নতুন বছরের শুরুতেই নেটফ্লিক্স কাঁপাবে যে পাঁচ সিনেমা-সিরিজ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
নতুন বছরের শুরুতেই নেটফ্লিক্স কাঁপাবে যে পাঁচ সিনেমা-সিরিজ
‘হোয়েন দ্য স্টারর্স গসিপ’ এবং ‘মিসিং ইউ’দ

বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম এখন ওটিটি। বর্তমান সময়ে প্রেক্ষাগৃহের চেয়ে মানুষ ঘরে বসে ওটিটিতে সিনেমা সিরিজ দেখায় বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। আর বিশ্বজুড়ে ওটিটি প্লাটফরমে জায়ান্ট হিসেবে পরিচিত নেটফ্লিক্স। বছরজুড়ে নেটফ্লিক্সে নতুন নতুন সিনেমা, সিরিজ, ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে, যা দর্শকদের মন জয় করে নিয়েছে।

২০২৪ সালের দারুণ সব দর্শকপ্রিয় কন্টেন্ট উপহার দিয়েছে প্লাটফরমটি। এবার নজর ২০২৫-এর দিকে। নতুন বছরের শুরুতেই বেশ কিছু ধামাকা আসছে নেটফ্লিক্সের পর্দায়। জেনে নিন এমন পাঁচটি সিনেমা সিরিজের নাম যেগুলো ঘিরে দর্শক প্রত্যাশা রয়েছে অনেক।
 

5

মিসিং ইউ
যারা ক্রাইম থ্রিলার এবং অনুসন্ধানমূলক সিরিজ ভালোবাসেন ‘মিসিং ইউ’ এই সিরিজটি তাদের জন্য। সিরিজে ডিটেকটিভ ক্যাট ডোনোভানের নতুন এক পৃথিবী উন্মোচন হয়, যখন তিনি তার সদ্য বিচ্ছিন্ন ফিয়ান্সিকে একটি ডেটিং অ্যাপে খুঁজে পান। এদিকে হঠাৎ তার বাবা নিহত হন এবং এ বিষয়ে একটি মামলা চলমান থাকে। পরে ক্যাট তার বাবার নিহত হওয়ার পেছনে সন্দেহ করেন তার ফিয়ান্সিকে।

এতে তার বাবা হত্যার অমীমাংসিত মামলা আবার খুলে ফেলতে বাধ্য হন তিনি। আর এভাবেই এগোতে থাকে সিরিজটির গল্প।

নিমার র‌্যাসড ও ইশার সাহোতার পরিচালনায় এ সিরিজে অভিনয় করেছেন রোজালিন্ড এলিয়াজার, রিচার্ড আর্মিটেজ, অ্যাশলে ওয়াল্টার্সসহ আরও অনেকে। ২০২৫ সালের ১ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সিরিজটি।

5

দ্য লাভ স্ক্যাম
‘দ্য লাভ স্ক্যাম’ রোম্যান্স-কমেডি ঘরানার একটি সিনেমা।

এতে দুই ভাইকে দেখা যাবে যারা ঋণগ্রস্ত। ঋণের কারণে যখন তাদের নেপলসের বাড়ি হারানোর উপক্রম হয়, তখন তারা এক ধনী নারীকে ঠকানোর পরিকল্পনা করে; কিন্তু অপ্রত্যাশিত ভালোবাসা শিগগির তাদের পরিকল্পনাটিকে জটিল করে তোলে—এভাবেই এগিয়ে যেতে থাকে সিনেমাটির গল্প।

আম্বার্তো রিকিওনি কার্টেনির পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেন লরা আদ্রিয়ানি, আন্তোনিও ফোলেটো, লরিস ডি লুনাসহ আরও অনেকে। ছবিটি নেটফ্লিক্সে ২০২৫ সালের ১ জানুয়ারি মুক্তি পাবে।

