ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সুবিধাবঞ্চিতদের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী (ঈদ উপহার) বিতরণ করছে বসুন্ধরা নেইবারহুড গ্রুপ। শুক্রবার (২১ মার্চ) দুপুরে ক্ষুদ্র এ উদ্যোগের মাধ্যমে বসুন্ধরা আবাসিক এলাকায় ৩৪টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন বসুন্ধরা নেইবারহুড গ্রুপের সদস্যরা।
গ্রুপটি বিগত কয়েক বছর ধরে বসুন্ধরা আবাসিক এলাকায় সামাজিক কাজ করে আসছে। এখানে বসবাসরত উদ্যোক্তা, ব্যবসায়ী, শিক্ষক, ক্রীড়াবিদ, গৃহিণীসহ নানা পেশাজীবীদের মাঝে আন্তরিক সহাবস্থান নিশ্চিত করতে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে তারা।
বসুন্ধরা নেইবারহুড গ্রুপের সদস্যরা ঈদ উপহারে দিয়েছেন সয়াবিন তেল, গুঁড়া দুধ, সেমাই, চিনিগুঁড়া চাল, কিশমিশ-বাদাম, আদা-রসুন, সাবান শ্যাম্পু, গুঁড়া মসলা ইত্যাদি।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে আমাদের এই সামান্য ঈদ উপহার। রোজার ঈদে স্বল্প পরিমাণে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। তবে আগামীতে আমরা আরো বড় পরিসরে আয়োজন করব বলে আশা করছি।
গ্রুপের অ্যাডমিন ফারহাতুল জান্নাত জানান, মানবিক কাজে আমরা সব সময় এগিয়ে আসতে চাই। সেই লক্ষ্যে রোজার ঈদ সামনে রেখে আমরা ঈদে ব্যবহার্য কিছু নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছি।
এ সময় গ্রুপের মডারেটর লায়লা শার্লিন শোলে, সক্রিয় সদস্য সৈয়দা শাকিলা হায়দার, ইমরান খান প্রীতম, শামীমা আক্তার, হাসান মোহাম্মদ মেহেদী, শামীম আরা লিটু, সিফাত হোসেন হিমেল, আরিফ খান প্রমুখ উপস্থিত ছিলেন।