‘সমকামিতার সমর্থক কাফি’ দাবি নিয়ে যা জানা গেল

শেয়ার
‘সমকামিতার সমর্থক কাফি’ দাবি নিয়ে যা জানা গেল
সংগৃহীত ছবি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর কাফি’র একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, ‘সমকামিতার সমর্থক কাফি’। উক্ত দাবিতে প্রচারিত পোস্টে সংযুক্ত ছবিতে কাফি’র হাতে এলজিবিটিকিউ+ প্রাইড পতাকার সদৃশ রঙের একটি টুপি দেখা যায় এবং উক্ত টুপিটির আলোকেই দাবিটি প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার জানিয়েছে উক্ত দাবিটি সঠিক নয়।

কাফিরিউমর স্ক্যানার জানায়, কনটেন্ট ক্রিয়েটর কাফি সমকামিতার সমর্থক নন।

তিনি নানাসময়ে সমকামী বিরোধী ভিডিও বানিয়েছেন ও নিজেকে সমকামিতার বিপক্ষের একজন ব্যক্তি বলে দাবি করেছেন। এমনকি রিউমর স্ক্যানার টিমকেও তিনি এ বিষয়ে নিশ্চিত করেছেন। তাছাড়া, প্রদর্শিত টুপিটির সাথেও সমকামিতা বা এলজিবিটিকিউ+ এর প্রাইড পতাকার রঙের পার্থক্য রয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে প্রচারিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া  যায়নি।

পোস্টগুলোতে কেবলমাত্র কাফি’র হাতে থাকা টুপিটির রঙের উপর ভিত্তি করেই দাবিটি প্রচার করা হয়েছে। কাফি’র ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে দেখা যায়, উক্ত ছবিটি গত ২৪ জানুয়ারি কাফি তার ফেসবুক পেজে ‘একা থাকার অভ্যাস হয়ে যাচ্ছে প্রিয়তমা।’ শীর্ষক ক্যাপশনে পোস্ট করেছিলেন৷ উক্ত পোস্টটিতে কাফি সমকামিতার বিষয়ে কোনো উল্লেখ করেননি।

আরো পড়ুন
শেখ হাসিনার ভারত থেকে ভাষণ দাবিতে সম্পাদিত ভিডিও প্রচার

শেখ হাসিনার ভারত থেকে ভাষণ দাবিতে সম্পাদিত ভিডিও প্রচার

 

পরবর্তী অনুসন্ধানে কাফি’র হাতে থাকা উক্ত টুপিটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, টুপিটিতে মূলত চারটি রঙ রয়েছে যা হলো কালো, লাল, হলুদ ও সবুজ।

অপরদিকে ইউনিভার্সিটি অফ কলোরাডো বোউল্ডার এর অন্তর্ভুক্তি ও সামাজিক পরিবর্তন কেন্দ্র এবং হেল্থ নামক ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধ থেকে জানা যায়, প্রচলিত রেইনবো প্রাইড ফ্ল্যাগে সাধারণত ছয়টি রঙ থাকে। রঙগুলো হলো: লাল, কমলা, হলুদ, সবুজ, বেগুনি ও নীল বা বেগুনি নীল। 

অর্থাৎ, এলজিবিটিকিউ+ এর পতাকাতে কালো রঙ থাকে না কিন্তু কাফি’র হাতে থাকা টুপিতে কালো রঙ একাধিকবার দেখা যায়। এ ছাড়া, কাফি’র হাতে থাকা টুপিতে এলজিবিটিকিউ+ এর পতাকাতে থাকা কমলা, বেগুনি ও নীল রঙ দেখা যায়নি যা থেকে নিশ্চিত হওয়া যায় যে, কাফি’র হাতে থাকা টুপিটি এলজিবিটিকিউ+ এর সমর্থনে প্রচলিত কোনো টুপি নয়।

আরো পড়ুন
গুম-হত্যার নেপথ্যে কে, জানালেন আইন উপদেষ্টা

গুম-হত্যার নেপথ্যে কে, জানালেন আইন উপদেষ্টা

 

