‘নওয়াজউদ্দিন সিদ্দিকী অস্কারের যোগ্য’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘নওয়াজউদ্দিন সিদ্দিকী অস্কারের যোগ্য’
হাড্ডিতে নওয়াজউদ্দিন সিদ্দিকী

অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী তার আসন্ন চলচ্চিত্র ‘হাড্ডি’ থেকে আরেকটি নতুন লুক শেয়ার করেছেন। শনিবার (১৭ ডিসেম্বর) ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেছেন তিনি। সিনেমাটিতে একজন ট্রান্সজেন্ডারের ভূমিকায় অভিনয় করছেন নওয়াজউদ্দিন। 

ছবিটি শেয়ার হওয়া মাত্র রীতিমতো ঝড় তুলেছে অনলাইনে।

ভক্ত-অনুরাগীরা একের পর মন্তব্য করে শুভেচ্ছা জানাচ্ছেন প্রিয় অভিনেতাকে। এমন দুর্দান্ত লুক এবং ভিন্ন চরিত্রে নওয়াজকে দেখে ভক্তরা দারুণ উচ্ছ্বসিত। অনেকেই তাকে ‘কিংবদন্তি’ এবং ‘অবিশ্বাস্য’ বলেছেন। 

মন্তব্য

কান উৎসবের মনোনয়ন ঘোষণা, কারা আছেন দৌড়ে?

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
কান উৎসবের মনোনয়ন ঘোষণা, কারা আছেন দৌড়ে?

বছর পেরিয়ে আবারও শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। এবার ৭৮তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩ মে, ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে। বৃহস্পতিবার রাতে উৎসবের নির্বাচিত ছবিগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। সংবাদ সম্মেলনে হাজির হয়ে তালিকা প্রকাশ করেন উৎসবের প্রেসিডেন্ট আইরিস নোবলোখ ও জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমো।

এবারের উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে ১৯টি ছবি। তবে এবার কোনো কোরীয় ছবি জায়গা করে নিতে পারেনি। গত এক যুগে এই প্রথম এমনটা ঘটল।

আরো পড়ুন
হলসংখ্যা বেড়েছে ঈদের তিন ছবির

হলসংখ্যা বেড়েছে ঈদের তিন ছবির

 

এবারের নির্বাচিত ছবিগুলো হলো ‘আলফা’ (ফ্রান্স, বেলজিয়াম), ‘দোসিয়ে ১৩৭’ (ফ্রান্স), ‘ঈগলস অব দ্য রিপাবলিক’ (সুইডেন, ফ্রান্স, ডেনমার্ক ও ফিনল্যান্ড), ফুয়োরি’ (ইতালি, ফ্রান্স), ‘এডিংটন’ (যুক্তরাষ্ট্র), ‘নুভেল ভাগ’ (ফ্রান্স), ‘দ্য ফিন্যানশিয়াল স্কিম’ (যুক্তরাষ্ট্র, জার্মানি), ‘দ্য হিস্টোরি অব সাউন্ড’ (যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র), ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ (ইরান, ফ্রান্স), ‘দ্য লিটল সিসটার’ (ফ্রান্স, জার্মানি), ‘দ্য মাস্টারমাইন্ড’ (যুক্তরাষ্ট্র, জার্মানি), ‘রেনোয়ার’ (জাপান, ফ্রান্স, সিঙ্গাপুর, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া), ‘রোমেরিয়া’ (স্পেন, জার্মানি), ‘দ্য সিক্রেট এজেন্ট’ (ব্রাজিল, ফ্রান্স), ‘সেনটিমেন্টাল ভ্যালু’ (নরওয়ে, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, সুইডেন, যুক্তরাজ্য), ‘সিরাত’ (স্পেন, ফ্রান্স), ‘সাউন্ড অব ফলিং’ (জার্মানি), ‘টু প্রসিকিউটরস’ (লাটভিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডস, রোমানিয়া, লিথুয়ানিয়া) এবং ‘দ্য ইয়ং মাদার্স হোম’ (বেলজিয়াম)।

 

