ঢাকা, বুধবার ০২ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১, ০২ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ০২ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১, ০২ শাওয়াল ১৪৪৬

'স্ফুলিঙ্গ' সিনেমার ভালো মন্দ

মার্জিয়া আক্তার
মার্জিয়া আক্তার
শেয়ার
'স্ফুলিঙ্গ' সিনেমার ভালো মন্দ

বাংলাদেশের প্রতিভাবান পরিচালক তৌকির আহমেদ (জন্ম ১৯৬৬) এর "স্ফুলিঙ্গ" বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ।  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন, বিশ্বাস, সততা, মানবতার উপলব্ধিকে তরুণ প্রজন্মের কাছে উপস্থাপনের একটি তাগিদ এই সিনেমা। জয়যাত্রা (২০০৪), রূপকথার গল্প(২০০৬), দ্বারুচিনি দ্বীপ(২০০৭), অজ্ঞাতনামা(২০১৬), হালদা(২০১৭), ফাগুন হাওয়ার(২০১৯) পর তৌকির আহমেদ নির্মাণ করলেন তাঁর সপ্তম চলচ্চিত্র "স্ফুলিঙ্গ" (২০২১)। 

সিনেমাতে সাম্যবাদী পার্থ (শ্যামল মাওলা) তরুণ প্রজন্মের 'স্ফুলিঙ্গ'।

  পার্থকে ঘিরে কাহিনি আবর্তিত হয়েছে। স্বাধীনতার ৫০ বছরেও সমাজ নানান দুর্নীতির বেড়াজালে পর্যদুস্ত। তাই শিক্ষক যখন পার্থকে 'কমিউনিস্ট' বলে ব্যঙ্গ করে, এ উপেক্ষা যেন পুরো জাতির প্রতি অনুরণিত হয়। ফলে পার্থ বাবার পেনশনের টাকা  উদ্ধারে যেমন হয়ে উঠে মারমুখী,তেমনি শিক্ষকের আদর্শহীন কাজের বিরুদ্ধে জ্বলে উঠে তার আন্দোলনের স্ফুলিঙ্গ।
ঔপনিবেশিক শাসন-শোষণের বেড়াজাল থেকে মুক্তি পেতে  নজরুল 'বিদ্রোহী' হতে চেয়েছিলেন। আর বর্তমান সময়ের নানান অসাধু পদক্ষেপ এর বিরুদ্ধে তরুণদের স্ফুলিঙ্গের মতো জ্বালাতে চেয়েছেন নির্মাতা। এই স্ফুলিঙ্গ কখনো গানের, কখনো প্রতিবাদের, কখনো মুক্তিযুদ্ধের। 

পার্থ(শ্যামল মাওলা) পুরো সময়কে  অনবদ্য বিশ্বাস যোগ্যতায় উপস্থাপন করেছেন।

  পরিমনি 'দিবা' চরিত্রে এক অতলান্ত গভীরতাকে ধারণ করেছেন। পর্দায় যার উপস্থিতি স্নিগ্ধ ও সরল।।  সুঅভিনেত্রী জাকিয়া বারী মম একাকার হয়ে গেছেন আইরিন চরিত্রে। প্রতিশ্রুতিশীল অভিনেতা রওনক হাসানের ব্যক্তিত্বের একটা ভীষণ শক্তি আছে, যে কারণে যে কোন চরিত্রই তিনি ধারণ করেন অনিবার্য বিশ্বস্ততায়।
এ সিনেমায়ও এর ব্যতিক্রম ঘটেনি।  একুশে পুরস্কার প্রাপ্ত  অভিনেতা আবুল হায়াতকে নেতিবাচক চরিত্রে দেখিয়েছেন পরিচালক। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রের মধ্যে যে আদর্শিক দ্বন্দ্ব-- সে দ্বন্দ্বময় কূট, খল চরিত্রের রূপায়নে তাঁর পরিমিতিবোধ দেখার মতো। এছাড়া মামুনুর রশীদ, ফখরুল বাশার, শহীদুল আলম সাচ্চু, করভী মিজান প্রত্যেকেই স্ব স্ব চরিত্রে অনবদ্য ও বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন। সংগীত আয়োজনে ব্যান্ড দলের মিউজিক্যাল জার্নি দারুণ ভাবে তৈরি করেছেন পিন্টু ঘোষ। গানগুলো এ ছবির বড়  সম্পদ।  পরিচালক একাত্তরের স্বাধীনতা যুদ্ধ ও জাতির পিতার চেতনাকে তরুণ প্রজন্মের মধ্যে পরিবাহিত করেছেন অসামান্য দক্ষতায়। 

