<p>বাংলাদেশের ‘সুরাইয়া’ যুক্তরাষ্ট্রের সিয়াটলের তাসভীর চলচ্চিত্র উৎসবের ফিল্ম বাজারে নির্বাচিত হয়েছে। শিবব্রত বর্মণের গল্প থেকে ছবিটি পরিচালনা করেছেন রবিউল আলম রবি। প্রথমবারের এ আয়োজনে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে দক্ষিণ এশিয়ার সিনেমা।</p> <p>এবার ফিল্ম বাজারে ৩০০টির মতো প্রজেক্ট জমা পড়ে। এর মধ্যে সারা বিশ্ব থেকে ৪০টি সিনেমার প্রজেক্ট নির্বাচন করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে আছে নির্মাণাধীন ও নির্মিতব্য সিনেমার প্রজেক্ট।</p> <p>‘সুরাইয়া’ পরিচালক রবিউল আলম বলেন, ‘আমাদের জন্য দারুণ খবর। এত বড় একটা আয়োজনে দক্ষিণ এশিয়ার প্রজেক্টকে গুরুত্ব দিচ্ছে আয়োজকরা। অর্থায়ন, বিপণন, সহপ্রযোজনাসহ নানাবিধ সুবিধা দেবে তারা।’</p> <p>দক্ষিণ কোরিয়ার বুসানের ফিল্ম বাজারে এর আগে মনোনীত হয় ‘সুরাইয়া’। পরে ফ্রান্সের পিএএস থেকে চিত্রনাট্যে পরামর্শক ও ওয়ার্কশপ–সহায়তা পায়। সুযোগ থাকবে সহ–প্রযোজক পাওয়ার। সিনেমাটি এ বছর বাংলাদেশ সরকারের অনুদানও পায়। সিনেমাটির প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন ফজলে হাসান। `সুরাইয়া' শিবব্রত বর্মনের একই নামের গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।</p> <p>উল্লেখ্য, তাসভীরের ১৯তম চলচ্চিত্র উৎসব চলবে ১৫ থেকে ২০ অক্টোবর পর্যন্ত। একই সঙ্গে চলবে ফিল্ম বাজারও।</p>