আরো পড়ুন
আমি খারাপ অভিনয়শিল্পী নই

আমি খারাপ অভিনয়শিল্পী নই

 

উৎসবের অন্যতম প্রতিযোগিতা বিভাগ আঁ সার্তে রিগায় এবার লড়বে ১৬টি ছবি—‘দ্য মিস্টিরিয়াস গেজ অব দ্য ফ্লেমিঙ্গো’, ‘মেতেওরস’, ‘মাই ফাদারস শ্যাডো’, ‘আর্চিন’,  ‘এলিয়ানোর দ্য গ্রেট’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন গাজা’, ‘আইশা ক্যান্ট ফ্লাই অ্যাওয়ে’, ‘হেডস অর টেইল?’, ‘পিলোন’, ‘ল্যাঁকোনু দ্য লা গ্রঁদ আর্শ’, ‘আ পালে ভিউ অব দ্য হিলস’, ‘দ্য লাস্ট ওয়ান ফর দ্য রোড’, ‘হোমবাউন্ড’, ‘কারাভান’, ‘দ্য প্লেগ’ ও ‘প্রমিজড স্কাই’।

এবারের কান উৎসব হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের জন্য বিশেষ বটে। কেননা নির্বাচিত দুটি ছবির সঙ্গে তিনি জড়িত। মূল প্রতিযোগিতায় জায়গা করে নেওয়া ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফিন্যানশিয়াল স্কিম’-এ অভিনয় করেছেন স্কারলেট।

আবার প্রথমবার ছবি নির্মাণ করেও দেখালেন চমক। তাঁর ‘এলিয়ানোর দ্য গ্রেট’ নির্বাচিত হয়েছে আঁ সার্তে রিগা বিভাগে।

এদিকে জাহ্নবী কাপুরের ক্যারিয়ারেও নতুন প্রাপ্তি যুক্ত হলো। বলিউড অভিনেত্রী অভিনীত ‘হোমবাউন্ড’ নির্বাচিত হয়েছে আঁ সার্তে রিগায়। বানিয়েছেন নিরাজ ঘেওয়ান।

এবার উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে আমেলি বোনাঁর ‘লিভ ওয়ান ডে’। এটি নির্মাতার প্রথম ছবি।

উৎসবের প্রধান জুরি অভিনেত্রী জুলিয়েট বিনোশ। এবার আজীবন সম্মাননা হিসেবে সম্মানসূচক স্বর্ণপাম দেওয়া হবে অভিনেতা রবার্ট ডি নিরোকে।

মন্তব্য

হলসংখ্যা বেড়েছে ঈদের তিন ছবির

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
হলসংখ্যা বেড়েছে ঈদের তিন ছবির

অর্ধ ডজন ছবিতে শুরু হয়েছিল ঈদ উৎসব। স্বাভাবিক নিয়মে দর্শকপ্রিয়তার বিচারে মিছিল থেকে ছিটকে পড়েছে একাধিক ছবি। তবে ঈদের বাজার নিজের করে নিয়েছে তিনটি ছবি—‘বরবাদ’, ‘দাগি’ ও ‘জংলি’। দ্বিতীয় সপ্তাহে এসে তিনটি ছবিরই হলসংখ্যা বেড়েছে।

সপ্তাহের মাঝামাঝি ঈদ হওয়ায় প্রায় ১২ দিনের লম্বা সপ্তাহ পেয়েছে ছবিগুলো। গতকাল শুরু হয়েছে ঈদের ছবির দ্বিতীয় সপ্তাহ। এই সপ্তাহে তিনটি বেড়ে মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ চলবে ১২৬টি প্রেক্ষাগৃহে। সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সেও চুটিয়ে ব্যবসা করছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ছবিটি।

আরো পড়ুন
আমি খারাপ অভিনয়শিল্পী নই

আমি খারাপ অভিনয়শিল্পী নই

 

গতকাল শুধু মাল্টিপ্লেক্সেই ছবিটির ৭২টি শো চলেছে এবং প্রায় সবটিই ছিল হাউসফুল। এ ছাড়া সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ছবির শো সংখ্যা ছিল ৪৪০!
মিছিলে দ্বিতীয় স্থানে রয়েছে শিহাব শাহীনের ‘দাগি’। প্রথম সপ্তাহে ছবিটি চলেছে ১৩টি প্রেক্ষাগৃহে। এ সপ্তাহে বেড়েছে দুটি হল।

