হে আল্লাহ, আমাদের সবাইকে ক্ষমা করুন : শাবনূর

  • শবে বরাত উপলক্ষে সামাজিক মাধ্যমে শাবনূরের পোস্ট
  • ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষেও পোস্ট দিয়েছেন
বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
হে আল্লাহ, আমাদের সবাইকে ক্ষমা করুন : শাবনূর
শাবনূর

ক্যারিয়ারে শীর্ষে থাকার সময় হঠাৎই অভিনয় জীবন থেকে দূরে সরে অস্ট্রেলিয়ায় বসবাস করতে শুরু করেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়িকা শাবনূর। সর্বশেষ ২০২৩ সালে শাবনূর নারীকেন্দ্রিক সিনেমা ‘রঙ্গনা’য় অভিনয় করেন, যে সিনেমার কাজ এখনও শেষ হয়নি। তাই শাবনূরকে পর্দায় দেখার অপেক্ষায় ভক্তকুলেরা। তবে পর্দায় না এলেও নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সংস্পর্শে থাকেন শাবনূর।

নিজের ভাললাগা মন্দ লাগা, সব ধরনের অনুভূতিও শেয়ার করতে দেখা যায় নায়িকাকে। শবে বরাত ও পহেলা ফাল্গুন নিয়েও পোস্ট দেখা গেছে তার।

আরো পড়ুন
ঈদে আসছে অপূর্ব-ফারিণের হাউ সুইট

ঈদে আসছে অপূর্ব-ফারিণের হাউ সুইট

 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ফেসবুকে লাল রঙের পোশাক পরা তিনটি ছবি আপলোড করেন শাবনূর। ক্যাপশনে লেখেন, ‘আজ পবিত্র শাবান মাসের মহিমান্বিত ও বরকতময় রাত, ‘শবে বরাত’।

এ রাতে মহান আল্লাহর রহমত ও বরকত কামনা করছি। হে আল্লাহ, আমাদের সবাইকে ক্ষমা করুন।’

পহেলা ফাল্গুন নিয়ে শাবনূর লেখেন, ‘আজ পহেলা ফাল্গুন, বসন্তের আগমন ঘটেছে। ফাল্গুনের বর্ণিল হাওয়ায় সবার জীবন ভরে উঠুক আনন্দে।

সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা ও ভালোবাসা।’ স্ট্যাটাসের শেষে শাবনূর তার ভক্তদের ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানান। লেখেন, ‘হ্যাপি ভ্যালেনটাইনস’।
 
প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে জুটি গড়ে ব্যাপক সফলতা পান।
ক্যারিয়ারে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস,শাকিব খানসহ অনেক নায়কের সঙ্গে জুটি গড়ে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

তারকাদের ঈদ

পর্দা ও পরিবার ঘিরেই তাদের ঈদ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
পর্দা ও পরিবার ঘিরেই তাদের ঈদ

ঈদ এলেই উৎসবের রং ছড়িয়ে পড়ে চারপাশে। তারকারাও ব্যতিক্রম নন। সাধারণ মানুষের মতো পর্দার মানুষগুলোও এই দিনটিকে ঘিরে সাজিয়ে রাখেন বিশেষ পরিকল্পনা। শুটিংয়ের ব্যস্ততা শেষে পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা, ঘুরে বেড়ানো—সব মিলিয়ে ঈদ মানেই বাড়তি আনন্দ।

এবারের ঈদে দেশের জনপ্রিয় তারকারা কিভাবে সময় কাটাবেন, কী করবেন, কী তাদের ঈদ পরিকল্পনা? কালের কণ্ঠকে জানালেন তারা।

5

অভিনেত্রী সাফা কবির। বছরজুড়ে ব্যস্ততার পাশাপাশি ঈদের অভিনেত্রীর ব্যস্ততা কম নয়। এই ঈদেও আসছে সাফার বেশ কয়েকটি নাটক।