5

কাঙ্ক অন লাইফ
আল ক্যাম্পবেল পরিচালিত ‘কাঙ্ক অন লাইফ’ সিনেমাটি কমেডি ঘরানার। এতে নায়িকা ফিলোমেনা কাঙ্ক জীবনযাপনের গভীর প্রশ্নগুলোতে ডুব দেয়। বিগ ব্যাং থেকে শুরু করে এআই পর্যন্ত নানা বিষয় নিয়ে আলোচনা করে এবং সাক্ষাৎ করে বিভিন্ন পণ্ডিত ও সৃজনশীলের সঙ্গে। কিন্তু সিনেমাটিতে সবকিছুই ছিল তার ভুল ধারণা এবং হাস্যকর পর্যবেক্ষণ নিয়ে।

এতে অভিনয় করেন ডায়ান মরগান, জেরি ওয়াইল্ডারসহ আরও অনেকে। সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাবে ২০২৫ সালের ২ জানুয়ারি।

5

সেলিং দ্য সিটি
২০২৫ সালের ৩ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে বিজনেস রিয়েলিটি সিরিজ ‘সেলিং দ্য সিটি’। এই সিরিজে দেখা যাবে নিউইয়র্কে বিলাসবহুল রিয়েল এস্টেটের কঠোর প্রতিযোগিতামূলক জগতে ডগলাস এলিম্যান রিয়েল এস্টেট ব্রোকারেজ এজেন্টদের কার্যক্রমগুলো। সিরিজে অভিনয় করেছেন অ্যাবিগেল গডফ্রে, এলিওনোরা স্রুগো, জেড চ্যানসহ আরও অনেকে।

5

হোয়েন দ্য স্টারর্স গসিপ
পার্ক শিন-উ পরিচালিত ‘হোয়েন দ্য স্টারর্স গসিপ’ রোম্যান্স ও কমেডি ঘরানার একটি কোরিয়ার সিরিজ। যেখানে দেখা যাবে মহাকাশ স্টেশনে মহাকাশ পর্যটকদের এবং মহাকাশচারীদের মধ্যে একটি রোমান্টিক সম্পর্ক গড়ে ওঠার গল্প। সিরিজটিতে অভিনয় করেছেন লি মিন-হো, কং হিও-জিন, অ্যালেক্স হাফনারসহ আরও অনেকে। ২০২৫ সালের ৪ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সিরিজটি।

মন্তব্য

সম্পর্কিত খবর

গাইতে গিয়ে অপমানিত, কেঁদে মঞ্চ ছাড়লেন নেহা!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
গাইতে গিয়ে অপমানিত, কেঁদে মঞ্চ ছাড়লেন নেহা!
সংগৃহীত ছবি

নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের কনসার্টে মঞ্চে উঠেন নেহা কাক্কার। যদিও মঞ্চে উঠে সবার কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন। এর পরই শুরু করেন অঝোরে কান্না। চড়া মূল্যে টিকিট কেটে আসা দর্শকের ধৈর্যের বাঁধ ভেঙে যায় আর খেপে যান তারা।

মঞ্চে গাইতে উঠে প্রথমে ক্ষমা চেয়ে নিয়ে নেহা বলেন, ‘আপনারা সত্যিই ভালো। অনেকক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আমার খুব খারাপ লাগছে, আমি জীবনে কখনো কাউকে এতটা অপেক্ষা করাইনি। আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন।

আমি খুবই দুঃখিত। এটা একটা সত্যিই বড় বিষয়। এই সন্ধ্যাটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আজ আপনারা সবাই আমার জন্য অনেক মূল্যবান সময় বের করেছেন।
শোয়ের শেষে যাতে সবাই আপনারা নাচেন তার দায়িত্ব নিচ্ছি আমি।’

নেহার এমন কথাগুলো যেন আগুনে ঘি ঢেলে দেয়! দর্শক আসন থেকে আসতে থাকে একের পর এক মন্তব্য। একজন বলেন, ‘যান হোটেলে ফিরে গিয়ে বিশ্রাম নিন। এটা ভারত নয়, অস্ট্রেলিয়া।’

