পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের পুনর্বহালসহ ৫ দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের পুনর্বহালসহ ৫ দাবি
সংগৃহীত ছবি

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জোর করে পদত্যাগ, অপসারণ, বরখাস্ত, বাধ্যতামূলক ছুটিসহ পাঁচ দফা দাবি জানিয়েছে পদবঞ্চিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক জোট। জোটের পক্ষ থেকে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে উত্থাপিত ৫ দফায় বলা হয়, পদবঞ্চিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের এমপিও থেকে নাম কর্তন না করে বেতন-ভাতাদি চালু রাখতে গত ১৪ ও ২০ জানুয়ারি মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। পদবঞ্চিত প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ, অপসারণ, বরখাস্ত, বাধ্যতামূলক ছুটি বাতিল ঘোষণা করতে হবে।

তাদের স্বপদে বহাল করে কর্মস্থলের নিরাপত্তা বিধান করতে হবে। অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বার্থলোভী ও শৃঙ্খলাভঙ্গকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। পদবঞ্চিত প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষকদের সমমানের এমপিওভুক্ত স্কুলে শূন্যপদে বদলির ব্যবস্থা করতে হবে।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে পদবঞ্চিত প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষক জোটের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম তালুকদার বলেন, গত ৫ আগস্টের পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও শিক্ষকদের অপমান, অপদস্ত, হেনস্তা ও মারধর করে জোরপূর্বক পদত্যাগ, অপসারণ, বরখাস্ত, বাধ্যতামূলক ছুটি, কর্মস্থলে বাধাগ্রস্ত ও প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে।

প্রায় তিন হাজার শিক্ষক পদবঞ্চিত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। এই হয়রানি ও বিপর্যয়কর অবস্থা থেকে রক্ষা পেতে সরকারের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মন্তব্য

সম্পর্কিত খবর

মিরপুরে দর-কষাকষিকে কেন্দ্র করে নারীসহ ২ ক্রেতাকে মারধর, ৪ ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মিরপুরে দর-কষাকষিকে কেন্দ্র করে নারীসহ ২ ক্রেতাকে মারধর, ৪ ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি ভিডিও থেকে নেওয়া।

দর-কষাকষিকে কেন্দ্র করে কথা-কাটাকাটির এক পর্যায়ে এক নারী ও এক যুবককে মারধর করেছেন ফুটপাতের ব্যবসায়ীরা। শুক্রবার (২৮ মার্চ) সকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় এ ঘটনায় ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, মায়ের উপস্থিতিতে রাজধানীর মিরপুর-১০ নম্বরে হকারদের মারধরের শিকার হয়েছেন এক যুবক। শুক্রবার (২৮ মার্চ) সকালে ফুটপাতের এক দোকানদারের সঙ্গে তার কথা-কাটাকাটি হলে কয়েকজন হকার মিলে তাকে এলোপাতাড়ি মারধর করেন।

একইভাবে এক নারীর ওপরও হামলা করতে দেখা যায় কয়েকজনকে।

আরো পড়ুন
হজযাত্রীদের বড় সুখবর দিল সরকার

হজযাত্রীদের বড় সুখবর দিল সরকার

 

এসব ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এর প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের আটকের দাবি জানিয়েছেন অনেকেই। একই সঙ্গে তারা মিরপুর-১০-এর ফুটপাত ও নন-ব্র্যান্ডের দোকানগুলো থেকে কেনাকাটা বর্জন করারও ডাক দিয়েছেন।

জানা যায়, এসব ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার (২৯ মার্চ) দুপুরে বেশ কিছু মানুষ একত্রিত হয়ে অভিযুক্তদের দোকানে যান এবং সিন্ডিকেটের কয়েকজনকে চিহ্নিত করে আটক করেন এবং গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

প্রাসঙ্গিক
মন্তব্য

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল
সংগৃহীত ছবি

ঈদুল ফিতরের দিন রাজধানীবাসীর বাহন মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। ডিএমটিসিএল জানিয়েছে, ঈদের দিন মেট্রো চলাচল বন্ধ থাকবে, তবে আগের শিডিউল অনুযায়ী ঈদের অন্য দিনগুলোতে চলাচল অব্যাহত থাকবে।

শনিবার (২৯ মার্চ) মেট্রো রেলের স্টেশনগুলো ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনের যে উপচে পড়া পরিস্থিতি ছিল, তা কমে গেছে। ট্রেনের প্রায় প্রতিটি কোচই সিটিং ছিল।

যাত্রীরা বসে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারছেন। কাউন্টারগুলোতেও ভিড় ছিল না। আর এ পরিস্থিতিতে যাত্রীরাও ভ্রমণ করে স্বস্তি পাচ্ছেন।

আরো পড়ুন
প্রধান উপদেষ্টার চীন সফরে যা পেল বাংলাদেশ

প্রধান উপদেষ্টার চীন সফরে যা পেল বাংলাদেশ

 

মেট্রো রেলের তত্ত্বাবধানে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, গেল বছরের মতো এবারও ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