ছবিতে ১৯৭১ ও ২০২১ সমানতালে হাত ধরাধরি করে হেঁটেছে। একাকার হয়ে গেছে মানবপ্রেম ও দেশপ্রেম। ৫০ বছর আগে পরের দুই সময়কে ধারণ করতে দুটো কালার ডিজাইন কাহিনির সাথে অনায়াসে দর্শকের যোগসূত্র তৈরি করেছে। লাইট ও শেড, সাউন্ড ডিজাইন এবং সম্পাদনা সুপ্রযুক্ত। তবে একই লোকেশনে বার বার শ্যুটিং নান্দনিকতা ও বিশ্বাস যোগ্যতায় ছেদ ঘটিয়েছে। যেমন- গানের কনসার্ট গুলো একই জায়গায় প্রায় একই আর্ট ডিরেকশন এ ধারণ করা হয়েছে। লংশট ও ওয়াইড শট এর কমতি, পাশাপাশি  কম্প্রোমাইজড ও কমপ্যাক্ট শট বেশি বলেই মনে হয়েছে। ফলে চলচ্চিত্রের চলমানতা সবসময় অনুভূত হয়নি। 

মেকআপ কোনও কোনও জায়গায় আরও যত্নশীল হলে ভালো লাগতো। ( যেমন- মমর ঠোঁটের নিচের সিলভারের গয়না একই পয়েন্টে থাকেনি।) পোশাকের বিন্যাসে অনেক সময় চরিত্রের উপস্হাপনে খটকা লাগে। যেমনঃ  মুল চরিত্রকে ছাপিয়ে পরীমণির গানের দৃশ্যের (ভালোবাসি তোমারে) শাড়ি দুটো উপস্থাপিত হয়েছে। আগের পোশাক গুলোর মতো 'দিবা'র পোশাক না হয়ে এগুলো যেন  পরীমণির পোশাক হয়ে উঠেছে। সর্বোপরি মেধাবী নির্মাতা তৌকির আহমেদের অন্যান্য সিনেমার প্রযত্ন এই চলচ্চিত্রে কোথাও কোথাও অনুপস্থিত মনে হয়েছে।

স্বপ্নের বাংলাদেশ নিবেদিত এই চলচ্চিত্রে শিক্ষাঙ্গনের নানান দুর্নীতি,বিচার ব্যবস্থার অব্যবস্থাপনা এমনকি যুদ্ধাপরাধীদের স্বদেশ পলায়ন-- সমকালীন নানান অবক্ষয়ের  চিত্র তুলে ধরেছেন নির্মাতা। সেলুলয়েডে জাতির জনকের দর্শন ও চিন্তা এবং একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে বর্তমান তারুণ্যের মেলবন্ধন তথা যোগসূত্র তৈরি নির্মাতার অনন্য কৃতিত্ব।

মন্তব্য

সম্পর্কিত খবর

দর্শকের চাপে সিনেপ্লেক্সের ওয়েবসাইট ডাউন, টিকিট নিয়ে হাহাকার!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দর্শকের চাপে সিনেপ্লেক্সের ওয়েবসাইট ডাউন, টিকিট নিয়ে হাহাকার!
সংগৃহীত ছবি

বড় বাজেটের সিনেমাসহ এবারের ঈদে মুক্তি পেয়েছে মোট ৬টি সিনেমা। মুক্তির ঘোষণার পর থেকেই ছবিগুলো নিয়ে দর্শক আগ্রহ ছিল তুঙ্গে। এরপর ঈদের দিন থেকে রাজধানীসহ ঢাকার বাইরের হলগুলোতেও দেখা গেছে দর্শকদের উপচে পড়া ভিড়। এরমধ্যে ‘বরবাদ’, ‘দাগি’ ও ‘জংলি’ সিনেমা দেখার জন্য দর্শকরা মুখিয়ে রয়েছেন।

আজ বুধবার রাজধানীর মাল্টিপ্লেক্সগুলোতে বরবাদ, দাগি কিংবা জংলি সিনেমার কোনো শোয়ের টিকিট নেই। এমনকি আগামীকালেরও কোনো টিকিট নেই বলে জানা গেছে। দর্শকরা আগেই অনলাইনে টিকিট কিনে রেখেছিলেন। 

শুধু তাই নয়, দর্শকের চাপে স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইট ডাউন হয়ে রয়েছে দুই ঘণ্টারও বেশি সময় ধরে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। 

