<p style="text-align:justify">রাজধানীর চকবাজার এলাকায় বহুতল ভবন থেকে নিচে পড়ে মো. জীবন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, মোবাইল চুরির অপবাদে সাত তলার ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে তাকে। একটি পাইকারি স্টেশনারি দোকানের কর্মচারী ‌ছিল জীবন‌।</p> <p style="text-align:justify">গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার কাঁচাবাজারের পাশে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="উত্তরার আলতাফের ২ শেফার্ড কুকুর এখন র‌্যাবে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/01/1730437629-76b5e85810668044d075fb4b913c301e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>উত্তরার আলতাফের ২ শেফার্ড কুকুর এখন র‌্যাবে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/11/01/1441478" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">হাসপাতালে নিয়ে আসা নিহতের চাচা জিয়াউদ্দিন অভিযোগ করে বলেন, ‘ওই ভবনের কেয়ারটেকার লতিফ (৪০) দুই-তিন দিন আগে মোবাইল হারিয়ে ফেলেন। তারা জীবনকে সন্দেহ করেন ও চুরির অপবাদ দেন। পরে লতিফ ও তার ছেলে শাওন (১৮) স্থানীয় কিছু লোকজন নিয়ে জীবনকে জোরপূর্বক ছাদে ডেকে নিয়ে যান। পরে ছাদ থেকে ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দেন।</p> <p style="text-align:justify">পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <p style="text-align:justify">ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে, বিষয়টি থানায় অবগত করা হয়েছে।</p> <p style="text-align:justify">চকবাজার থানার (এসআই) ইমরান হোসেন বলেন, জীবন ভবন থেকে পড়ে গিয়ে মারা গেছে, না অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্তের পর ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দুই ভবনের মাঝে পড়েছিল নবজাতকের মরদেহ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/01/1730436771-55079d90242af0720f1210de052fb265.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দুই ভবনের মাঝে পড়েছিল নবজাতকের মরদেহ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/11/01/1441475" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">জীবন শরীয়তপুর নড়িয়া উপজেলার ঢালিপাড়া গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে। বর্তমানে চকবাজারের মৌলভীবাজার কাঁচাবাজারের পাশে আমজাদ মিয়ার ভবনের সাত তলায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত সে।</p>