তবে ঈদের পরের দিন থেকে আগের শিডিউলে চলবে। রমজান মাসের শিডিউল আর থাকবে না।

মন্তব্য

সর্বত্র ডিবির জাল বিস্তৃত করা হয়েছে : রেজাউল করিম মল্লিক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সর্বত্র ডিবির জাল বিস্তৃত করা হয়েছে : রেজাউল করিম মল্লিক
সংগৃহীত ছবি

ঈদকে ঘিরে সর্বত্র ডিবির জাল বিস্তৃত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।

শনিবার (২৯ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ডিবি কর্তৃক গৃহীত কার্যক্রমসংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।

ডিএমপির ডিবিপ্রধান বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বিপণিবিতান, রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে কেউ যাতে নাশকতা করতে না পারে সে জন্য গোয়েন্দা নজরদারি পূর্বের যেকোনো সময়ের চেয়ে বৃদ্ধি করা হয়েছে।

এ ছাড়া ডিবির সাইবার টিম তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নজরদারি বৃদ্ধি করেছে।

সাইবার স্পেস ব্যবহার করে আসন্ন ঈদ উপলক্ষে যেকোনো অপপ্রচার রোধে ডিবি তৎপর রয়েছে। প্রো-অ্যাকটিভ পুলিশিংয়ের অংশ হিসেবে ডিবির জাল সর্বত্র বিস্তৃত করা হয়েছে। ঢাকা মহানগরীকে নিচ্ছিদ্র নিরাপত্তা দিতে ডিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, রোজা শুরুর দিন থেকে এখন পর্যন্ত ডিবির অলআউট অ্যাকশনে উল্লেখযোগ্যসংখ্যক ছিনতাইকারী, ডাকাত, চাঁদাবাজ ও বিভিন্ন অভ্যাসগত অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে।

তা ছাড়া ডিবির মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকসহ উল্লেখযোগ্যসংখ্যক পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো বলেন, ঈদ শেষে মহানগরবাসী যাতে নিরাপদে ও স্বস্তিতে ঘরে ফিরতে পারে এবং কোনো ধরনের বিরূপ পরিস্থিতির সম্মুখীন না হয় সে জন্য ঈদ-পরবর্তী সময়ে ডিবির ‘বিশেষ অভিযান’ পরিচালিত হবে। ছিনতাইকারী, চোর, চাঁদাবাজ ও বিভিন্ন অভ্যাসগত অপরাধীদের গ্রেপ্তার করতে ডিবির আটটি বিভাগের উল্লেখযোগ্যসংখ্যক টিম মহানগরের বিভিন্ন কৌশলগত স্থানে এ অভিযান পরিচালনা করা হবে।

রেজাউল করিম মল্লিক বলেন, ‘আসন্ন ঈদকে সামনে রেখে জাল টাকা তৈরি ও সরবরাহ রোধে ডিবি অত্যন্ত তৎপর রয়েছে।

ইতোমধ্যে ডিবির অভিযানে বিপুলসংখ্যক জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ চক্রের বেশ কয়েকজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবির অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া অনলাইনে জাল নোট বিক্রয় ঠেকাতে ডিবির সাইবার টিম সার্বক্ষণিক অনলাইনে নজরদারি করছে। জাল নোট তৈরি, বিক্রয় ও সরবরাহ রোধে পূর্বের যেকোনো সময়ের চেয়ে কঠোর অবস্থানে রয়েছে ডিবি।’

প্রাসঙ্গিক
মন্তব্য

ঈদ উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে : ডিবিপ্রধান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঈদ উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে : ডিবিপ্রধান

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।

শনিবার (২৯ মার্চ) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রেজাউল করিম মল্লিক বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে মহানগরীর ৫০টি থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করছে এবং ৭১টি পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে।

ডিবিপ্রধান বলেন, এ ছাড়া অক্সিলিয়ারি ফোর্সও পুলিশের কাজে সহায়তা করছে। ঈদ উপলক্ষে বিপণিবিতান, বাস ও লঞ্চ টার্মিনাল ও ট্রেন স্টেশনে কেউ যাতে নাশকতা করতে না পারে, সে জন্য ডিবির নজরদারি আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছে। তারপরও কেউ যদি এমন কিছুর শিকার হন বা দেখেন, তাহলে ৯৯৯ নম্বরে ফোন করবেন।

আসন্ন উৎসবকে ঘিরে অনলাইনে যাতে কোনো গুজব না ছড়ায়, সেদিকে লক্ষ রেখে ডিবির সাইবার টিম কাজ করছে জানিয়ে তিনি বলেন, আমি মনে করি পুলিশ সদস্যদের মনোবল আগের যেকোনো পরিস্থিতির তুলনায় উন্নত এবং শক্তিশালী।

ঈদ-পরবর্তী সময়েও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান চালানো হবে।

এ সময় বাজারে ছড়িয়ে পড়া জাল নোটের বিষয়েও কথা বলেন তিনি। 

রেজাউল করিম বলেন, জাল টাকা তৈরি ও সরবরাহ রোধে ডিবি সতর্ক রয়েছে। এরই মধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছে।


 

মন্তব্য

সর্বশেষ সংবাদ