‘সমকামিতার সমর্থক কাফি’ দাবি নিয়ে যা জানা গেল

শেয়ার
‘সমকামিতার সমর্থক কাফি’ দাবি নিয়ে যা জানা গেল
সংগৃহীত ছবি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর কাফি’র একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, ‘সমকামিতার সমর্থক কাফি’। উক্ত দাবিতে প্রচারিত পোস্টে সংযুক্ত ছবিতে কাফি’র হাতে এলজিবিটিকিউ+ প্রাইড পতাকার সদৃশ রঙের একটি টুপি দেখা যায় এবং উক্ত টুপিটির আলোকেই দাবিটি প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার জানিয়েছে উক্ত দাবিটি সঠিক নয়।

কাফিরিউমর স্ক্যানার জানায়, কনটেন্ট ক্রিয়েটর কাফি সমকামিতার সমর্থক নন।

তিনি নানাসময়ে সমকামী বিরোধী ভিডিও বানিয়েছেন ও নিজেকে সমকামিতার বিপক্ষের একজন ব্যক্তি বলে দাবি করেছেন। এমনকি রিউমর স্ক্যানার টিমকেও তিনি এ বিষয়ে নিশ্চিত করেছেন। তাছাড়া, প্রদর্শিত টুপিটির সাথেও সমকামিতা বা এলজিবিটিকিউ+ এর প্রাইড পতাকার রঙের পার্থক্য রয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে প্রচারিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া  যায়নি।

পোস্টগুলোতে কেবলমাত্র কাফি’র হাতে থাকা টুপিটির রঙের উপর ভিত্তি করেই দাবিটি প্রচার করা হয়েছে। কাফি’র ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে দেখা যায়, উক্ত ছবিটি গত ২৪ জানুয়ারি কাফি তার ফেসবুক পেজে ‘একা থাকার অভ্যাস হয়ে যাচ্ছে প্রিয়তমা।’ শীর্ষক ক্যাপশনে পোস্ট করেছিলেন৷ উক্ত পোস্টটিতে কাফি সমকামিতার বিষয়ে কোনো উল্লেখ করেননি।

আরো পড়ুন
শেখ হাসিনার ভারত থেকে ভাষণ দাবিতে সম্পাদিত ভিডিও প্রচার

শেখ হাসিনার ভারত থেকে ভাষণ দাবিতে সম্পাদিত ভিডিও প্রচার

 

পরবর্তী অনুসন্ধানে কাফি’র হাতে থাকা উক্ত টুপিটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, টুপিটিতে মূলত চারটি রঙ রয়েছে যা হলো কালো, লাল, হলুদ ও সবুজ।

অপরদিকে ইউনিভার্সিটি অফ কলোরাডো বোউল্ডার এর অন্তর্ভুক্তি ও সামাজিক পরিবর্তন কেন্দ্র এবং হেল্থ নামক ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধ থেকে জানা যায়, প্রচলিত রেইনবো প্রাইড ফ্ল্যাগে সাধারণত ছয়টি রঙ থাকে। রঙগুলো হলো: লাল, কমলা, হলুদ, সবুজ, বেগুনি ও নীল বা বেগুনি নীল। 

অর্থাৎ, এলজিবিটিকিউ+ এর পতাকাতে কালো রঙ থাকে না কিন্তু কাফি’র হাতে থাকা টুপিতে কালো রঙ একাধিকবার দেখা যায়। এ ছাড়া, কাফি’র হাতে থাকা টুপিতে এলজিবিটিকিউ+ এর পতাকাতে থাকা কমলা, বেগুনি ও নীল রঙ দেখা যায়নি যা থেকে নিশ্চিত হওয়া যায় যে, কাফি’র হাতে থাকা টুপিটি এলজিবিটিকিউ+ এর সমর্থনে প্রচলিত কোনো টুপি নয়।

আরো পড়ুন
গুম-হত্যার নেপথ্যে কে, জানালেন আইন উপদেষ্টা

গুম-হত্যার নেপথ্যে কে, জানালেন আইন উপদেষ্টা

 