এখন ১৫ প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে আফরান নিশো ও তমা মির্জা জুটির দ্বিতীয় ছবি ‘দাগি’। এ ছবির মূল ব্যবসাকেন্দ্র মাল্টিপ্লেক্স। দেশের সব মাল্টিপ্লেক্সে ছবিটি চলছে এবং ভালো সাড়া পাচ্ছে।

আরো পড়ুন
প্রাপ্তবয়স্ক যে ছবিগুলো গল্পেও নজর কেড়েছে দর্শকের

প্রাপ্তবয়স্ক যে ছবিগুলো গল্পেও নজর কেড়েছে দর্শকের

 

এম রাহিমের ‘জংলি’র শুরুটা একটু নড়বড়ে ছিল। ১০টি প্রেক্ষাগৃহ নিয়ে যাত্রা করে ছবিটি।

পরে ধীরে ধীরে ছবিটির প্রতি দর্শকের আগ্রহ বাড়ে। এ সপ্তাহে এটি চলছে ১৪টি প্রেক্ষাগৃহে। স্টার সিনেপ্লেক্সে এর শো সংখ্যাও বাড়ানো হয়েছে প্রায় দ্বিগুণ। অধিকাংশ শো যাচ্ছে হাউসফুল। সিয়াম আহমেদ ও শবনম বুবলী অভিনীত এ ছবিতে বাবা-সন্তানের আবেগ ও ভালোবাসায় মুগ্ধ হচ্ছে বিভিন্ন বয়সী দর্শক।

এ ছাড়া শরাফ আহমেদ জীবনের ‘চক্কর ৩০২’ প্রশংসা পেলেও প্রেক্ষাগৃহের সংখ্যায় সুবিধা করতে পারছে না। পিছিয়ে রয়েছে কামরুজ্জামান রোমানের ‘জ্বীন ৩’ও। আর ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্মা’ তো একেবারেই ছিটকে পড়েছে।

মন্তব্য
নিদ্রা নেহা

আমি খারাপ অভিনয়শিল্পী নই

কামরুল ইসলাম
কামরুল ইসলাম
শেয়ার
আমি খারাপ অভিনয়শিল্পী নই
নিদ্রা নেহা

শুরুটা ‘মিস ইউনিভার্স—বাংলাদেশ’ দিয়ে। সেখান থেকে মডেলিংয়ে, কাজ করেন বিভিন্ন নামি ব্র্যান্ডের হয়ে। পরে মনে জাগে অভিনয়ের সাধ। বছর পাঁচেক হলো অভিনয় করছেন।

নিজেকে শাণিত করার জন্য যোগ দেন নাটকের দল ‘প্রাচ্যনাট’-এ। টিভি নাটক, ওয়েব কনটেন্ট ও চলচ্চিত্রে ইতিবাচক সাড়াও পেয়েছেন। গত বছর ‘শরতের জবা’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে বেশ। ওয়েব সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’-এও দেখিয়েছেন দক্ষতা।
তবে হঠাৎ করেই বেশ কিছু অভিযোগ সামনে আনলেন অভিনেত্রী। এমনকী ছেড়ে দিতে চলেছেন শোবিজ অঙ্গনও!

আরো পড়ুন
দুই সিনেমা থেকে বাদ, অভিনয় ছাড়ার ঘোষণা নেহার

দুই সিনেমা থেকে বাদ, অভিনয় ছাড়ার ঘোষণা নেহার

 

“নিজের প্রশংসা করতে চাই না। তবে এটুকু বলতে পারি, আমি খারাপ অভিনয়শিল্পী নই। আমাকে যদি ভালোভাবে চরিত্র-দৃশ্য বোঝানো হয়, সেটা ঠিকঠাক উপস্থাপন করতে পারি।

