প্রকাশ্যে এলো বলিউড মেগাস্টার সালমান খানের আসন্ন চলচ্চিত্র ‘সিকান্দার’-এর টিজার। নতুন বছরে ঈদের বক্স অফিসে জমাতে তৈরি সালমান খান। সিকান্দারের টিজারে বলিউডের সুলতান ধরা দিলেন নিজের অ্যাকশন লুকে। ভক্তদের দিয়ে রাখলেন ধুন্ধুমার অ্যাকশনের আভাস।
সিকান্দারের টিজারে অ্যাকশন মুডে সালমান খান
বিনোদন ডেস্ক

‘সিকান্দার’ সিনেমার টিজার মুক্তি পাওয়ার কথা ছিল ২৭ ডিসেম্বর (শুক্রবার) সালমান খানের ৫৯তম জন্মদিনে। কিন্তু ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর মৃত্যুতে মুক্তির তারিখ পিছিয়ে ২৮ ডিসেম্বর করা হয়। এদিন বিকেল ৪ টা ৫ মিনিটে মুক্তি পায় এটি। ১ মিনিট ৪২ সেকেন্ডের টিজারটি দেখে আচ করা যায় সিনেমাটি হবে দুর্দান্ত অ্যাকশন ও ভায়োলেন্স নির্ভর।
২০১৪ সালে প্রথমবারের মতো সালমান খান এবং সাজিদ নাদিয়াদওয়ালা ‘কিক’ সিনেমাতে জুটি বাঁধেন। সিনেমাটি আয় করেছিলো ৩০০ কোটি রুপি। সেসময় বক্স অফিসে এটি রেকর্ড পরিমাণ আয় ছিলো। ঠিক ১০ বছর পর তারা আবারও ফিরছেন।
‘সিকান্দার’ পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। সংগীত পরিচালনায় আছেন প্রীতম। এখানে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিনী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এছাড়াও আছেন কাজল আগরওয়াল, শারমন যোশী প্রমুখ। সিনেমাটি মুক্তি পাবে ঈদ-উল-ফিতরে।
সম্পর্কিত খবর