টুপিটির ছবি রিভার্স ইমেজ সার্চ করলে টুপিটি অ্যামাজনের ওয়েবসাইটে ‘Unisex Jamaica Reggae Cap Rasta Slinky Beanie Multi-Colour Striped Slouchy Baggie Beanie Skullies Gorro Rasta Hat’ শীর্ষক নামে বিক্রি হতে দেখা যায়।

পণ্যের নাম বা বিবরণীতে এটির সাথে সমকামিতার কোনো সম্পৃক্ততা উল্লেখ করতে দেখা যায়নি।

আরো পড়ুন
চাকরি ফিরে পেতে পুলিশ সদস্যদের অবস্থান, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

চাকরি ফিরে পেতে পুলিশ সদস্যদের অবস্থান, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

 

পরবর্তী অনুসন্ধানে কনটেন্ট ক্রিয়েটর কাফি’র ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে তাকে নানা সময়ে সমকামিতার বিরুদ্ধে কথা বলতে বা ভিডিও বানাতে দেখা যায়। ২০২৪ সালের ৩১ জানুয়ারিতে তার ফেসবুক পেজে প্রচারিত একটি ভিডিওতে কাফি’কে বলতে শোনা যায় যে, সমকামী বা সমকামী সমর্থকদের চেয়ে কুকুর ভালো। 

তাছাড়া, সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে গল্পে ‘শরীফ থেকে শরীফা’ ঢুকিয়ে শিক্ষার্থীদের মগজধোলাই করা হচ্ছে বলে ২০২৪ সালের শুরুর দিকে অভিযোগ করেছিলেন তৎকালীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব।

আরো পড়ুন
যেসব বিভাগে আজ ঝরতে পারে বৃষ্টি

যেসব বিভাগে আজ ঝরতে পারে বৃষ্টি

 

২০২৪ সালের ১৯ জানুয়ারি ঢাকার কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক : বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে আসিফ মাহতাব বলেন, সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকিয়ে শিক্ষার্থীদের মগজধোলাই করা হচ্ছে। এ সময় তিনি এই পাঠ্যবই থেকে ‘শরীফ থেকে শরীফা’ হওয়ার গল্পের পাতা ছিঁড়ে ফেলেন। এরই প্রেক্ষিতে পরবর্তীতে আসিফকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় চাকরিচ্যুত করেছিল বলে জানা যায়। সেসময়ও কাফি একটি ভিডিও তৈরি করে আসিফ মাহতাবকে পুরোপুরি সমর্থন জানিয়ে আসিফকে পদচ্যুত করার সিদ্ধান্তের জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমালোচনা করেন। এ ছাড়াও, আরো নানাসময়ে তাকে সমকামিতা বা ট্রান্সজেন্ডারবিরোধী ভিডিও তৈরি করতে দেখা যায়।

সাম্প্রতিক সময়ে টুপি হাতে কাফি’র উক্ত ছবিটি প্রচার করে তাকে সমকামী সমর্থক বলে প্রচার করা হলে তিনি তার ফেসবুক পেজে গত ২৫ জানুয়ারি একটি ভিডিও প্রচার করেন৷ ভিডিওটিতে তিনি সমকামী সমর্থক হওয়ার দাবিটি মিথ্যা বলে জানান।

আরো পড়ুন
চুরি করে স্বামীকে আইফোন ও প্রেমিককে সোনার চেইন দিলেন তরুণী

চুরি করে স্বামীকে আইফোন ও প্রেমিককে সোনার চেইন দিলেন তরুণী

 

এ বিষয়ে রিউমর স্ক্যানার টিম কাফি’র সাথে যোগাযোগ করলে কাফি জানান, ‘আমি একজন মুসলিম। সমর্থন করার বিষয়ই আসে না। বরং, আমি সমকামিতার বিপক্ষে। আমি এর বিপক্ষে ভিডিও ও বানিয়েছি।’ সুতরাং, কনটেন্ট ক্রিয়েটর কাফি সমকামিতার সমর্থক শীর্ষক দাবিটি মিথ্যা।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