 ‘হাঁসের সালুন’-এ (‘আধুনিক বাংলা হোটেল’-এর একটি পর্বের নাম) আমি অল্প সময়ের জন্য আছি, তবু কাজটা নিয়ে কথা হয়েছে। দেশের অনেক গণমাধ্যম, এমনকি ভারতের পত্রিকায়ও আমাকে নিয়ে লেখালেখি হয়েছে। তার মানে আমার অভিনয় নিয়ে প্রশ্ন নেই! তাহলে প্রশ্নটা কোথায়? কেন কাজ বাতিল হচ্ছে?” - আলাপের শুরুতেই মন খারাপ করে বললেন নিদ্রা নেহা। তবে কোন প্রজেক্ট থেকে বাদ পড়ে এতটা মুষড়ে পড়েছেন অভিনেত্রী, তা খোলাসা করতে চাইলেন না। নেহা মানেন, সব কাজে তিনি যোগ্য নন।
চরিত্রের ধরন অনুযায়ী তিনি মানানসই না হলে সেটা হাতছাড়া হতেই পারে। তাঁর অভিযোগ সব কিছু চূড়ান্ত হওয়ার পর শুটিংয়ের দু-এক দিন আগে বাদ দেওয়া নিয়ে। এটাকে ‘অবিচার’ বলে মনে করেন অভিনেত্রী।

আরো পড়ুন
প্রাপ্তবয়স্ক যে ছবিগুলো গল্পেও নজর কেড়েছে দর্শকের

প্রাপ্তবয়স্ক যে ছবিগুলো গল্পেও নজর কেড়েছে দর্শকের

 

পরপর দুটি বড় ছবি হাতছাড়া হয়েছে নেহার। নাম উল্লেখ না করেই বলেন, ‘জানুয়ারির ঘটনা। আমি মুম্বাইতে ছিলাম, বাবার চিকিৎসার জন্য। আগে ছোট পর্দায় অনেক জনপ্রিয় ছিলেন, এখন সিনেমা করছেন, এই ঈদেও তাঁর ছবি আছে। তাঁর সঙ্গে একটা ছবি হওয়ার কথা। পরিচালকও আমাকে চাইছেন। সব কিছু চূড়ান্তই ছিল। দুই মাস ধরে প্রস্তুতিও নিলাম। হঠাৎ শুটিংয়ের আগে নিউজ, ওই ছবিতে নায়িকা অমুক! তখন মুম্বাই থেকে নির্মাতাকে ফোন করি। রেসপন্স পাইনি। পরে দেশে এসে পরিচালকের সহকারীর সঙ্গে কথা হয়েছিল। দুই দিন সময় চাইল, বিষয়টা সমাধানের। এরপর ক্যানসেল করে দিল। ১০ দিন পর আবার কল করা হলো। আবার শিডিউল চাইলেন। পরিচালক নানাভাবে চেষ্টা করেছিলেন চরিত্রটির জন্য আমাকে নিতে। কিন্তু প্রযোজকের অনিচ্ছায় আমাকে নেওয়া হয়নি। কারণ কী? আমি জানি না। এই যে বারবার শিডিউল নষ্ট করা হয়, এতে আমাদের কত ক্ষতি হয়! আমাদের তো ঘর-সংসারও দেখতে হয়। টুকটাক বিজ্ঞাপনচিত্র, নাটক করতে হয়। ছবির শিডিউলের জন্য সেগুলো ছেড়ে দিতে হয়। এই অর্থনৈতিক ক্ষতিপূরণ তো তাঁরা দেয় না।’

