কয়েক মাস ধরে লাগাতার হত্যার হুমকি পেয়ে আসছেন বলিউড ‘ভাইজান’ সালমান খান। তবে এমন হুমকি আগেও পেয়েছেন। সর্বশেষ তাঁকে হুমকি দিয়েছেন ভারতের আলোচিত সন্ত্রাসী লরেন্স বিষ্ণোই। বিষয়টি নিয়ে এত দিন চুপ থাকলেও সম্প্রতি মুখ খুলেছেন সালমান।
কয়েক মাস ধরে লাগাতার হত্যার হুমকি পেয়ে আসছেন বলিউড ‘ভাইজান’ সালমান খান। তবে এমন হুমকি আগেও পেয়েছেন। সর্বশেষ তাঁকে হুমকি দিয়েছেন ভারতের আলোচিত সন্ত্রাসী লরেন্স বিষ্ণোই। বিষয়টি নিয়ে এত দিন চুপ থাকলেও সম্প্রতি মুখ খুলেছেন সালমান।
‘সিকান্দার’-এর প্রচারণায় গিয়ে তিনি বলেন, ‘জীবন-মৃত্যু তো আল্লাহর হাতে। আল্লাহ, ভগবান যা-ই বলেন, ওপরে আছেন। যত বছর আয়ু লেখা আছে, তত বছরই বাঁচব। ব্যস, এটুকুই।
মাস কয়েক আগে, সালমান খানকে বেশ কয়েকবার হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। তারপর থেকেই ৫৯ বছর বয়সী এই অভিনেতার নিরাপত্তা বাড়ানো হয়েছে। এতে তাঁর স্বাভাবিক জীবন অনেকটাই ব্যাহত হয়েছে।
সালমান বলেন, ‘মাঝেমধ্যে এত লোকজনের সঙ্গে ঘোরাঘুরি করতে অসুবিধা হয়।’ গুজরাটের কারাগারে বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ১৯৯৮ সালে পাঞ্জাবে কৃষ্ণসার হরিণ শিকারের মামলায় সালমান খানের ওপর দারুণ ক্ষুব্ধ। বিষ্ণোই সম্প্রদায় কৃষ্ণসার হরিণকে পবিত্র মনে করে। এই ঘটনার পর সালমান খানকে নিয়মিতই হুমকি দেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
বিটিভি
নাটক ... [রাত ৯টা] : নাম প্রকাশ করেনি।
চ্যানেল আই
বিক্রয়যোগ্য ভালোবাসা [সন্ধ্যা ৭টা ৫০ মিনিট] : পরিচালক রেজানুর রহমান। অভিনয়ে শানারেই দেবী শানু, শাহেদ আলী, মাসুম বাশার।
এটিএন বাংলা
হ্যাপি বার্থ ডে টু মোবাইল [সন্ধ্যা ৭টা ৪০ মিনিট] : পরিচালক বাবুল আহমেদ।
আজকাল তুমি আমি [রাত ৮টা ৫০ মিনিট] : পরিচালক মারুফ হাসান সজিব। অভিনয়ে খায়রুল বাসার, সাদিয়া আয়মান।
আরটিভি
টাইটানিকে ঈদ যাত্রা [রাত ৮টা] : পরিচালক জাকিউল ইসলাম রিপন।
বছরজুড়েই একের পর এক নতুন গান প্রকাশ করেন হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী তসিবা বেগম। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে ১০টি গান নিয়ে হাজির হচ্ছেন এই গায়িকা। এরই মধ্যে ঈদ উপলক্ষে তাঁর কণ্ঠে প্রকাশিত হয়েছে ‘দিলের কোকিল’, ‘আমরা সিলেটি’, ‘প্রেমের হাওয়া’ শিরোনামের গানগুলো। আজ [রবিবার] লেজার ভিশনের ব্যানারে মুক্তি পাবে ‘রসিয়া’ নামের আরো একটি গান।
তসিবা আরো বলেন, ‘ঈদে এবার আমার গাওয়া রেকর্ডসংখ্যক গান প্রকাশিত হওয়ার কথা ছিল। তবে ব্যস্ততার কারণে অনেক গানের ভিডিওতে অংশ নিতে পারিনি। সিদ্ধান্ত নিয়েছি, যে গানগুলোতে নিজে ভিডিওতে থাকব না সেগুলো প্রকাশ করব না। তাই সংখ্যাটা দশে আছে।