মাতৃত্বের বিরতির পর কাজে ফিরলেন কোয়েল

    কাজে ফিরলেন কোয়েল মল্লিক মুক্তির অপেক্ষায় তিন সিনেমা
বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
মাতৃত্বের বিরতির পর কাজে ফিরলেন কোয়েল
কোয়েল মল্লিক

সদ্য মা হয়েছেন কোয়েল মল্লিক। অভিনেত্রীর দ্বিতীয় মাতৃত্বের বয়স মাত্র ২ মাস। এরই মাঝে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জলসা পরিবার অ্যাওয়ার্ডসে একটা ডান্স পারফরম্যান্সের শ্যুটিং করলেন কোয়েল। মেয়ের জন্মের পর এই প্রথমবার ক্যামেরার মুখোমুখি হলেন অভিনেত্রী।

মাতৃত্বের বিরতির পর কাজে ফিরে উচ্ছ্বসিত কোয়েল।

আরো পড়ুন
‘সে আমার জীবনের জন্য আশীর্বাদ’, সাদী প্রসঙ্গে পরীমনি

‘সে আমার জীবনের জন্য আশীর্বাদ’, সাদী প্রসঙ্গে পরীমনি

 

ভারতীয় সংবাদমাধ্যমকে কোয়েল বলেন, ‘স্টার জলসার বিভিন্ন ধারাবাহিকে প্রায় ১০ জন নায়কের সঙ্গে পারফর্ম করলাম, এটা আমার কাছে দারুণ এক অভিজ্ঞতা। এর আগে শেষবার পারফর্ম করেছিলাম প্রেগন্যান্সির আগে।’

এর আগে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, ২০২০ সালে তার প্রথম সন্তান কবীরের জন্মের পর তিনি নিয়মিত যোগাসন, নাচ, পিলাটেস করে নিজেকে ফিট রেখেছিলেন।

এবারও একইভাবে নিয়মিত শরীরচর্চা করে নিজেকে ফিট রেখেছেন। কোয়েল বলেন, ‘কাজের জন্য তো বটেই, দুই ছোট ছোট সন্তানের জন্যও আমাকে ফিট থাকতে হবে। তাই ডাক্তারের সঙ্গে কথা বলে ডেলিভারির ৬ সপ্তাহ পর থেকেই শরীরচর্চা শুরু করে দিয়েছিলাম। এতে শুধু শরীর নয়, মনও ভালো থাকে।
হরমোনের ব্যালেন্সও ঠিক থাকে।’

আরো পড়ুন
হামলার ঘটনায় মামিকে দায়ী করলেন দিতিকন্যা লামিয়া

হামলার ঘটনায় মামিকে দায়ী করলেন দিতিকন্যা লামিয়া

 

বর্তমানে ‘সোনার কেল্লায় যকের ধন’, ‘স্বার্থপর’ ও ‘একটি খুনির সন্ধানে মিতিন’- এই তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় কোয়েলের। তবে আবারও সিনেমার সেটে ফেরার জন্যও তৎপর অভিনেত্রী। আপাতত চিত্রনাট্য বাছাই-এর কাজে ব্যস্ত অভিনেত্রী। গল্প পছন্দ হলে এবার তবেই কাজ করবেন বলে জানিয়েছেন কোয়েল মল্লিক।

মন্তব্য

‘সে আমার জীবনের জন্য আশীর্বাদ’, সাদী প্রসঙ্গে পরীমনি

    সাদী প্রসঙ্গে নতুন মন্তব্য পরীমনির সাদীকে জীবনের আশীর্বাদ মনে করেন পরী
বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
‘সে আমার জীবনের জন্য আশীর্বাদ’, সাদী প্রসঙ্গে পরীমনি
শেখ সাদী ও পরীমনি