সম্প্রতি নতুন একটি ছবিতে যুক্ত হয়েছিলেন নেহা। অডিশন সেরে শুটিংয়েও অংশ নিয়েছেন। এমন অবস্থা থেকেও বাদ পড়েছেন তিনি! নেহার ভাষ্য, ‘তারা আমাকে ডেকেছিল, কথা হলো, অডিশন দিলাম, তাদের পছন্দ হলো। আমার শিডিউল নিয়ে একটু জটিলতা ছিল, তবু ম্যানেজ করে নিলাম। বাবার চিকিৎসার জন্য ২৫ মার্চ দেশের বাইরে যাওয়ার কথা ছিল। টিকিট পর্যন্ত ক্যানসেল করলাম। এরপর শুটিং করলাম এক দিন। সাধারণত শুটিংয়ের আগে শিল্পীদের সঙ্গে একটা চুক্তি হয়, বিভিন্ন নির্দেশনা-শর্ত দেওয়া হয়। সেগুলো মেনে চলতে হয়। এ রকম কিছুই হলো না। কারণ ঈদের আগে তাড়াহুড়ার মধ্যে ওই এক দিনের শুটিং হয়েছিল। আমিও আর ব্যাপারটা নিয়ে কথা বাড়াইনি। এর মধ্যে এক রিপোর্টার আমাকে কল করেন, নতুন কাজের খবরাখবর জানতে চান। আমি ওই ছবির কথা বলি। যেহেতু আমাকে টিম থেকে বারণ করা হয়নি, তাই আমি নরমালি বিষয়টি জানিয়েছি। নিউজ হওয়ার পর আমার সঙ্গে চিৎকার-চেঁচামেচি! এটার অধিকার তো নেই তাদের। আমি একজন শিল্পী। আমার জায়গায় কোনো বড় তারকা থাকলে তারা এমনটা করতেন না। অনেক বোঝানোর পরেও তারা বোঝেনি। এটা নিয়ে নাকি তাদের অনেক সমস্যা হয়ে গেছে। ১১ এপ্রিল থেকে আমার দ্বিতীয় লটের শুটিং হওয়ার কথা। দুই দিন আগে ফোন করে বলা হলো, আমার চরিত্রটা তারা রাখছে না।’ 

নেহার অভিযোগের সঙ্গে রাফীর ‘তাণ্ডব’ ছবির প্রসঙ্গে মিলে যায়। যদিও অভিনেত্রী কোনো ছবির নামই উল্লেখ করতে চাননি। আক্ষেপ প্রকাশ করে নেহা বলেন, ‘বারবার এভাবে একজন শিল্পীর মন ভাঙতে পারে না তারা। এখন বিভিন্ন জায়গায় কথা হচ্ছে, অভিনয় যদি ভালো না হয়, অডিশনে না টিকলে বাদ তো দেবেই। কিন্তু আমি তো অডিশনে পাস করে শুটিংও করলাম। আমি কেন, যে শিল্পী একদম আজই ইন্ডাস্ট্রিতে এসেছে, তাঁর সঙ্গেও তো এটা করা উচিত নয়।’ 

এসব ঘটনায় হতাশ হয়ে অভিনয় ছাড়ার কথাও ভাবছেন নেহা। তবে আপাতত হাতের কাজগুলো সম্পন্ন করতে চান। তাঁর কারণে যেন কারো ক্ষতি না হয়, সেদিকটা নিশ্চিত করতে চান। তবে নতুন করে কোনো কাজে যুক্ত হবেন কি না, সেটা এখনো ভাবেননি।

মন্তব্য

অভিনয় ছেড়ে এখন শাড়ি বিক্রি করেন এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
অভিনয় ছেড়ে এখন শাড়ি বিক্রি করেন এই অভিনেত্রী
সংগৃহীত ছবি

স্বপ্নের টানে কত মানুষই দূর দূরান্ত থেকে শহরে আসেন। কেউ কেউ সেটা পূরণ করতে পারেন আবার বেশিরভাগই সাফল্য থেকে থাকেন বহু দূরে।অনেকেই বলে থাকেন, স্বপ্ন বিকোয় বিনামূল্যে! স্বপ্নের শহরে টিকে থাকা আবার বেশ ব্যয়বহুল। আর তাই মুম্বাই শহর ছেড়েছেন হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ, অভিনেত্রী চারু আসোপা।

তিনি প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের ভাইয়ের প্রাক্তন স্ত্রী।

মুম্বাই ছেড়ে নিজের হোমটাউন রাজস্থানের বিকানেরে চলে গেছেন তিনি। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় তার সালোয়ার কামিজ এবং শাড়ি বিক্রি করার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

যে ভিডিও দেখে বহু নেটিজেনই বিস্মিত হয়ে লিখেছেন, ‘সুস্মিতা সেনের এক্স-বৌদি অনলাইনে পোশাক বেচে সংসার চালাচ্ছেন!’।