আরো পড়ুন
কয়েলের আগুনে পুড়ে গেল দিনমজুরের ঘর

কয়েলের আগুনে পুড়ে গেল দিনমজুরের ঘর

 

এই বিষয়ে স্টার সিনেপ্লেক্সের সিনিয়র মার্কেটিং ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ কালের কণ্ঠকে বলেন, ঈদের তিনটি সিনেমা বরবাদ, দাগি ও জংলি বেশ ভালো যাচ্ছে। গত সবগুলো শো হাউজফুল গেছে। দর্শকরা ছবিগুলো দেখতে হলে আসছেন।

কিন্তু আজ কোনো শোয়ের টিকিট নেই। যার কারণে সবাই অনলাইনে চেষ্টা করছেন। সবাই একসঙ্গে ওয়েবসাইটে প্রবেশ করার কারণে হয়তো এমনটা হয়েছে। আমাদের টিম চেষ্টা করছে দ্রুত সমাধান করার। তিনি এও জানান, আগামীকালকের বেশিরভাগ টিকিটই বিক্রি হয়ে গেছে।
 

এদিকে ব্লকবাস্টার সিনেমাসের ম্যানেজার মাহাবুবুর রহমান বলেন, বরবাদ, দাগি এরপর জংলি বেশ ভালো চলছে। অন্তরাত্মার একটি শো রেখেছিলাম, কিন্তু সেভাবে কোনো দর্শক নেই। এছাড়া বাকি তিন সিনেমার আগামীকাল পর্যন্ত কোনো টিকিট নেই। অনেকেই হলে এসে ফিরে যাচ্ছেন। 

এছাড়া শ্যামলী সিনেমা হলের ম্যানেজার মোহাম্মদ হাসান কালের কণ্ঠকে বলেন, আমরা বরবাদ চালাচ্ছি। আজ সকালের শোতে দর্শক একটু কম ছিল, এছাড়া বাকি সব শো হাউজফুল ছিল। আজকের আর কোনো শোয়ের টিকিটও নেই। 

প্রসঙ্গত, এবার ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলে হলো বরবাদ, দাগি, জংলি, চক্কর ৩০২, জ্বীন ৩ ও অন্তরাত্মা।

প্রাসঙ্গিক
মন্তব্য

দর্শক নেই, সিনেপ্লেক্স থেকে নামানো হলো শাকিবের ঈদের ছবি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
দর্শক নেই, সিনেপ্লেক্স থেকে নামানো হলো শাকিবের ঈদের ছবি
শাকিব খান

ঈদ মানেই শাকিব খান, ঈদ মানেই প্রেক্ষাগৃহে মানুষের আনাগোনা। প্রতিবছর ঈদে নিয়ম করে মুক্তি পায় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা। এবারের ঈদেও তার ব্যতিক্রম নয়। ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিবের দুটি ছবি।

মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ও ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘অন্তরাত্মা’। তবে ‘বরবাদ’ প্রেক্ষাগৃহে আগুন জ্বালালেও দর্শকদের হতাশ করেছে ‘অন্তরাত্মা’। তাই সিনেমাটি নামিয়ে ফেলা হয়েছে সিনেপ্লেক্স থেকে।

আরো পড়ুন
সিকান্দার চলছে নিজ গতিতে, তিন দিনে কত আয় করল?

‘সিকান্দার’ চলছে নিজ গতিতে, ৩ দিনে কত আয় করল?

 

২০২১ সালের মার্চে শেষ হয় ‘অন্তরাত্মা’র শুটিং।

শাকিব খান ও কলকাতার অভিনেত্রী দর্শনা বণিককে নিয়ে এটি নির্মাণ করেন ওয়াজেদ আলী সুমন। ২০২২ সালে মুক্তি কথা থাকলেও আলোর মুখ দেখেনি সিনেমাটি। এরপর আর ‘অন্তরাত্মা’র মুক্তির বিষয়ে কোনো আলোচনাও হয়নি বলা যায়। ঈদের আগে ছবিটি নিয়ে সেভাবে ছিল না কোনো ধরনের প্রচারণা।
শাকিব খানসহ ছবির অন্য তারকাদেরও ছবিটি নিয়ে সেভাবে প্রচারণা করতে দেখা যায়নি। 

তার পরও সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ২১ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। তবে ঈদের তৃতীয় দিনেই স্টার সিনেপ্লেক্সে ছবিটির কোনো প্রদর্শনী নেই। আজ সকালে জানা গেল, মুক্তির দ্বিতীয় দিনে সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়েছে শাকিব খানের ‘অন্তরাত্মা’।

