ঢামেকে চিকিৎসাধীন হাজতির মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঢামেকে চিকিৎসাধীন হাজতির মৃত্যু
সংগৃহীত ছবি

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নুর মোহাম্মদ বাঙ্গী (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার (৬ এপ্রিল) রাতে হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নূর মোহাম্মদ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ফরগাও গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে।

কারারক্ষী রোকনুজ্জামান জানান, গত ৩ এপ্রিল কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিক্যালে এনে নতুন ভবনের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করি।

পরে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয়।

আরো পড়ুন
যমুনায় গোসলে নেমে যুবক নিখোঁজ

যমুনায় গোসলে নেমে যুবক নিখোঁজ

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, 'ওই হাজতির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

'

মন্তব্য

সম্পর্কিত খবর

নববর্ষ উদযাপন নস্যাতের ষড়যন্ত্র রুখতে ৫ দাবি জাতীয় কবিতা পরিষদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
নববর্ষ উদযাপন নস্যাতের ষড়যন্ত্র রুখতে ৫ দাবি জাতীয় কবিতা পরিষদের
ছবি : কালের কণ্ঠ

সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে ‘সংস্কৃতি রক্ষা অভিযান’ গড়ে তোলাসহ পাঁচটি দাবি জানিয়েছে জাতীয় কবিতা পরিষদ। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন নস্যাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে’ আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন জাতীয় কবিতা পরিষদের নেতারা।

সংবাদ সম্মেলনের শুরুতে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।

এ সময় বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, জাতীয় কবিতা পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য কবি মতিন বৈরাগী, সহসভাপতি শহীদু্ল্লাহ ফরায়েজী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কবি শাহীন রেজা, কবি এ বি এম সোহেল রশিদ, কবি শ্যামল জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক নূরন্নবী সোহেল প্রমুখ।

আরো পড়ুন
মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

 

লিখিত বক্তব্যে মোহন রায়হান বাংলা নববর্ষকে দেশের অন্যতম প্রাণের উৎসব মন্তব্য করে বলেন, “এটি শুধুমাত্র একটি ক্যালেন্ডার বছরের সূচনা নয়, এটি হাজার বছরের বাঙালি সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার বহিপ্রকাশ। এই সর্বজনীন আনন্দঘন-উৎসব আজ একটি পরিকল্পিত ষড়যন্ত্রের নিশানায়। কিছু গোষ্ঠী—যারা ইতিহাস অস্বীকার করে, যারা সাম্প্রদায়িক মতাদর্শকে সাংস্কৃতিক চেতনার ওপর চাপিয়ে দিতে চায়—তারা দীর্ঘদিন ধরে বাংলা নববর্ষকে ‘অনৈসলামিক’ বা ‘বিদেশি সংস্কৃতি’র অপপ্রচার বলে চালিয়ে যাচ্ছে।

যা মোটেও সঠিক নয় বরং ইতিহাস বিকৃতি ও ধর্মীয় অপব্যাখ্যা।” এই উৎসবের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলেও মন্তব্য করা হয় লিখিত বক্তব্যে।

সংবাদ সম্মেলন থেকে সরকার ও জনগণের কাছে পাঁচটি দাবি ও আহ্বান তুলে ধরে কবিতা পরিষদ। সেগুলো হলো : নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে যেকোনো ষড়যন্ত্র বা সহিংসতার আশঙ্কা মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষাপ্রতিষ্ঠানে ও গণমাধ্যমে বাংলা নববর্ষের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা, ধর্মীয় অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে দেশব্যাপী ‘সংস্কৃতি রক্ষা অভিযান’ গড়ে তোলা এবং সাহস ও সচেতনতার মাধ্যমে নববর্ষ নিয়ে যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে জবাব দেওয়া।

আরো পড়ুন
চাকরির কথা বলে বাসায় এনে যুবককে ধর্ষণ, ক্ষোভে হত্যা

চাকরির কথা বলে বাসায় এনে যুবককে ধর্ষণ, ক্ষোভে হত্যা

 

