ঢাকার ৬ এলাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঢাকার ৬ এলাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
ছবি: কালের কণ্ঠ

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দশম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৪৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষনকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। 

আজ ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মার্কিন দূতাবাস এলাকায়।

তালিকায় এর পরেই রয়েছে মিরপুরের ইস্টার্ন হাউজিং, বেচারাম দেউড়ি, সাভারের হেমায়েতপুর, তেজগাঁওয়ের শান্তা ফোরাম, কল্যাণপুর। এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 

আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে ভারতের শহর দিল্লি। তালিকায় এর পরেই রয়েছে যথাক্রমে মিসরের কায়রো, উগান্ডার কাম্পালা, পাকিস্তানের লাহোর, সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

এ সময় শহরগুলোর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে ইনকিলাব মঞ্চ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে ইনকিলাব মঞ্চ
সংগৃহীত ছবি

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং দলটিকে ‘স্বৈরাচারী’ ও ‘গণবিরোধী’ বলে অভিহিত করেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজ জুমার পর বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের।

গত রাতে ‘দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে’ দাবি করে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।

এ নিয়ে বক্তব্য দিচ্ছেন বিএনপি-জামায়াতসহ রাজনৈতিক দলের নেতারা। আজ জুমার পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচিও দিয়েছে কয়েকটি সংগঠন।

মন্তব্য

সুবিধা-বঞ্চিতদের ঈদ উপহার দিল বসুন্ধরা নেইবারহুড

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সুবিধা-বঞ্চিতদের ঈদ উপহার দিল বসুন্ধরা নেইবারহুড

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সুবিধাবঞ্চিতদের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী (ঈদ উপহার) বিতরণ করছে বসুন্ধরা নেইবারহুড গ্রুপ। শুক্রবার (২১ মার্চ) দুপুরে ক্ষুদ্র এ উদ্যোগের মাধ্যমে বসুন্ধরা আবাসিক এলাকায় ৩৪টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন বসুন্ধরা নেইবারহুড গ্রুপের সদস্যরা।

গ্রুপটি বিগত কয়েক বছর ধরে বসুন্ধরা আবাসিক এলাকায় সামাজিক কাজ করে আসছে। এখানে বসবাসরত উদ্যোক্তা, ব্যবসায়ী, শিক্ষক, ক্রীড়াবিদ, গৃহিণীসহ নানা পেশাজীবীদের মাঝে আন্তরিক সহাবস্থান নিশ্চিত করতে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে তারা।

 

বসুন্ধরা নেইবারহুড গ্রুপের সদস্যরা ঈদ উপহারে দিয়েছেন সয়াবিন তেল, গুঁড়া দুধ, সেমাই, চিনিগুঁড়া চাল, কিশমিশ-বাদাম, আদা-রসুন, সাবান শ্যাম্পু, গুঁড়া মসলা ইত্যাদি। 

kk

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটাতে আমাদের এই সামান্য ঈদ উপহার। রোজার ঈদে স্বল্প পরিমাণে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। তবে আগামীতে আমরা আরো বড় পরিসরে আয়োজন করব বলে আশা করছি।

 

গ্রুপের অ্যাডমিন ফারহাতুল জান্নাত জানান, মানবিক কাজে আমরা সব সময় এগিয়ে আসতে চাই। সেই লক্ষ্যে রোজার ঈদ সামনে রেখে আমরা ঈদে ব্যবহার্য কিছু নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছি। 

এ সময় গ্রুপের মডারেটর লায়লা শার্লিন শোলে, সক্রিয় সদস্য সৈয়দা শাকিলা হায়দার, ইমরান খান প্রীতম, শামীমা আক্তার, হাসান মোহাম্মদ মেহেদী, শামীম আরা লিটু, সিফাত হোসেন হিমেল, আরিফ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য

বায়তুল মোকাররম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বায়তুল মোকাররম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান
সংগৃহীত ছবি

বিভিন্ন ইসলামী দলের ডাকা বিক্ষোভ মিছিল ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে যৌথ বাহিনীর সদস্যরা। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা ও ভারতে মুসলিমদের ওপর নিপীড়নের প্রতিবাদে এ মিছিল ডেকেছিল ইসলামী দলগুলো। 

আরো পড়ুন
আ. লীগকে পুনর্বাসনের পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত

আ. লীগকে পুনর্বাসনের পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত

 

লীগ

শুক্রবার (২১ মার্চ) পল্টন এলাকা ঘুরে দেখা যায়, সেখানকার মোড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জলকামান, এপিসি কার ও দুইটি প্রিজন ভ্যান রাখা রয়েছে।

আরো পড়ুন
যাদের নেতৃত্বে আ. লীগকে ফেরানোর ‘পরিকল্পনা’ হচ্ছে, জানালেন হাসনাত

যাদের নেতৃত্বে আ. লীগকে ফেরানোর ‘পরিকল্পনা’ হচ্ছে, জানালেন হাসনাত

 

এ ছাড়া বায়তুল মোকাররম মসজিদের প্রবেশমুখে অবস্থান নিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

আর নাইটিঙ্গেল মোড়ে বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

আরো পড়ুন
ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক আয়োজন নিয়ে যা জানা গেল

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক আয়োজন নিয়ে যা জানা গেল

 

এদিকে মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। এ ছাড়া সাদা পোশাক ও মহানগর গোয়েন্দা পুলিশের বিপুলসংখ্যক সদস্য জ্যাকেট পরে অবস্থান নিয়েছে।

মন্তব্য

চকবাজারে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গণপিটুনি, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চকবাজারে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গণপিটুনি, নিহত ১
প্রতীকী ছবি

রাজধানীর চকবাজারে ছিনতাইকারী সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে তিনজন আহত হওয়ার পর একজন হাসপাতালে মারা গেছেন। আজ শুক্রবার ভোরের দিকে চকবাজারের চম্পাতলী সোয়ারীঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সোয়ারীঘাট এলাকায় ছিনতাই করার সময় গণধোলাইয়ের শিকার হন ওই তিনজন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয়।

 

নিহতের বয়স ২৫ বছরের মতো। আহতদের একজনের বয়স ২০ ও আরেকজন ১৮ বছর। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মরদেহ মর্গে রাখা হয়েছে। 

চকবাজার থানার উপ পরিদর্শক (এসআই) মো. শোয়েব বলেন, ভোরে চাম্পাতলের সোয়ারীঘাটে ছিনতাই করার সময় স্থানীয় জনতা গণধোলাই দেন ওই তিন ছিনতাইকারীকে। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। ঢামেকের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের একজনকে মৃত ঘোষণা করেন।

 

এসআই বলেন, আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এখনো ওই ছিনতাইকারীদের নাম-পরিচয় জানতে পারেনি। তবে এ বিষয়ে আমাদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