আরো পড়ুন
শুটিংয়ে যাওয়ার আগে দোয়া পড়ে ফুঁ দিয়ে দিত : ‍নুসরাত ফারিয়া

শুটিংয়ে যাওয়ার আগে দোয়া পড়ে ফুঁ দিয়ে দিত : ‍নুসরাত ফারিয়া

 

বুধবার (৩ এপ্রিল) সকালে জানা গেল, মুক্তির দ্বিতীয় দিনে সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়েছে শাকিব খানের ‘অন্তরাত্মা’।

দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের দুটি শাখায় মুক্তি পেয়েছিল ওয়াজেদ আলী পরিচালিত ‘অন্তরাত্মা’। এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত প্রকাশিত সূচিতে বসুন্ধরা সিটি ও সনি স্কয়ারে দুটি করে প্রদর্শনী পায় সিনেমাটি। তবে দর্শকদের সাড়া না পাওয়ায় নির্ধারিত দিনের এক দিন আগেই নামিয়ে দেওয়া হয়েছে সিনেমাটি। সিঙ্গেল স্ক্রিনেও আশানুরূপ ব্যবসা করতে পারছে না এটি।

‘অন্তরাত্মা’র প্রযোজক ও কাহিনিকার সোহানী হোসেন, চিত্রনাট্যকার ফেরারী ফরহাদ। পাবনা ও নাটোরের বিভিন্ন স্থানে এর শুটিং হয়। শাকিব-দর্শনার পাশাপাশি এতে আরো অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফসহ অনেকে।

মন্তব্য

‘সিকান্দার’ চলছে নিজ গতিতে, ৩ দিনে কত আয় করল?

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
‘সিকান্দার’ চলছে নিজ গতিতে, ৩ দিনে কত আয় করল?
সালমান খান

দুই বছর পর ঈদে সিনেমা নিয়ে এলেন বলিউড মেগাস্টার সালমান খান। তার ‘সিকান্দার’ ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। বক্স অফিসের রেকর্ড ভেঙেচুড়ে একাকার করে দেওয়ার অপেক্ষায় ছিল সালমান-ভক্তরা। তবে মুক্তির পর সেভাবে ধামাকা দিতে পারেনি ‘সিকান্দার’।

ঈদের হিসেবে বেশ সাদামাটা এক ওপেনিং দিয়ে যাত্রা শুরু করেছে সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পেয়েছে ‘সিকান্দার’। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুসারে, প্রথম দিন বক্স অফিসে সিনেমাটি ২৬ কোটি টাকা আয় করেছে। আর দ্বিতীয় দিনে ‘সিকান্দার’ ২৯ কোটি টাকা তোলে ভারতীয় বক্স অফিসে।

তৃতীয় দিন সিনেমাটি বক্স অফিসে ১৭.৮১ কোটি টাকা আয় করেছে। যার ফলে ৩ দিনে সিকান্দারের মোট আয় হয়েছে ৭২ কোটি টাকা। বিশ্বব্যাপী আয় বর্তমানে ৯৫ কোটি টাকা ছাড়িয়েছে। 

আরো পড়ুন
শুটিংয়ে যাওয়ার আগে দোয়া পড়ে ফুঁ দিয়ে দিত : ‍নুসরাত ফারিয়া

শুটিংয়ে যাওয়ার আগে দোয়া পড়ে ফুঁ দিয়ে দিত : ‍নুসরাত ফারিয়া

 

এদিকে স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে আয় বিশ্বব্যাপী ৯৫ কোটি হলেও ‘সিকান্দার’ নির্মাতাদের দেওয়া পরিসংখ্যান কিছুটা আলাদা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, সিনেমাটির নির্মাতারা জানিয়েছেন, সিকান্দার প্রথম দিনে ভারতে ৩৫.৪৭ কোটি এবং দ্বিতীয় দিনে ৩৯ কোটি আয় করেছে এবং বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে।

আরো পড়ুন
মুগ্ধ চোখে নিজেকে পর্দায় দেখলেন নিশো

মুগ্ধ চোখে নিজেকে পর্দায় দেখলেন নিশো

 

তবে নিজ গতিতে বক্স অফিসে রাজত্ব করলেও সিকান্দার ভাঙতে পারেনি আগের কোনো রেকর্ড। এ বছর ভিকি কৌশলের ‘ছাভা’ বা মোহনলালের ‘এল ২: এমপুরান’কে ছাপিয়ে গিয়ে বছরের সর্বোচ্চ ওপেনিং আয়ের রেকর্ড করতে পারেনি সিকান্দার। এ ছাড়া নিজের আগের সিনেমাগুলোর রেকর্ডও ভাঙতে পারেনি সালমান খান। যেখানে ঈদ মানেই সালমান তাণ্ডব বক্স অফিসে, সেখানে এবার সিকান্দারে নেই সেই আমেজ।