এ কথা কানে যায় গায়িকার।

অপমানিত নেহা জোরে জোরে কাঁদতে শুরু করেন। তখন দর্শকদের কেউ কেউ চিৎকার করে বলেন, ‘খুব ভালো অভিনয় হচ্ছে। নাটক কম করুন, এটা ইন্ডিয়ান আইডল নয়।’ তারপর আর পাল্টা জবাব দিতে পারেননি তিনি। মাত্র ঘণ্টাখানেক গান গেয়েই মঞ্চ ছাড়েন নেহা।

প্রাসঙ্গিক
মন্তব্য

শ্রদ্ধা কাপুরের পোস্টে বিভ্রান্তি, অ্যাকাউন্ট হ্যাকড?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
শ্রদ্ধা কাপুরের পোস্টে বিভ্রান্তি, অ্যাকাউন্ট হ্যাকড?
সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা কাপুরের একটি পোস্ট ঘিরে ভক্তদের মনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অভিনেত্রী তার এক্স অ্যাকাউন্টে এমন কিছু লিখেছেন, যা দেখে অনেকেই মনে করছেন তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে।

শ্রদ্ধা তার পোস্টে লিখেছেন, Easy $28. GG! পোস্ট দেখে সবাই এর নিজের মতো করে এর মানে খুঁজতে শুরু করেন। নেটিজেনদের অনেকেই কমেন্ট সেকশনে প্রচুর প্রতিক্রিয়া দিতে শুরু করেন।

একজন লিখেছেন, ‘আবার হ্যাক হয়ে গেছে?’ অন্য একজন লিখেছেন, ‘অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে নাকি অন্য কোনো সমস্যা?’ 

আরেকজন লিখেছেন, ‘এটি কি কোনো বার্তা নাকি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে?’ কেউ কেউ মজা করে লিখেছেন,‘আমার মনে হয় উনি এক্স থেকে একটি পোস্টের জন্য কত টাকা পান তার কথাই বলেছেন।’

অভিনেত্রীর পোস্টে অনেক মন্তব্য করা হলেও এই পোস্ট নিয়ে এখনো কিছু বলেননি শ্রদ্ধা। 

উল্লেখ্য, শ্রদ্ধা কাপুরকে সর্বশেষ দেখা গেছে ‘স্ত্রী ২’ সিনেমাতে, যা ব্লকবাস্টার হিট। সাম্প্রতিক সময়ে রাহুল মোদির সঙ্গে ডেটিংয়ের খবর নিয়ে আলোচনায় ছিলেন অভিনেত্রী।

প্রাসঙ্গিক
মন্তব্য

আমি ‘সুগার মাম্মি’ হওয়ার যোগ্য : পারশা মেহজাবীন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
আমি ‘সুগার মাম্মি’ হওয়ার যোগ্য : পারশা মেহজাবীন

সংগীতশিল্পী পারশা মেহজাবীন পূর্ণি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের একটি গান দিয়ে আলোচনায় আসেন তিনি। আন্দোলনে সাহসের জোগান দিয়েছিল সে গান। শুধু গানেই নয়, অভিনয়ে নজর কাড়েন পারশা।

সম্প্রতি ‘ঘুমপরী’ নামক ওয়েব ফিল্মে তানজিন তিশা ও প্রীতমের সঙ্গে অভিনয় করেছেন তিনি। বর্তমানে শোবিজ অঙ্গনে বেশ পরিচিত নাম পারশা।