বাংলা নববর্ষের ইতিহাস তুলে ধরে কবি মোহন রায়হান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া ‘শোভাযাত্রা’ আজ ইউনেসকো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য। কিন্তু কিছু গোষ্ঠী এটিকে মূর্তিপূজা আখ্যা দিয়ে কটূক্তি করছে। বিভিন্ন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও গোপন গ্রুপে নববর্ষ উদ্যাপনকে ঘিরে উসকানিমূলক কনটেন্ট ছড়ানো হচ্ছে। এটি শুধু মতপ্রকাশ নয়, সাংস্কৃতিক জঙ্গিবাদের সূক্ষ্ম রূপ। এ সময় অতীতে বিভিন্ন সময়ে নববর্ষ উৎসবে হওয়া হামলার বিষয়টি উলে­খ করে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সরকারের পক্ষ থেকে এবারের নববর্ষ উদযাপনের আয়োজনে বাঙালিসহ বিভিন্ন জাতিগোষ্ঠীকে তাদের জাতিসত্ত্বাকে ধারণ করে যেভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে তার প্রশংসা করেছেন প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। তিনি বলেন, ‘একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ।’

এবারের নববর্ষের শোভাযাত্রায় ফিলিস্তিনের নির্যাতনের শিকার মানুষের পক্ষে জাতীয় কবিতা পরিষদ ফিলিস্তিনের পতাকা বহন করবে বলে সংবাদ সম্মেলনে জানান জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক রেজা উদ্দীন স্টালিন। তিনি বলেন, ‘বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যারাই কাজ করবে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব।’

মন্তব্য

সাভারে পিকআপসহ ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
সাভারে পিকআপসহ ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
সংগৃহীত ছবি

সাভারে বিশেষ অভিযানে একটি পিকআপসহ আন্ত জেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে ঢাকা জেলার ডিবির (উত্তর) অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে হেমায়েতপুর ভরারী গার্মেন্টসের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাপতি কৃষ্টপুর গ্রামের আ. হান্নান মিয়ার ছেলে মো. মিজানুর রহমান (২২), ঢাকা জেলার সাভার থানার বাড়ইপাড়া গ্রামের মো. শামসুলের ছেলে মো. বাবুল (৪১), একই থানার দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত এখলাস মিয়ার ছেলে মো. জাবেদ মিয়া (৩০), বগুড়া জেলার শিবগঞ্জ থানার তেলেপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. শিপন ইসলাম (২৩) ও ভোলা জেলার লালমোহন থানার ফরাজগঞ্জ গ্রামের সালাহউদ্দিন দর্জির ছেলে মো. সবুজ (৪২)।

ঢাকা জেলার ডিবির (উত্তর) অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের হেমায়েতপুর ভরারী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্ত জেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

প্রাসঙ্গিক
মন্তব্য

রাইডারদের নিয়ে ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে আর এস ফাহিম

ইকলাচুর রহমান
ইকলাচুর রহমান
শেয়ার
রাইডারদের নিয়ে ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে আর এস ফাহিম

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করেছে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, ষ্টান্ট রাইডার ও ইউটিউবার আর এস ফাহিম। সম্প্রতি মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদ ভবনের সামনে শত শত রাইডারদের নিয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

এসময় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ফাহিম বলেন, ‘ফিলিস্তিনে এমন নির্মম গণহত্যার দৃশ্য দেখার পর থেকে আর স্থির থাকতে পারছি না। বিশ্বব্যাপী কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছি আমরা বাইক রাইডারসরা।

আমরা গাজাবাসীর মুক্তি চাই। স্বাধীন ফিলিস্তিন চাই।’

এসময় MSVZ Bangladesh এর সকল সদস্যসহ দেশের বিভিন্ন জেলা থেকে রাইডারসরা মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

যুবলীগ নেতা ‘গলাকাটা কাউসার’ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
যুবলীগ নেতা ‘গলাকাটা কাউসার’ গ্রেপ্তার
সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ১২ মামলার এজাহারনামীয় আসামি বাড্ডা থানা যুবলীগের আহ্বায়ক কায়সার মাহমুদ ওরফে গলাকাটা কাউসারকে (৪৫) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার (৯ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে কাউসার ঢাকা মহানগরীতে সম্প্রতি যুবলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছ বলে স্বীকার করেছে।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে আরো জানা যায়, গ্রেপ্তারকৃত কাউসারের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ১২টি মামলা রয়েছে।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