 

এ আর মুরুগাদোসের পরিচালনায় ‘সিকান্দার’ প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। সংগীত পরিচালনায় আছেন প্রীতম। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এ ছাড়া আছেন কাজল আগরওয়াল, শারমান যোশী প্রমুখ। সিনেমাটি মুক্তি পেয়েছে ঈদুল ফিতরে।

মন্তব্য

বাংলা সিনেমা মানুষ দেখছে, এটাই খুশির সংবাদ : ইমরান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
বাংলা সিনেমা মানুষ দেখছে, এটাই খুশির সংবাদ : ইমরান
ইমরান মাহমুদুল

দেশের জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। কণ্ঠ দিয়েছেন অসংখ্য হিট গানে। সিনেমাতেও রয়েছে তার কণ্ঠের জনপ্রিয় গান। সদ্যই ঈদ কাটিয়ে কাতার থেকে ফিরলেন দেশে।

আর দেশে ফিরেই সিনেমা দেখতে চেয়ে রীতিমতো অবাক হয়েছেন এ গায়ক। কারণ আগামী দুই দিন ঈদের কোনো ছবিরই টিকিট নেই!

এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ৬ সিনেমা। তবে দর্শকদের পছন্দের তালিকায় আছে শাকিব খানের ‘বরবাদ’ ও নিশোর ‘দাগি’। ঈদের দিন থেকে হাউজফুল যাচ্ছে দুই সিনেমা।

দর্শকদের চাপ সামলাতে শো বাড়িয়েছে হল কর্তৃপক্ষ। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজে অঙ্গনের অনেক তারকাই ছুটছেন ঈদের আলোচিত সিনেমা দেখতে। দর্শকদের ভিড়ে জমে উঠেছে হল, মিলছে না কাঙ্খিত টিকিট। টিকিট না পাওয়ার সেই তালিকায় যুক্ত হয়েছেন ইমরানও।
 

আরো পড়ুন
শুটিংয়ে ওড়নার নিচে রসুন দিয়ে রাখতাম : ‍নুসরাত ফারিয়া

শুটিংয়ে ওড়নার নিচে রসুন দিয়ে রাখতাম : ‍নুসরাত ফারিয়া

 

বুধবার (২ এপ্রিল) এক ফেসবুক পোস্টে একথা জানিয়েছে ইমরান। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘কাতার থেকে একটু আগে দেশে আসলাম। এসেই আমার ড্রাইভারকে এসকেএস টাওয়ারে পাঠালাম ‘বরবাদ’ সিনেমার টিকিট কাটার জন্য । শো হাউজফুল । শুধু তাই না আগামীকালের জন্য বললাম, সেখানেও টিকেট নাই।

তিনি আরো লেখেন, “তারপর জংলি সিনেমা দেখবো বলে বললাম ‘জংলি’র টিকিট আছে কিনা , ড্রাইভার বললো ‘জংলি’ সিনেমার টিকিট আজকে নাই, কালকেও নাই । আগামী পরশু টিকিট পাওয়া যাবে। তারপর খোঁজ নিতে বললাম ‘জ্বীন ৩ ’ কিন্তু আনফরচুনেটলি এ ছবি এসকেএস টাওয়ারে নেই। আছে বসুন্ধরা ষ্টার সিনেপ্লেক্সে।”

আরো পড়ুন
‘সেনাবাহিনী চাইলে হাসিনা যাবার পরই ক্ষমতা নিতে পারত’

‘সেনাবাহিনী চাইলে হাসিনা যাবার পরই ক্ষমতা নিতে পারত’

 

সবশেষ গায়ক লিখেছেন, ‘একটু মন খারাপ হলো কিন্তু ভালো লাগার বিষয় এটা বাংলা সিনেমা মানুষ দেখছে। হলে গিয়ে সিনেমা দেখছে এটাই খুশির সংবাদ। বাংলা সিনেমা জয় হোক। 

ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার রোমান্টিক গান ‘মায়াবী’তে কণ্ঠ দিয়েছেন ইমরান। এছাড়াও ‘জংলি’ ও ‘জ্বী ৩’ ছবির গানেও কণ্ঠ দিয়েছেন এ সংগীতশিল্পী। 

মন্তব্য

সর্বশেষ সংবাদ