ঢালিউড অভিনেতা রাজের সঙ্গে বিচ্ছেদের পর একাকী থাকতে দেখা গেছে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে। তবে হঠাৎ করেই এক নতুন নামের আগমনে বেশ আলোচনায় উঠে আসেন পরীমনি। পরীমনির এক মামলায় জামিনদার হওয়া তরুণ প্রজন্মের সংগীতশিল্পী শেখ সাদীর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ভাসতে শুরু করে। দুজনের ফেসবুক পোস্ট ও একে অন্যের পোস্টে গিয়ে মন্তব্য করা তাদের দুজনের রসায়নকে আরো বেশি করে উস্কে দেয়।

যদিও দুজনেই তাদের সম্পর্কের ব্যাপারে স্পষ্ট জানিয়েছেন যে তারা শুধুই ভাল বন্ধু। তবু গুঞ্জন যেন থেমে নেই!

আরো পড়ুন
হামলার ঘটনায় মামিকে দায়ী করলেন দিতিকন্যা লামিয়া

হামলার ঘটনায় মামিকে দায়ী করলেন দিতিকন্যা লামিয়া

 

সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যমের সঙ্গে ফের সাদীর প্রসঙ্গে কথা বলেন পরীমনি। এবার স্পষ্ট করেই পরীমনি জানান দিলেন, সাদী তার জীবনে জাদুর মতন। পরীমনি বলেন, ‘সাদী আমার জীবনে একটা জাদুর মতন! আমি মন খুলে যার সাথে নিজের কথাগুলো বলতে পারি।

জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। ও ঠিক তাই আমার কাছে।’

সাদী প্রসঙ্গে পরীমনি আরো বলেন, ‘একটা চড়াই–উতরাইয়ের মধ্য দিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যে পাশে থাকেন, সে আমার জীবনের জন্য আশীর্বাদ।

আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমার সুখ-দুঃখের গল্পগুলো তাঁদের সঙ্গে শেয়ার করি। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।’

আরো পড়ুন
এভাবে চলতে থাকলে তো শোবিজের অবস্থা খারাপ হবে : মিম

এভাবে চলতে থাকলে তো শোবিজের অবস্থা খারাপ হবে : মিম

 

এদিকে তরুণ প্রজন্মের গায়ক শেখ সাদী জানান, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরীমনির সঙ্গে বেশ আগেই পরিচয় হয়েছিল। তখন থেকে পেশাগত বিষয় নিয়ে তাঁর সঙ্গে নিয়মিত কথাবার্তা হয়।

তিনি বলেন, ‘আমিও ইন্ডাস্ট্রিতে কাজ করছি অনেক দিন হলো। পরীমনির অনেক ইতিবাচক গুণ রয়েছে। বিপদ-আপদে মানুষের পাশে থাকেন। আমি তাঁর মঙ্গল কামনা করি সব সময়।’

তিন বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর প্রেম। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন এই তারকা জুটি। পরের বছরের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে তাদের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ পুণ্য। বিয়ের এক বছর পরই বিচ্ছেদের পথে হাঁটেন তারা। বর্তমানে পরীমনিই তার সন্তানকে লালন-পালন করছেন। 

মন্তব্য

হামলার ঘটনায় মামিকে দায়ী করলেন দিতিকন্যা লামিয়া

    সন্ত্রাসী হামলার শিকার দিতিকন্যা লামিয়া তার গাড়িও ভাঙচুর করা হয়েছে হামলার ঘটনায় নিজের মামিকে দায়ী করলেন লামিয়া
বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
হামলার ঘটনায় মামিকে দায়ী করলেন দিতিকন্যা লামিয়া
লামিয়া চৌধুরী

নিজ বাড়িতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন প্রয়াত অভিনেত্রী দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী। জমিসংক্রান্ত ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নিজ বাড়িতে প্রায় ৪০ জন তাকে আক্রমণ করেন। প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন বলে দাবি দিতিকন্যা লামিয়া চৌধুরীর। বিষয়টি সামাজিক মাধ্যমে জানান লামিয়া।