টুপিটির ছবি রিভার্স ইমেজ সার্চ করলে টুপিটি অ্যামাজনের ওয়েবসাইটে ‘Unisex Jamaica Reggae Cap Rasta Slinky Beanie Multi-Colour Striped Slouchy Baggie Beanie Skullies Gorro Rasta Hat’ শীর্ষক নামে বিক্রি হতে দেখা যায়।

পণ্যের নাম বা বিবরণীতে এটির সাথে সমকামিতার কোনো সম্পৃক্ততা উল্লেখ করতে দেখা যায়নি।

আরো পড়ুন
চাকরি ফিরে পেতে পুলিশ সদস্যদের অবস্থান, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

চাকরি ফিরে পেতে পুলিশ সদস্যদের অবস্থান, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

 

পরবর্তী অনুসন্ধানে কনটেন্ট ক্রিয়েটর কাফি’র ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে তাকে নানা সময়ে সমকামিতার বিরুদ্ধে কথা বলতে বা ভিডিও বানাতে দেখা যায়। ২০২৪ সালের ৩১ জানুয়ারিতে তার ফেসবুক পেজে প্রচারিত একটি ভিডিওতে কাফি’কে বলতে শোনা যায় যে, সমকামী বা সমকামী সমর্থকদের চেয়ে কুকুর ভালো। 

তাছাড়া, সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে গল্পে ‘শরীফ থেকে শরীফা’ ঢুকিয়ে শিক্ষার্থীদের মগজধোলাই করা হচ্ছে বলে ২০২৪ সালের শুরুর দিকে অভিযোগ করেছিলেন তৎকালীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব।

আরো পড়ুন
যেসব বিভাগে আজ ঝরতে পারে বৃষ্টি

যেসব বিভাগে আজ ঝরতে পারে বৃষ্টি

 

২০২৪ সালের ১৯ জানুয়ারি ঢাকার কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক : বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে আসিফ মাহতাব বলেন, সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকিয়ে শিক্ষার্থীদের মগজধোলাই করা হচ্ছে। এ সময় তিনি এই পাঠ্যবই থেকে ‘শরীফ থেকে শরীফা’ হওয়ার গল্পের পাতা ছিঁড়ে ফেলেন। এরই প্রেক্ষিতে পরবর্তীতে আসিফকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় চাকরিচ্যুত করেছিল বলে জানা যায়। সেসময়ও কাফি একটি ভিডিও তৈরি করে আসিফ মাহতাবকে পুরোপুরি সমর্থন জানিয়ে আসিফকে পদচ্যুত করার সিদ্ধান্তের জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমালোচনা করেন। এ ছাড়াও, আরো নানাসময়ে তাকে সমকামিতা বা ট্রান্সজেন্ডারবিরোধী ভিডিও তৈরি করতে দেখা যায়।

সাম্প্রতিক সময়ে টুপি হাতে কাফি’র উক্ত ছবিটি প্রচার করে তাকে সমকামী সমর্থক বলে প্রচার করা হলে তিনি তার ফেসবুক পেজে গত ২৫ জানুয়ারি একটি ভিডিও প্রচার করেন৷ ভিডিওটিতে তিনি সমকামী সমর্থক হওয়ার দাবিটি মিথ্যা বলে জানান।

আরো পড়ুন
চুরি করে স্বামীকে আইফোন ও প্রেমিককে সোনার চেইন দিলেন তরুণী

চুরি করে স্বামীকে আইফোন ও প্রেমিককে সোনার চেইন দিলেন তরুণী

 

এ বিষয়ে রিউমর স্ক্যানার টিম কাফি’র সাথে যোগাযোগ করলে কাফি জানান, ‘আমি একজন মুসলিম। সমর্থন করার বিষয়ই আসে না। বরং, আমি সমকামিতার বিপক্ষে। আমি এর বিপক্ষে ভিডিও ও বানিয়েছি।’ সুতরাং, কনটেন্ট ক্রিয়েটর কাফি সমকামিতার সমর্থক শীর্ষক দাবিটি মিথ্যা।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

অভিনয় ছেড়ে দিয়েছি, এমনটা নয় : ফারহানা মিলি

    মনপুরার পর আর কোনো সিনেমায় দেখা যায়নি মিলিকে তবে পর্দায় অনিয়মিত হলেও অভিনয় ছাড়েননি
বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
অভিনয় ছেড়ে দিয়েছি, এমনটা নয় : ফারহানা মিলি
ফারহানা মিলি

