখল চলছে বলে অভিযোগ উঠেছে।

নদীর তীর ভরাট করে দখল করায় শীত মৌসুমে বড় নৌকাগুলো চলতে বাঁধাগ্রস্ত হচ্ছে। প্রাণ আর পরিবেশেরও ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পরিবেশ কর্মীদের একটি প্রতিনিধি দল সম্প্রতি রাবনাবাদ নদী তীরভূমি দখলের স্থান সরেজমিন পরিদর্শন করে এমন মন্তব্য করেছেন।

তারা বলছেন, নদীর তীরভূমি দখল এভাবে দখল আইনসঙ্গত নয়।

আরো পড়ুন
ঈদের ছুটি শেষে চেনা রূপে রাজধানী

ঈদের ছুটি শেষে চেনা রূপে রাজধানী

 

সম্প্রতি পরিবেশকর্মীরা সরেজমিন গিয়ে দেখতে পান, গলাচিপা শহরের লঞ্চঘাট সংলগ্ন রাবনাবাদ নদীর তীরভূমি ঘেঁসে এক্সকেভেটর দিয়ে মাটি কেটে বাঁধ দেওয়া হয়েছে। এভাবে লঞ্চঘাট সংলগ্ন পূর্ব দিকে রাবনাবাদ নদীর তীরভূমি অধিকাংশ বেদখল হয়ে গেছে। সেখানে তরমুজ চাষ করা হয়েছে। প্রকাশ্যে নদীর তীরভূমির মাটি কেটে এভাবে নদীর চর দখল করলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের বাঁধা দেওয়া হয়নি।

 

চরের মাটি কেটে নদীর তীরভূমিতে বাঁধ দিয়ে তরমুজের আবাদ করেছেন সাঈদ তালুকদার। জানতে চাইলে তরমুজ চাষী সাঈদ জানান, গোলখালী ইউপি সদস্য তাসমিন আক্তার ঝুমুর তার স্ত্রী। উপজেলা প্রশাসন থেকে নদীতীরের তিন একর জমি এ বছর তার স্ত্রী বন্দোবস্ত নিয়ে তরমুজ চাষ করেছেন। তীরভূমির মাটি কেটে বাঁধ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বাঁধ না দিলে জোয়ারের পানিতে খেত নষ্ট হবে, এ কারণে বাঁধ দিয়েছি।’

আরো পড়ুন
ঈদের ছুটি শেষে খুলল সরকারি অফিস

ঈদের ছুটি শেষে খুলল সরকারি অফিস

 

নদীতীরের বাসিন্দারা জানান একসময়ের খরস্রোতা রাবনাবাদ নদীটি এখন অনেকটা শুকিয়ে যাচ্ছে। নদীতীর ভরাট হয়ে যাওয়ায় স্থানীয়রা এখন তীরভূমি ঘেঁষে বাঁধ দিয়ে তরমুজ চাষসহ নির্মাণ সামগ্রীর মালামাল রাখছেন। এতে করে নদীর স্বাভাবিক পানি প্রবাহ বাঁধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে নদী তীরে চর পড়ে ছোট হচ্ছে রাবনাবাদ নদী। 

উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার হারুন-অর-রশিদ জানান, চলতি বছরের গত ৩ ফেব্রুয়ারি এক নোটিশে গলাচিপা খেয়াঘাট ও লঞ্চঘাট সংলগ্ন ১০৯ নম্বর জেএলভুক্ত বদরপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানের জমির বিপরীতে খাস (রাজস্ব) আদায় সাপেক্ষে খাসজমি ব্যবহারের অনুমতি দেওয়া হয়।  তবে ভূমি কার্যালয় থেকে মো. আব্বাস হাওলাদার, দিপঙ্কর ও সোহেল শাহ কামাল গাজী, মো. বাহাদুর শাহ গংদের অনুকূলে প্রদানকৃত খাসজমি ব্যবহারের অনুমতিপত্র বাতিল করা হয়েছে। কিন্তু বন্দোবস্ত বাতিল করলেও নদীর তীরভূমির বাঁধ এখনো অপসারণ করা হয়নি। ইতিমধ্যে এই জমিতে আবাদ করা তরমুজ উঠে গেছে।

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. রফিকুল আলম বলেন, ‘নদীতীর সীমানা (ফোরসোর) বিশেষ করে বন্দর এলাকায় বাইরে থাকাকে ৫ ফুট এবং ভেতরে থাকবে ৩০ ফুট। এ ছাড়াও উঁচু জোয়ারকালীন পানির সর্বশেষ যে সীমানা থাকবে তার পর থেকে ৫০ ফুটের মধ্যে কেউ প্রবেশ করলে তাকে অনুপ্রবেশকারী বলা হবে। ফোরসোর আইন অনুযায়ী এই সীমানার মধ্যে সরকার বন্দোবস্ত দিতে পারে না।’