ঈদের দিন টিভি পর্দায় যা যা থাকছে
বিনোদন প্রতিবেদক

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই বিনোদন। বছরের এই সময়টায় নিজের সব ব্যস্ততাকে ছুটি দিয়ে প্রতিটি মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। ঈদের সময় পরিবার-পরিজন, আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি টিভি পর্দার বিনোদন হয়ে ওঠে মানুষের অন্যতম প্রয়োজনীয় অংশ। বরাবরের মতো এবারও টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে পবিত্র ঈদুল ফিতরের অনুষ্ঠানমালা।
মাছরাঙা
বৃন্দাবন দাসের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় ঈদের দিন থেকে প্রতিদিন রাত ৯টা ১০ মিনিটে প্রচারিত হবে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘মধুমালা’। অভিনয়ে—চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, লাবণ্য লিজা প্রমুখ। বিকাল ৫টা ৫০ মিনিটে একক নাটক ‘ব্রেকআপ থেকে শুরু’।
বিটিভি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় প্রতিবারের মতো এবারও দেখা যাবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এবারের ‘আনন্দমেলা’র উপস্থাপনা করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও চিত্রনায়ক মামনুন ইমন।
১৩ ব্যান্ডের বিশেষ শো : বিটিভি দর্শকদের মন মাতাতে ঈদে পর্দায় আসছে দেশের জনপ্রিয় ১৩টি ব্যান্ড। মূলত ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ব্যান্ড শো’তে হাজির হবেন দলগুলোর সদস্যরা। শোনাবেন তাদের দর্শকপ্রিয় গানগুলো। ঈদের দিন সন্ধ্যা ৭টায় গান পরিবেশস করবে চিরকুট, আর্ক, ডিফারেন্ট টাচ, অবসকিউর, অরবিট ও ফিডব্যাকের মতো জনপ্রিয় ব্যান্ডগুলো। সালসাবিল লাবণ্যের উপস্থাপনায় এই অনুষ্ঠানটি প্রযোজনা করছেন নাসির উদ্দিন।
আরটিভি
দুপুর ২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘পোড়ামন ২’। অভিনয়ে—সিয়াম আহমেদ, পূজা চেরী প্রমুখ। বিকাল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘মিউজিক লাউঞ্জ’ পর্ব ১। শিল্পী—হায়দার হোসেন; প্রযোজক : নূর হোসেন হীরা। সন্ধ্যা ৭টায় একক নাটক ‘নীল রঙের সাইকেল’। রচনা : সেজান নূর; পরিচালনায় : সোহেল হাসান; অভিনয়ে—নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ। একই জুটির ‘খাল কেটে কুমির’ প্রচারিত হবে ৯টা ৩০ মিনিটে। আনামিকা মণ্ডলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইমরান হাওলাদার।
এটিএন বাংলা
ঈদের দিন শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘রাজকুমার’ প্রচার হবে ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে। হিমেল আশরাফ পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাকিব খান, কোর্টনী কফি, তারিক আনাম খান, মাহিয়া মাহি প্রমুখ। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ বিনোদন মেলা’ প্রচার হবে ঈদের দিন ও ঈদের সপ্তম দিন রাত ১০টা ৩০ মিনিটে। ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘প্রেম ভাই’। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তানজিম সাইয়ারা তটিনী ও ফারুক আহমেদ। পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।
চ্যানেল আই
সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ‘সামনে সমুদ্র’। রাবেয়া খাতুনের গল্পে নাটকটি পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয়ে—আবুল হায়াত, শাহেদ শরীফ খান, তানজিকা আমীন, আহসান হাবিব নাসিম প্রমুখ। সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় রাত ৯টা ৩৫ নাটক ‘চালাকি’। অভিনয়ে—শ্যামল মাওলা, মিহি আহসান, চিত্র লেখা গুহ প্রমুখ।
নাগরিক টেলিভিশন
রাত ৮টায় নাটক ‘চোর পুলিশ’। অভিনয়ে মোশাররফ করিম, রুবিনা রেজা জুঁই, পরিচালনা : তাইফুর জাহান আশিক। রাত ৯টা ৩০ মিনিটে লাইভ সংগীতানুষ্ঠান ‘বাংলা বাউল’, শিল্পী : শফিমণ্ডল ও বন্যা তালুকদার।
এনটিভি
সকাল ৯টায় নাটক ‘লাস্ট নাইট’। রচনা ও পরিচালনায় রাকেশ বসু। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, তানজিম সাইয়ারা তটিনী প্রমুখ। দুপুর ২টা ২০ মিনিটে টেলিফিল্ম ‘রাইট অর রং’। রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয়ে—পার্থ শেখ, মীর রাব্বি, পারসা ইভানা, ফাহমিদা বন্যা, শারমিন শর্মি প্রমুখ। সাত দিন সন্ধ্যা পৌনে ৭টায় ধারাবাহিক নাটক ‘রূপবানের প্রেম’। পরিচালনা করেছেন হাসান রেজাউল। অভিনয়ে—তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রাশেদ মামুন অপু, কচি খন্দকার, শেলী আহসান, আবদুল্লাহ রানা, সুমন পাটোয়ারী, শহীদ উন নবী প্রমুখ।
চ্যানেল নাইন
ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। অভিনয়ে—মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, ইরেশ জাকের, শরাফ আহমেদ জীবন, ডিপজলসহ অনেকে।
বৈশাখী টেলিভিশন
সকাল ১০টায় একক নাটক : ‘আয়েশা’। অভিনয় করেছেন আবদুর নূর সজল, মিম মান্তাসা, শামীম শান, সুজাত শিমুল প্রমুখ। রচনা : আনন জামান, পরিচালনা : শুদ্ধমান চৈতন। রাত ৯টা ৫৫ মিনিটে নাটক ‘ডাকাতিয়া প্রেম’। অভিনয় করেছেন—ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল প্রমুখ। রচনা ও পরিচালনা : রাফাত মজুমদার রিংকু।

আমার ‘ভাইব্রেটর’ হাতে নিয়ে মা প্রশ্ন করলেন, এটা কার?
বিনোদন ডেস্ক

রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ বাবা-মা ও যৌনতা নিয়ে আপত্তিকর মন্তব্য করে প্রবল জনরোষের মুখে পড়েছেন ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়া। এমন কাণ্ড তাকে আদালতের দোড়গোড়াতেও নিয়ে গিয়েছে। সেই আইনি জট এখনও কাটেনি। শুধু রণবীরই নন, একই শোয়ের কারণে বিপকে জড়িয়েছেন সময় রায়নাও।
এক কৌতুকানুষ্ঠানে কমেডিয়ান স্বাতীর কথা বলার বিষয় ছিল সেক্স টয় ভাইব্রেটর। সে বিষয়ে কথা বলতে গিয়ে নিয়ে মাকে টেনে আনলেন স্বাতী। তাঁর এধরনের মন্তব্য শুনে শ্রোতা-দর্শকরা সকলেই চমকে ওঠেন।
এরপরই স্বাতী কপালে হাত রেখে বলেন, ‘আমি তো ভাবলাম, এতো নিশ্চয় আমার ভাইব্রেটর ধার চাইতে এসেছে।
এদিকে স্বাতীর এই ভিডিও ক্লিপ দেখার পর কমেডি অনুষ্ঠানে অনেককেই হাসতে শোনা যায়। তবে সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়েছেন এ কমেডিয়ান। নেটিজেনদের অনেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন। একজন লিখেছেন, ‘কী নির্লজ্জ! অত্যন্ত বিব্রতকর এটা। কিছু লোকজন দেখছি হাসাহাসি করছেন, সবকিছু একটা সীমা আছে।’ আরেকজন লিখেছেন, ‘নিজে বিখ্যাত হতে গিয়ে বাবা-মায়ের মান সম্মান মাটিতে নামাবে।’ অন্য একজন লিখেছেন, ‘লজ্জাজনক। কৌতুক ও স্বাধীনতার নামে কিছু লোকজন গোটা সমাজের বদনাম করছেন।’
অনেকে আবার ভিডিওটি দিল্লি পুলিশকে ট্যাগ করে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন। তবে এই বিতর্কে এখনও মুখ খোলেননি স্বাতী। ভিডিওটি পোস্ট করার সময় কৌতুকশিল্পী আগেই জানিয়ে দিয়েছিলেন, এই ভিডিও প্রাপ্তবয়স্কদের জন্য।