গত বছর থেকে ক্রমানুসারে নাটকের সংখ্যা কমে আসছে। ভালোবাসা দিবসেই প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর হাতে জমা ছিল শতাধিক নাটক। তখন তারা জানিয়েছিল, রোজার ঈদেই নাটকগুলো মুক্তি দেবে। তবে ঈদের শেষ মুহূর্তে এসে জানা গেল, সেই আশায় গুড়ে বালি।
এবারের নাটকগুলো হলো এম ডি তৌফিকুল ইসলামের ‘বাজি’, অভিনয়ে মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল; ইমরাউল রাফাতের ‘প্রেম ভাই’, অভিনয়ে তৌসিফ মাহবুব ও তটিনী; এ কে পরাগের ‘লাই-জু’, অভিনয়ে মুশফিক আর ফারহান ও সাদিয়া আয়মান; রুবেল হাসানের ‘বউয়ের বিয়ে’, অভিনয়ে ইয়াশ রোহান ও তটিনী; প্রবীর রায় চৌধুরীর ‘বান্টির বিয়ে’, অভিনয়ে জোভান ও কেয়া পায়েল; ইমরোজ সোহানের ‘ব্রেকিং নিউজ’, অভিনয়ে তৌসিফ ও তটিনী; মহিদুল মহিমের ‘ফিরে দেখা’, অভিনয়ে জোভান ও তটিনী; হাসিব হোসেন রাখির ‘মন দিওয়ানা’, অভিনয়ে তৌসিফ ও তটিনী।
প্রযোজনা প্রতিষ্ঠান সুলতান এন্টারটেইনমেন্ট মুক্তি দেবে সাতটি নাটক। তারাও এর আগে ঈদে ১৫ থেকে ২০টি করে নাটক মুক্তি দিত। এবারের নাটকগুলো হলো মহিদুল মহিমের ‘হৃদয়ের এক কোণে’, অভিনয়ে জোভান, তটিনী; মহিদুল মহিমের ‘হৃদয়ে রেখেছি গোপনে’, অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী; এম ডি তৌফিকুল ইসলামের ‘আমি শুধু তোমার হব’, অভিনয়ে মুশফিক আর ফারহান, সাফা কবির; মোহাম্মদ মিফতাহ আনানের ‘মন দিতে চাই’, অভিনয়ে তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল; এস আর মজুমদারের ‘ব্রেকআপ থেকে শুরু’, অভিনয়ে নিলয় আলমগীর, হিমি; ইমরাউল রাফাতের ‘আমি শুধু চেয়েছি তোমায়’, অভিনয়ে জোভান, তটিনী; রাফাত মজুমদার রিংকুর ‘দাঁড়ালে দুয়ারে’, অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী।
ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট এবার ঈদে মুক্তি দেবে মাত্র তিনটি নাটক।
সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট মুক্তি দেবে সাজ্জাদ হোসেন বাপ্পীর ‘লাভ মি মোর’, অভিনয়ে তৌসিফ মাহবুব, নিদ্রা দে নিহা; মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তোমাদের গল্প’, অভিনয়ে জোভান, তটিনী; কে এম সোহাগ রানার ‘অগ্নিশিখা’, অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী। তবে আরো দুটি নাটক মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ।
এদিকে গোল্লাছুটে সঠিক কতগুলো নাটক মুক্তি পাবে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে বলতে পারেননি প্রতিষ্ঠানটির কর্ণধার শাহীন কবির টুটুল।
পপসংগীত শিল্পী মিলা ইসলাম ক্যারিয়ারে আবার সরব হয়েছেন। কিছুদিন আগেই ফিরেছেন প্লেব্যাকে। এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী আয়োজিত ‘সংগীত পরিবেশক কৌশল’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ক্লাস নিয়েছেন তিনি। মিলা বলেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে এটি নতুন অভিজ্ঞতা।