একটি সিনেমায় অভিনয় করেই যিনি এ দেশের সিনেমাপ্রেমী দর্শকের মনে নিজের নামটি গেঁথে রেখেছেন, তিনি হচ্ছেন অভিনেত্রী ফারহানা মিলি। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, ঢাকার নবাবগঞ্জের মেয়ে মিলি এখন অবশ্য অভিনয়ে নিয়মিত নন। তবে অসংখ্য ভক্ত অনুরাগীর পছন্দের তালিকায় আজও রয়েছেন তিনি। আজ সেই ফারহানা মিলির জন্মদিন।

আরো পড়ুন
ট্রেনে নারীর হাতে ‘চড়’ খেয়ে নিজের ভুল বুঝতে পারেন শাহরুখ!

ট্রেনে নারীর হাতে ‘চড়’ খেয়ে নিজের ভুল বুঝতে পারেন শাহরুখ!

 

জন্মদিনের বিশেষ দিনটি পরিবারের সঙ্গেই উদযাপন করবেন ফারহানা মিলি। তার একমাত্র ভাই বিপুল কিছুদিন আগে কানাডায় চলে গেছেন। এবারের জন্মদিনে ভাইকে মিস করবেন। স্বামী, একমাত্র সন্তান রুসলান ও মা-বাবাকে সঙ্গে নিয়েই জন্মদিন কেটে যাবে বলেই জানালেন অভিনেত্রী।

 

আরো পড়ুন
‘সে আমার জীবনের জন্য আশীর্বাদ’, সাদী প্রসঙ্গে পরীমনি

‘সে আমার জীবনের জন্য আশীর্বাদ’, সাদী প্রসঙ্গে পরীমনি

 

জন্মদিন ও অভিনয় জীবন প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, ‘জন্মদিন নিয়ে কিন্তু কখনই আমার বিশেষ কিছু করার কোনো পরিকল্পনা ছিল না। তবে ছোটবেলার জন্মদিনের কথা বিশেষভাবে তো মনে পড়েই। এখন এ দিনকে ঘিরে আমার একমাত্র সন্তান রুসলানের আগ্রহটা বেশি। খুব সাদাসিদেভাবেই কেটে যায় দিনটি।

শুধু দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। বেশ কিছুদিন ধরেই অভিনয় করছি না। হয়তো গল্প ভালো লাগলে চরিত্র মনের মতো হলে সেটা করতেও পারি। অভিনয় ছেড়ে দিয়েছি, এমনটা নয়।’

আরো পড়ুন
হামলার ঘটনায় মামিকে দায়ী করলেন দিতিকন্যা লামিয়া

হামলার ঘটনায় মামিকে দায়ী করলেন দিতিকন্যা লামিয়া

 

২০০৯ সালে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমায় ‘পরী’ চরিত্রে অনবদ্য অভিনয় করেন মিলি।

মনপুরা দিয়েই দর্শকের মন জয় করে নিয়েছিলেন। পরবর্তীতে আর কোনো সিনেমাতে অভিনয় না করলেও এই এক ‘মনপুরা’ সিনেমার কারণেই দর্শক তাকে বিশেষভাবে মনে রেখেছে। সিনেমাটিতে ফারহানা মিলির বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে মনপুরার দুর্দান্ত সাফল্যের পর মিলিকে আর সিনেপর্দায় দেখা যায়নি।

মন্তব্য

তামান্না ভাটিয়ার একি হাল!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
তামান্না ভাটিয়ার একি হাল!
সংগৃহীত ছবি

কাঁধে ঝোলা, কপালে তিলক আর হাতে ডমরু। সম্প্রতি এমন লুকেই সামনে এলেন তামান্না ভাটিয়া। সাধারণ জীবনযাপন, প্রেম সবকিছু বিসর্জন দিয়ে কি অভিনেত্রী এবার সন্ন্যাসের পথে? শনিবার প্রয়াগরাজে তামান্নার কাণ্ড দেখলে এমন ভাবনা মাথায় উঁকি দেওয়া অহেতুক নয়!