মুক্তির আগেই ৬০০ ওয়েবসাইটে ‘সিকান্দার’, দুশ্চিন্তায় নির্মাতারা
বিনোদন ডেস্ক

অপেক্ষার পালা শেষ প্রায়। ঈদে ধামাকা নিয়ে আসছেন বলিউড মেগাস্টার সালমান খান। আজ ঈদ উপলক্ষে বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে তার ‘সিকান্দার’। সিনেমাটি নিয়ে ভীষণ প্রত্যাশায় রয়েছেন পরিচালক থেকে প্রযোজক সবাই।
টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, শনিবার গভীর রাতে সিনেমাটি অনলাইনে ফাঁস হয়ে যায়। তবে একটি বা দুটি নয়, মোট ৬০০টি ওয়েবসাইটে সিনেমাটি ফাঁস হয়ে গেছে। যার মধ্যে রয়েছে তামিল রকার্স, মুভিরুলস, ফিল্মিজিলার মতো সাইট।
রবিবার (৩০ মার্চ) সকালে একটি টুইট প্রকাশ করে কোমল বলেন, ‘এই ঘটনা যেকোনো প্রযোজকের কাছে একটি দুঃস্বপ্নের মতো। সিনেমা মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায়।
কোমল আরো বলেন, ‘সিনেমার নির্মাতা, নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন অ্যান্টারটেইনমেন্ট গোটা বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুধু তা-ই নয়, ইতিমধ্যেই ৬০০টি ওয়েবসাইট থেকে সিনেমাটি সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু যা ক্ষতি হওয়ার কিছুটা হয়েছে।
সিনেমাটি কিভাবে ফাঁস হয়েছে বা কোন সংস্থা থেকে এটি ফাঁস করা হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে নির্মাতারা পুলিশের কাছে আবেদন করেছেন, যাতে গোটা ঘটনা নিয়ে তদন্ত করা হয়।
গত দুই বছরে ঈদে সালমানের কোনো সিনেমা মুক্তি পায়নি। দুই বছর পর ঈদে ফিরলেন সালমান। তবে সিনেমাটির অগ্রিম বুকিং অনেক আগে শুরু হয়ে গেলেও এটি এখন পর্যন্ত কোনো রেকর্ড ভাঙতে পারেনি। তবে মুক্তির পর বেশ ভালোই ব্যবসা করবে বক্স অফিসে, এমনটা ধারণা করাই যাচ্ছে। যেহেতু ঈদ আর সালমানের এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে যুগ যুগ ধরেই। তাই সালমানভক্তরা রয়েছেন প্রত্যাশায়।

প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানালেন শাকিব খান
বিনোদন প্রতিবেদক

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আর বাংলাদেশের সিনেমাপ্রেমীদের জন্য ঈদ মানেই শাকিব খান। প্রতিবারের মতো এবারও ঈদ হবে শাকিবময়। নানা জল্পনা-কল্পনার পরে অবশেষে ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘বরবাদ’।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মেগাস্টার শাকিব খানের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস-এর পেজ থকে এক পোস্ট দিয়ে প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়েছে। পোস্টে লেখা হয়, ‘অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য অবদান রাখা সকল প্রবাসী ভাই ও বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র এই উৎসব আপনার ও আপনার পরিবারদেরকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক, আমিন।
শাকিবের এই শুভেচ্ছাবার্তায় দারুণ উচ্ছ্বসিত অনুরাগীরা। একের পর এক মন্তব্য করে শুভেচ্ছা জানাচ্ছেন তারাও।
এবারের ঈদে বরবাদ মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও শেষ পর্যন্ত শেষ হাসি হাসেন শাকিব। ২৬ মার্চ বিকেলে বরবাদের মুক্তির বাধা কেটে গেলে সন্ধ্যা থেকেই অফিসে হাজির হতে থাকেন একের পর এক বুকিং এজেন্ট। রেন্টালও উঠতে থাকে আকাশচুম্বী।
‘বরবাদ’-এ শাকিব খান ছাড়াও আছেন ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত। নুসরাতের উপস্থিতি কেবল এই আইটেম গানেই।