বেলা’র বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন বলেন, ‘প্রবাহমান নদী কিংবা খালের তীর ভূমি থেকে মাটি কেটে এভাবে বাঁধ নির্মাণ কেউ করতে পারে না। এটা আইনগতভাবে অবৈধ। বন্দোবস্তের মাধ্যমে নদী তীরভূমিতে কিছু বাঁধ দেওয়া হয়েছে। তবে পরবর্তীতে ভূমি কার্যালয় থেকে বাঁধের বিষয়টি নিশ্চিত হয়ে বেশ কিছু বন্দোবস্ত বাতিল করেছে। বাতিলকৃত ওই জমির এখন বাঁধ কেটে নদীর তীরভূমি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে হবে।’

আরো পড়ুন
আরাফাত রহমানের শাশুড়ির মৃত্যুতে তারেক রহমানের শোক

আরাফাত রহমানের শাশুড়ির মৃত্যুতে তারেক রহমানের শোক

 

গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা জানান, নদীর তীরভূমির মাটি কেটে বাঁধ দেওয়ার খবর তারা জানতেন না। তবে বিষয়টি জানার পর নদীর তীরভূমি থেকে মাটি কাটা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভূমি কর্মকর্তাদের বিষয়টি খোঁজ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বাঁধ দেওয়ার ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘কৃষি অর্থনীতি সচল রাখার স্বার্থে স্থানীয় কৃষকদের অস্থায়ীভাবে তরমুজ চাষের জন্য নদীচরের কিছু জমি লিজ দেওয়া হয়েছিল। তারা তরমুজ চাষের সুবিধার জন্য নদীর তীরে বাঁধ দিয়েছেন। তরমুজ ফলন সংগ্রহ শেষে ওই বাঁধ অপসারণের কথা। নদীতীরে বাঁধ দেওয়ার আইনগত অধিকার তাদের নেই। তাই বেশ কয়েকজনের লিজ বাতিল করা হয়েছে।’

মন্তব্য

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
ছবি : কালের কণ্ঠ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর এশিয়া পাম্প এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় অরুণ কুমার মল্লিক (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ রবিবার (৬ এপ্রিল) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর এশিয়া পাম্পর সামনে এ ঘটনা ঘটে। অরুণ কুমার টঙ্গীর বড় দেওড়া এলাকার যোগেন্দ্র কুমার মল্লিকের ছেলে।

আরো পড়ুন
ঈদের ছুটি শেষে খুলল সরকারি অফিস

ঈদের ছুটি শেষে খুলল সরকারি অফিস

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত গাড়ি অরুণকে ধাক্কা দিয়ে চলে যায়।

এতে তিনি রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় ঘাতক গাড়ি বা গাড়ির কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ‘এশিয়া পাম্প এলাকায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন।

দুর্ঘটনার পর গাড়িটি নিয়ে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

মন্তব্য

বানারীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
শেয়ার
বানারীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
অভিযুক্ত শোভন মিস্ত্রি। ছবি : সংগৃহীত

বরিশালের বানারীপাড়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের বাবুল মিস্ত্রির ছেলে শোভন মিস্ত্রির (২২) বিরুদ্ধে।

এ বিষয়ে ভুক্তভোগী ওই ছাত্রীর মা বাদী হয়ে শুক্রবার (৪ এপ্রিল) রাতে বানারীপাড়া থানায় শোভনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

আরো পড়ুন
আরাফাত রহমানের শাশুড়ির মৃত্যুতে তারেক রহমানের শোক

আরাফাত রহমানের শাশুড়ির মৃত্যুতে তারেক রহমানের শোক

 

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে ওই ছাত্রীকে তার ভাড়াটিয়া বাসার সামনের পাকা রাস্তা থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে শোভন ইজিবাইকে তুলে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে দুপুর ১২টার পর থেকে ৪ এপ্রিল (শুক্রবার) বিকেল ৩টার আগ পর্যন্ত ধর্ষণ করে।

পরে শুক্রবার বিকেল ৩টার দিকে ভুক্তভোগীকে তার বাসার সামনে ফেলে রেখে যায়।

মামলায় বাদী উল্লেখ করেন, শোভন স্কুলে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিত। বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি তার ছেলে ও মেয়েকে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসায় রেখে কর্মস্থলে যান। বিকেল ৩টার দিকে মেয়েকে মুঠোফোনে কল দিলে জানায়, সে এক বান্ধবীর বাসায় রয়েছে।

আরো পড়ুন
আশুলিয়ায় চলন্ত বাসে আগুন

আশুলিয়ায় চলন্ত বাসে আগুন

 

বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন, ‘স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