না, বাস্তব জীবনে নয়, পর্দার জন্যই এমন বেশভূষা তামান্নার। শিবভক্তর চরিত্রে অভিনয়ের জন্যই এমন লুক ধারণ করেছেন অভিনেত্রী।

সিনেমার নাম ‘ওডেলা ২’। দক্ষিণী এই ছবিতে তাকে দেখা যাবে একজন শিবভক্ত আরাধ্যার ভূমিকায়। সেই প্রেক্ষিতেই শিবরাত্রির প্রাক্কালে শনিবার মহাকুম্ভে গিয়ে সিনেমার টিজার প্রকাশ্যে নিয়ে এলেন তামান্না ভাটিয়া।

জানা গেছে, ‘ওডেলা ২’ ছবিতে এক নাগা সন্ন্যাসিনীর লুকে দেখা যাবে তামান্না ভাটিয়াকে।

অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করবেন তিনি।

মহাকুম্ভে ‘ওডেলা ২’ ছবির টিজার উন্মোচন করার জন্য তামান্না বেছে নিয়েছিলেন গেরুয়া পোশাক। পরিচালক, কলাকুশলীদের সঙ্গে একদিন আগেই প্রয়াগরাজে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। শনিবার সেখান থেকেই মহাদেবের আশীর্বাদ নিয়ে ‘ওডেলা ২’ ছবির টিজার প্রকাশ্যে আনলেন।

যা দেখে দর্শক-অনুরাগীরা তার প্রশংসায় পঞ্চমুখ।

মন্তব্য

ট্রেনে নারীর হাতে ‘চড়’ খেয়ে নিজের ভুল বুঝতে পারেন শাহরুখ!

    একবার ট্রেনে এক নারীর হাতে চড় খান শাহরুখ সিটে বসাকে কেন্দ্র করে এ কাণ্ড ঘটে পড়ে নিজের ভুল বুঝতে পারেন কিং খান
বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
ট্রেনে নারীর হাতে ‘চড়’ খেয়ে নিজের ভুল বুঝতে পারেন শাহরুখ!
শাহরুখ খান

বলিউডের বাদশা তিনি। যার নাম শুনেই মুগ্ধতায় বুদ হয়ে থাকে গোটা দুনিয়া। কোটি কোটি অনুরাগী থেকে তারকা সহকর্মী, শাহরুখকে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। তবে সেই শাহরুখকেই কিনা ট্রেনে থাপ্পড় মেরে বসেন এক নারী! সেটাও সামান্য এক আসনের জন্য!

শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি।

এই ঘটনাটি নিজেই এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন কিং খান। তবে কেন এমনটা হয়েছিল? কী এমন করলেন শাহরুখ, যে এক নারী রাগে তাঁর গালে চড় বসিয়ে দিলেন?

আরো পড়ুন
‘সে আমার জীবনের জন্য আশীর্বাদ’, সাদী প্রসঙ্গে পরীমনি

‘সে আমার জীবনের জন্য আশীর্বাদ’, সাদী প্রসঙ্গে পরীমনি

 

ঘটনাটি ঘটেছিল শাহরুখ খানের প্রথম মুম্বাই যাত্রার সময়। তখন তিনি তারকা ছিলেন না। দিল্লি থেকে মুম্বাই যাওয়ার ট্রেনে উঠেছিলেন শাহরুখ।

যথারীতি টিকিট কেটে নিজের নির্দিষ্ট সিটে বসেছিলেন। ট্রিপের সময় কেউ সাময়িকভাবে বসতে চাইলে শাহরুখ অনুমতি দিতেন, তবে নিজের আসন নিয়ে ছিলেন যথেষ্ট সচেতন। সমস্যা শুরু হয় ট্রেন যখন মুম্বাইয়ে প্রবেশ করে। তখনই বেশ কয়েকজন যাত্রী এসে শাহরুখের আসনে বসতে চান।
তাদের নম্রভাবে ফিরিয়ে দেন তিনি, কারণ তিনি নিজের সিটে বসেছিলেন।