যদিও আবার অনেকেই এতে কোনও ভুল দেখছেন না। চারুর এই নতুন উদ্যোগকে সমর্থন করেছেন বহু নেটিজেন। কেউ কেউ আবার তার আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

চারু জিয়ানা
মেয়ে জিয়ানার সঙ্গে অভিনেত্রী চারু

হিন্দুস্তান টাইমসকে চারু বলেন, ‘মুম্বাই ছেড়ে আমি আমার হোমটাউন রাজস্থানের বিকানেরে চলে এসেছি।

বর্তমানে আমি আমার বাবা-মার সঙ্গেই থাকছি।’

মুম্বাই ছাড়া প্রসঙ্গে চারু বলেন, ‘মুম্বাইতে থাকা সহজ নয়, অনেক টাকা লাগে। আমার মাসিক খরচ ১-১.৫ লক্ষ টাকা পর্যন্ত হতো, ভাড়া এবং সবকিছু মিলিয়ে, যা মোটেও সহজ ছিল না। আর এছাড়াও, নাগাওঁ (মুম্বাই) তে শুটিং করার সময় জিয়ানাকে (সন্তান) একা ন্যানির সাথে রেখে যেতে হতো, যেটা আমি চাইনা। এটা অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল।

বাড়ি ফিরে নিজের কিছু শুরু করা সম্পূর্ণ পরিকল্পিত ছিল। এটি কোনোও তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত ছিল না।’

তিনি আরো বলেন, ‘এমন নয় যে আমি কোনো বড় প্রজেক্টের শুটিং করছিলাম। কারণ, এই মুহূর্তে আমি দৈনিক ধারাবাহিক না করাই ভালো মনে করি কারণ আমি জিয়ানার উপর মনোযোগ দিতে চেয়েছিলাম। আমি এখান থেকে ডিজিটাল কন্টেন্ট শুট করতে পারি। যদি আমাকে শুটিংয়ের জন্য যেতেও হয়, তাহলেও আমি জিয়ানাকে ওর দাদু-দিদার কাছে রেখে যেতে পারব, ন্যানির চেয়ে সেটা ভালো।’

Charu Asopa Confirms Leaving Mumbai With Daughter Ziana Owing High Living  Expenses | Bollywood Bubble

‘আমি বিকানেরে একটি বাড়ি কেনার পরিকল্পনা করছি। এদিকে, জিয়ানা এবং আমি আমার বাবা-মার সঙ্গে থাকছে। আগামীকাল, আমি আমার বাকি জিনিসপত্র আনতে মুম্বাই ফিরে যাচ্ছি।’-যোগ করেন চারু। 

তার আর্থিক অবস্থা নিয়ে, তাকে এবং তার ব্যবসাকে নিয়ে লোকজনের নানান প্রশ্ন ও সমালোচনা প্রসঙ্গে ট্রলকারীদের উদ্দেশ্যে চারু বলেন, ‘যখন আপনি নতুন কিছু শুরু করেন, তখন এমনই করেন। আমার ক্ষেত্রে নতুন কী আলাদা? আমি সবকিছু নিজেই করছি, অর্ডার নেওয়া থেকে শুরু করে প্যাকেজ পাঠানো এবং স্টক সংগ্রহ পর্যন্ত। যখন আমি অভিনয়ের জন্য মুম্বাই এসেছিলাম তখনও তা সহজ ছিল না। আমি নিজের নাম প্রতিষ্ঠার জন্যও অনেক লড়াই করেছি এবং সফলও হয়েছি। এখন, আমি এই ব্যবসা শুরু করেছি যাতে আমি আমার সন্তানের উপর বেশি মনোযোগ দিতে পারি এবং আমার মনে হয় এটা ভুল নয়।’

প্রসঙ্গত, এর আগে চারু এবং তার প্রাক্তন স্বামী রাজীব সেন তাদের ডিভোর্সের খবরের কারণে চর্চায় ছিলেন। তাদের ৩ বছরের মেয়ে রয়েছে, নাম জিয়ানা। 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