আরো পড়ুন
নাট্য নির্মাতাদের নির্বাচনে জয়ী হলেন সেলিম-ফরিদুল

নাট্য নির্মাতাদের নির্বাচনে জয়ী হলেন সেলিম-ফরিদুল

 

শনিবার দুপুরে সোনারগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলার সময় লামিয়া চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে লাইভ করেন। ওই লাইভে দেখা যায়, লামিয়ার গাড়ি ভাঙচুর করা হচ্ছে। ভিডিওতে লামিয়া বলছিলেন, তার পা ভেঙে ফেলা হয়েছে।

তিনি হাঁটতে পারছেন না। তার গাড়িও ভাঙা হয়েছে। এ ঘটনায় নিজের মামিকে দায়ী করেছেন তিনি। যদিও পাল্টা অভিযোগ করেছেন লামিয়ার প্রয়াত ছোট মামা টিপু সুলতানের স্ত্রী লায়লা লুৎফুন্নাহার শারমিন প্রীতি।
তার দাবি, জমিসংক্রান্ত বিষয়ে বিচারে লোকজন নিয়ে এসে তার ওপর হামলা চালিয়েছেন লামিয়া।

স্থানীয়রা জানান, লামিয়ার মামা টিপু সুলতান ৯ বছর আগে মারা গেছেন। তার পরিবারের সঙ্গে লামিয়াদের জমিসংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান।  শনিবার বিচার-সালিস বসানো হয়।

ওই সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুিই পক্ষই হাতাহাতিতে জড়ান। তখন লামিয়ার গাড়ি ভাঙচুর করা হয়।

আরো পড়ুন
এভাবে চলতে থাকলে তো শোবিজের অবস্থা খারাপ হবে : মিম

এভাবে চলতে থাকলে তো শোবিজের অবস্থা খারাপ হবে : মিম

 

ঘটনার পরপরই শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে লামিয়া চৌধুরী বলেন, ‘আম্মা মারা যাওয়ার পর প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার কাজিনদের নিয়ে আমি নারায়ণগঞ্জে যাই। ওখানে আমাদের আত্মীয়-স্বজন থাকেন। তাদের সঙ্গে সময় কাটিয়ে আসি। আজও গিয়েছিলাম। আসার পরই সন্ত্রাসীদের হামলার শিকার হই।’

তিনি আরো বলেন, ‘নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আমাদের পৈতৃক জায়গা দখল করার চেষ্টা চলছে বেশ কিছুদিন ধরেই। সেই টার্গেটে আমি যাওয়ার পর দলবল নিয়ে সন্ত্রাসীরা আসে। তাদের হাতে অস্ত্র ছিল। তারা আমাকে মেরে ফেলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছিল।’

আরো পড়ুন
বুবলীর নতুন অধ্যায় শুরু

বুবলীর নতুন অধ্যায় শুরু

 

লামিয়া বললেন, ‘প্রথমে আমার ওড়না টেনে ছিঁড়ে ফেলেছে। এরপর আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। আঘাত করে আমার পা ভেঙে ফেলেছে। আমি হাঁটতে পারছিলাম না। পরে প্রাণ বাঁচাতে আমার ড্রাইভার কোনো রকম আমাকে গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে এসেছে। আমার খালাকে খুঁজে পাচ্ছি না। ওরা আমার খালাকে আটকে রেখেছে।’

অন্যদিকে লামিয়ার বক্তব্য মিথ্যা দাবি করে তার মামি প্রীতি বলেন, ‘আমার স্বামী মারা গেছে ৯ বছর আগে। তার নামে ৩৮ শতাংশ জমি আছে। আমি আমার দুই সন্তান নিয়ে সেখানে বসবাস করি। আমার একটা ছেলে অটিস্টিক। আমার স্বামীর জমি দখল করতে চায় লামিয়ারা। এ নিয়ে সালিস বসলে লামিয়া ঢাকা থেকে লোকজন নিয়ে এসে আমার ওপর হামলা চালায়।’