আরো পড়ুন
হামলার ঘটনায় মামিকে দায়ী করলেন দিতিকন্যা লামিয়া

হামলার ঘটনায় মামিকে দায়ী করলেন দিতিকন্যা লামিয়া

 

কিন্তু বিপত্তি বাঁধে যখন এক নারী সেই আসনে বসতে চান। প্রথমে সৌজন্যবশত শাহরুখ তাকে বসতে দেন। কিন্তু যখন নারীর সঙ্গীও বসার চেষ্টা করেন, তখন তিনি আপত্তি জানান। শাহরুখ স্পষ্ট জানান যে এটি তার বুকিং করা সিট এবং তিনি সেটির জন্য টাকা দিয়েছেন।

ঠিক তখনই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। কোনও কিছু বুঝে ওঠার আগেই সেই নারী শাহরুখ খানের গালে সপাটে চড় বসিয়ে দেন! কিং খান হতবাক হয়ে যান।

আরো পড়ুন
বুবলীর নতুন অধ্যায় শুরু

বুবলীর নতুন অধ্যায় শুরু

 

পরবর্তীতে তাকে বোঝানো হয়, ট্রেনটি যখন মুম্বাইয়ে ঢোকে তখন সেটি লোকাল ট্রেনে পরিণত হয়। সেই মুহূর্ত থেকে কোনও আসনই বুকিং করা থাকে না। ফাঁকা থাকলে যে কেউ বসতে পারেন। এই ঘটনার পর নিজের ভুল বুঝতে পারেন শাহরুখ।

পরবর্তীতে তারকা হয়ে নিজেই এই ঘটনা মজার ছলে শেয়ার করেছিলেন শাহরুখ খান। বলিউডের বাদশাহ হয়েও এমন ঘটনা যে তার জীবনে ঘটেছিল, তা শুনে অবাক হয়েছিলেন তার অনুরাগীরাও।

মন্তব্য

নিরাপত্তাহীনতায় ভুগছেন ভূমি পেডনেকর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
নিরাপত্তাহীনতায় ভুগছেন ভূমি পেডনেকর
সংগৃহীত ছবি

ভারতে বসবাসকারী নারী হিসেবে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানালেন ভূমি পেডনেকর। সম্প্রতি এক সাক্ষাৎকারে নারীদের ওপর ঘটে চলা অত্যাচার নিয়েও মুখ খোলেন তিনি। পাশাপাশি কথা বলেন হেমা কমিটির রিপোর্ট নিয়েও। 

নিজের পরিবারের নিরাপত্তা নিয়েও চিন্তিত ভূমি।

এসময় তিনি বলেন, “ভারতের একজন নারী হিসেবে আমার সত্যিই ভয় করে। শুধু বিনোদন জগতের কথাই বলছি না। আমার চাচাতো বোন আমার সঙ্গেই মুম্বাইয়ে থাকে। ভয় করে যখন ওর বাড়ি ফিরতে ফিরতে রাত ১১টা বেজে যায়।
খুব চিন্তা হয়।”

গেল বছরের আগস্টে প্রকাশিত হয়েছিল হেমা কমিটির রিপোর্ট। মালয়ালম চলচ্চিত্র জগতে নারীদের ওপর হওয়া যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে আসে এই রিপোর্টের মাধ্যমে। 

সেই প্রসঙ্গ টেনে ভূমি বলেন, “ভারতের একটি অঞ্চলের চলচ্চিত্র জগতেই কেবল আইনসম্মতভাবে এই নিয়মগুলো মেনে চলা হয়েছে।

রিপোর্টের মাধ্যমে সাংঘাতিক ও নির্মম কিছু ঘটনা প্রকাশ্যে উঠে এসেছে।”

প্রায়ই সংবাদমাধ্যমের শীর্ষে নারীদের ওপরে অত্যাচারের ঘটনা দেখতে দেখতেও ক্লান্ত বলে জানান ভূমি। 

সদ্য মুক্তি পেয়েছে অভিনেত্রীর ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’। ছবিতে রয়েছেন অর্জুন কাপুর ও রাকুল প্রীতও। এ ছাড়াও সামনে ‘দলদল’ নামের এক ওয়েব সিরিজে পুলিশের চরিত্রে দেখা যাবে তাকে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