আরো পড়ুন
‘জেলে থাকা ৮০ শতাংশ মানুষ নির্দোষ’, বিস্ফোরক মন্তব্য রিয়ার

‘জেলে থাকা ৮০ শতাংশ মানুষ নির্দোষ’, বিস্ফোরক মন্তব্য রিয়ার

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন পারশা। সাক্ষাৎকারের একটি অংশে তাকে বলা হয়, গুগলে তার সম্পর্কে সবচেয়ে বেশি যা যা অনুসন্ধান করা হয় তার মধ্যে অন্যতম তার নামের অর্থ।

পারশা নামের অর্থ কী? এই প্রশ্নের জবাবে পারসা জানান, তার পুরো নাম পারশা মেহজাবিন পূর্ণি। পারশা নামের অর্থ হলো পবিত্র বা বিশুদ্ধ, আর ফরাসি ভাষায় এর অর্থ ছোট ফুল।

আরো পড়ুন
‘এখনই ছেড়ে দিন’, বর্ষার অভিনয় ছাড়া প্রসঙ্গে পরীমনি

‘এখনই ছেড়ে দিন’, বর্ষার অভিনয় ছাড়া প্রসঙ্গে পরীমনি

 

পড়াশোনার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ব্যবসায় (বিবিএ ইন ইন্টারন্যাশনাল বিজনেস) পড়ছি। বর্তমানে সপ্তম সেমিস্টারে আছি।

পাশাপাশি সংগীতচর্চা করি এবং সম্প্রতি চলচ্চিত্রেও কাজ করেছি।’

সাক্ষাৎকারের একপর্যায়ে তাকে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বর্তমানে তিনি সিঙ্গেল। তবে সবচেয়ে আলোচিত প্রশ্ন ছিল ‘পারশা মেহজাবিনের সুগার ড্যাডি’ সংক্রান্ত। এ প্রসঙ্গে পারশা রসিকতা করে বলেন, ‘আমি আসলে সুগার মাম্মি হওয়ার যোগ্য। সুগার ড্যাডি দরকার নেই, আমি নিজেরটা নিজেই করি।

আরো পড়ুন
‘বলদের মতো কথাবার্তা না বললেই নয়?’, প্রশ্ন স্বস্তিকার

‘বলদের মতো কথাবার্তা না বললেই নয়?’, প্রশ্ন স্বস্তিকার

 

পারশার গ্রামের বাড়ি দিনাজপুরে হলেও জন্ম ও বেড়ে ওঠা বাবার চাকরিসূত্রে বগুড়ায়। ২০১৭ সালে তিনি চ্যানেল আইয়ের সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। তার নিজের গাওয়া গানগুলোর মধ্যে ‘যদি তুমি আমার হতে’ ও ‘মানুষ পাখি’ বেশ জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে গানের পাশাপাশি অভিনয়েও নিয়মিত হতে চান পারসা।

মন্তব্য

‘অন্তরাত্মা’ বরবাদের বিরুদ্ধে নয়, দর্শক দুটোই দেখবেন : দর্শনা বণিক

ইমরুল নূর

ইমরুল নূর

ইমরুল নূর

ইমরুল নূর

শেয়ার
‘অন্তরাত্মা’ বরবাদের বিরুদ্ধে নয়, দর্শক দুটোই দেখবেন : দর্শনা বণিক
দর্শনা বণিক

আসন্ন ঈদে অনেকটা হুট করে মুক্তি পেতে যাচ্ছে চার বছর আগে শেষ হওয়া ‘অন্তরাত্মা’ সিনেমা। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী দর্শনা বণিক। টলিউড ছাড়িয়ে তিনি বলিউড, দক্ষিণী এমনকি ভোজপুরী ইন্ডাস্ট্রিতেও কাজ করতে দেখা যায় তাকে। তবে বাংলাদেশি সিনেমায় এবারই তার প্রথম যাত্রা নয়।

আগেও এখানে কাজ করেছেন এই অভিনেত্রী। 

গেল সপ্তাহেই অভিনেত্রী জানতে পারেন যে, তার অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমাটি এবারের ঈদে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। সেন্সর পেরিয়ে অবশেষে মুক্ত হলো সিনেমাটি। 