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, মামাদের সঙ্গে লামিয়াদের জমি সংক্রান্ত বিরোধ চলছে। ওই বিষয়ে আজ একটি সালিসও বসছিল, তখন উত্তেজনা তৈরি হয়। তখন লামিয়ার গাড়িতে হামলার ঘটনাও ঘটে। বিষয়টি নিজেদের মধ্যেই হয়েছে।

মন্তব্য

বুবলীর নতুন অধ্যায় শুরু

    প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন বুবলী প্রতিষ্ঠানের নাম বিগ প্রডাকশনস
বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
বুবলীর নতুন অধ্যায় শুরু
শবনম বুবলী

প্রযোজনায় নাম লেখালেন অভিনেত্রী শবনম বুবলী। প্রতিষ্ঠানের নাম রেখেছেন বিগ প্রডাকশনস। বুবলী ইনোভেটিভ গ্রুপের সংক্ষিপ্ত রূপ ‘বিগ’। গতকাল নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী।

তাঁর প্রতিষ্ঠানের নাম বিগ প্রোডাকশন। এক ভিডিও বার্তায় এমনটা জানিয়েছেন বুবলী।

আরো পড়ুন
নাট্য নির্মাতাদের নির্বাচনে জয়ী হলেন সেলিম-ফরিদুল

নাট্য নির্মাতাদের নির্বাচনে জয়ী হলেন সেলিম-ফরিদুল

 

জানা গেছে, এই প্রতিষ্ঠান থেকে নাটক, ওয়েব ছবি, ওয়েব সিরিজ ও চলচ্চিত্র নির্মিত হবে। আয়োজন করা হবে বিভিন্ন ইভেন্টও।

 বুবলীর প্রযোজিত কাজগুলোতে প্রতিষ্ঠিত অভিনয়শিল্পীরা তো থাকবেনই। নতুন শিল্পীদের নিয়েও বিশেষ ভাবনা আছে তাঁর। বুবলী বলেন, ‘আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে। এখানে প্রতিষ্ঠিত কলাকুশলীদের পাশাপাশি নতুনরাও থাকবেন।
অনেকে হয়তো ভালো কাজ করেন, কিন্তু নতুন হওয়ার কারণে বড় কোনো কাজে সুযোগ পাচ্ছেন না। সেই শিল্পীদের নিয়ে কাজ করতে চাই আমরা।’

আরো পড়ুন
এভাবে চলতে থাকলে তো শোবিজের অবস্থা খারাপ হবে : মিম

এভাবে চলতে থাকলে তো শোবিজের অবস্থা খারাপ হবে : মিম

 

বিগ প্রোডাকশনের পরিকল্পনা জানিয়ে বুবলী বলেন, ‘আমি সিনেমার মানুষ, তাই সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে। কিন্তু সিনেমা বানানো অনেক বড় কাজ। এটির জন্য আরও অভিজ্ঞতা প্রয়োজন।

তাই চলতি বছর নাটক, শর্টফিল্ম, মিউজিক ভিডিও বানিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই। যাত্রাটা শুরু হবে কোরবানি ঈদের নাটক নিয়ে। এর পাশাপাশি অন্যান্য কাজ আসতে থাকবে। বিগ প্রোডাকশন থেকে সিনেমা নির্মাণ হবে আগামী বছর। সে সময় বড় আয়োজন করে ঘোষণা দেওয়া হবে।’

এর আগে অপু বিশ্বাস, ববি হক, মাহিয়া মাহিসহ এ সময়ের কয়েকজন অভিনেত্রী প্রযোজনায় এসেছেন। এবার এই তালিকায় যুক্ত হলেন শবনম বুবলী।

বর্তমানে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন বুবলী। কয়েক বছরের মতো এবার রোজার ঈদেও একাধিক সিনেমা মুক্তি পাবে তাঁর। ‘পিনিক’ ও ‘জংলি’ সিনেমা দুটির ঘোষণা এসেছে এরই মধ্যে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