<p style="text-align:justify">রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের বিরোধের জেরে ‘প্রকাশ্যে জবাই’ শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে সেটি ‘জবাই করার ভিডিও নয়’ বলে জানিয়েছে পুলিশ।</p> <p style="text-align:justify">প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে গতকাল বৃহস্পতিবার আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, বুধবার থেকে ভুল তথ্যসহ ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি ভিডিও ভাইরাল করা হয়। এক সপ্তাহ আগের ওই ভিডিও ছড়িয়ে দেওয়া হয় ফেসবুকে।</p> <p style="text-align:justify">প্রাথমিক তদন্তে জানা গেছে, সেখানে কাউকে জবাই করা হয়নি, কেউ মারাও যায়নি। বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভিডিওটি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে।</p> <p style="text-align:justify">ওসি জানান, সম্প্রতি আদাবরের শেখেরটেক এলাকায় ‘কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের দ্বন্দ্বের’ জেরে একজনকে ছুরিকাঘাত করে ফেলে রাখা হয় টিনের চালে। পরে আহত যুবকের গ্রুপের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যায়। ছড়িয়ে পড়া ভিডিওটি তখনকার। ওই সময় ধারণ করা ভিডিওটিকে ‘প্রকাশ্যে জবাই’ বলে প্রচার করা হচ্ছে।</p> <p style="text-align:justify">সেখানে কাউকে জবাই করা হয়নি দাবি করে ওসি আরো জানান, সেখানে কেউ মারাও যায়নি। বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভিডিওটি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে।</p> <p style="text-align:justify">ওসি ইমতিয়াজ বলেন, আহত ছেলেটি একটি কিশোর গ্যাংয়ের সদস্য। তাঁর নামে একাধিক মামলা রয়েছে, তাই কেউ থানায় অভিযোগ করেনি। বিষয়টি জানাজানি হলে আমরা আহত যুবকের খোঁজ নিয়েছি। কিন্তু তাঁকে এখনো পাওয়া যায়নি।</p> <p style="text-align:justify">হামলাকারীদের মধ্যে আল-আমিন ও রিয়া নামের দুজন যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছেন উল্লেখ করে পুলিশ জানায়, রিয়া সন্ত্রাসী শ্যুটার আনোয়ারের ‘মাদক বাণিজ্য দেখভাল করতেন’ এবং আল-আমিন অস্ত্রের দায়িত্বে ছিলেন। তাঁরা বর্তমানে কারাগারে আছেন।</p>