হঠাৎ করে সিনেমাটি মুক্তির বিষয়ে কেন সিদ্ধান্ত নেওয়া হলো, এমন প্রশ্নে ভারতের লখনউ থেকে মুঠোফোনে দর্শনা বণিক কালের কণ্ঠকে বলেন, ‘আমরা তো ছবিটা শেষ করেছিলাম কয়েক বছর আগে।

ছবিটা কিন্তু ঈদে রিলিজ করার জন্যেই নির্মিত হয়েছি। ২০২২ সালের ঈদে আসার কথা থাকলেও নানা কারণে সেটি আর আসেনি। এখন আসছে।’

No photo description available.

প্রসঙ্গ টেনে এই অভিনেত্রী বলেন, ‘যেকোনো ছবি শেষ করার পরপরই কিন্তু রিলিজ দেওয়া উচিত।

এখন পরিচালক-প্রযোজকরা সিদ্ধান্ত নিয়েছেন এই ঈদে নিয়ে আসার।’

ঈদুল ফিতরে শাকিব খানের আরেকটি ছবি মুক্তি পাচ্ছে ‘বরবাদ’। এর মধ্যে হুট করে ‘অন্তরাত্মা’ আসার ঘোষণা। এতে করে কি দর্শক সিনেমাটি দেখতে আগ্রহী হবে বলে মনে করেন, এমন প্রশ্নে দর্শনা বলেন, ‘এই ছবিটা কিন্তু ‘বরবাদ’-এর বিরুদ্ধে নয়। দুটো ছবির গল্প আলাদা, নির্মাণ আলাদা।

যদি একই রকম হতো তাহলে হয়তো একটা বিষয় থাকত। শাকিব খান অনেক বড় মাপের একজন অভিনেতা, পাশাপাশি বাংলাদেশের একজন স্টার। তার অনেক ভক্ত রয়েছেন। আমার কাছে মনে হয়, শাকিবের ভক্তরা তার সিনেমা অবশ্যই দেখবেন। শুধু এই দুটি কেন, আমি চাই দর্শকরা ঈদে মুক্তিপ্রাপ্ত সব সিনেমাই দেখুক।’

কোনো রকম ঘোষণা ছাড়াই কয়েক ঘণ্টার ব্যবধানে সিনেমার টিজার, ট্রেলার উন্মোচন করা হয়েছে। এতে করে দর্শক এবং শাকিব ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এই বিষয়টি নজরে এসেছে অভিনেত্রীরও। দর্শনা বণিক বলেন, ‘আমি দেখেছি বিষয়টি। কিছু কিছু জায়গায় নেগেটিভ কমেন্টও দেখতে পেয়েছি। আমি দেখেছি এর আগেও কিন্তু ঈদে শাকিব খানের একসঙ্গে একাধিক সিনেমা রিলিজ করেছে। দর্শকরা সেগুলো দেখেছেনও। যেহেতু সব কিছু হুট করে হয়ে গেছে তাই ভক্তদেরও মন খারাপ করা উচিত নয়। তার দুটো ছবিই দেখুক, আমি চাই।’

May be an image of 1 person and braids

শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় জুটি হয়ে আসছেন দর্শনা। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ বলে জানালেন। বললেন, ‘খুবই দারুণ অভিজ্ঞতা। শাকিবের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। আমরা পাবনাতে শুটিং করেছিলাম। এত বড় তারকা হয়েও তার মধ্যে অন্য রকম কিছু দেখিনি। খুব সহযোগিতাপরায়ণ ছিল পুরো সেটে। ভীষণ মজা করে কাজ করেছি তখন।’

সিনেমা মুক্তির পর দর্শনার ইচ্ছে আছে বাংলাদেশে এসে সিনেমাটি দেখার। জানালেন, চেষ্টা চলছে। সুযোগ পেলেই সিনেমাটি দেখতে ঢাকায় আসবেন তিনি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