সেই সঙ্গে থাকছে নিজের ঈদ পরিকল্পনা। এবার ঈদ বরাবরের মতো একই রকম নাকি কোনো পরিবর্তন আছে? কালের কণ্ঠের এমন প্রশ্নের জবাবে সাফা কবির বলেন, ‘ঈদ একই রকম আছে। ছোটবেলার ঈদ এক রকম হয়, বড় হওয়ার পর সেটা আবার ডিফরেন্ট। এখনকার ঈদটা আমার কাছে মনে হয় সমান্তরাল, এই যে প্রত্যেকবার ঈদ হচ্ছে, করছি।
কিন্তু ঈদের অবশ্যই একটা আনন্দ আছে। ঈদ বলেই তো আমাদের এত সব আয়োজন, এত কাজ করা, কষ্ট করা, দর্শকদের রেসপন্সের জন্য ওয়েট করা। সো এই জায়গা থেকে ঈদ নিয়ে ডেফিনিটলি আমি এক্সাইটেড। এখন আমার এক্সাইটমেন্টের আরেকটা কারণ হচ্ছে ঈদে আমার কাজ রিলিজ হয়। ওই কাজগুলো দর্শক দেখবে বা পরিবারের সদস্যদের দেখাব।

5

ঈদে মুক্তি পাচ্ছে তমা মির্জার ‘দাগি’। সিনেমাটি ঘিরে দর্শক প্রত্যাশাও অনেক। তবে পর্দায় হাজির হওয়ার পাশাপাশি ঈদ নিয়েও ব্যস্ত অভিনেত্রী। ঈদের পরিকল্পনা জানাতে গিয়ে তমা মির্জা কালের কণ্ঠকে বলেন, “ঈদের দিন বিকেল পর্যন্ত পরিবারের সাথেই থাকব। তাদের সঙ্গে সময় কাটাব। তারপর ‘দাগি’ টিমের যদি কোনো পরিকল্পনা থাকে তাহলে তাদের সঙ্গে সিনেমা দেখতে যাব। এরপর আবার নিজে লুকিয়ে লুকিয়ে হলে গিয়ে দর্শকদের সঙ্গে বসে সিনেমাটা দেখব। তখন দর্শকদের ‘র’ রিয়েকশনটা দেখতে পারি। এ রকমটা আগেও করেছি। ‘সুড়ঙ্গ’ মুক্তির সময়ে আম্মু আর আমি টিকিট কেটে গিয়ে সিনেমা দেখে এসেছিলাম। এবারও তাই করব।”

ঈদের দিন মায়ের হাতের গরুর মাংস রান্না এবং লাচ্ছি সেমাই খেতে ভীষণ পছন্দ করেন তমা মির্জা। বাসায় সবার জন্য পোলাও রান্না হলেও এদিন শুধু তার জন্য আলাদা করে সাদা ভাত রান্না করতে হয় বলে জানান এ নায়িকা। তিনি বলেন, ‘ঈদের দিন অন্যান্য সবার মতো আমাদের বাসায়ও গরুর মাংস, রোস্ট, পোলাও রান্না করা হয়। তবে ঈদের দিন সাদা ভাত আর আম্মুর হাতের গরুর মাংস আমার ভীষণ পছন্দ। এটা আমার সবচেয়ে প্রিয় খাবার। সবার জন্য পোলাও রান্না করলেও আমার জন্য আম্মু সাদা ভাত রান্না করেন। এরপর সেমাই তো অবশ্যই। লাচ্ছি সেমাই আমার খুব প্রিয়, সেটাও আম্মুর হাতের।’

5

এবার ঈদে নুসরাত ফারিয়ার ‘জ্বিন ৩’ মুক্তি পাচ্ছে। সিনেমার প্রচারের সঙ্গে ঈদ নিয়েও ব্যস্ত অভিনেত্রী। ঈদ নিজের মতো করে পালন করছেন নুসরাত ফারিয়া। ছোটবেলার ঈদ, আর এখনকার ঈদ কতটা বদলেছে? প্রশ্নের জবাবে নুসরাত ফারিয়া বলেন, ‘ছোটবেলার ঈদ অনেক ঝামেলাবিহীন, সহজ-সরল ছিল। এখন আর সেটা নেই। তবু ঈদ মানেই তো আনন্দ। এই আনন্দটা কতটা তা হয়তো ঠিক ভাষায় প্রকাশ করতে পারব না। সারা মাস রোজা রাখার পর একটা দিন এভাবে সেলিব্রেট করার আনন্দই আলাদা। বাড়িতে সবার সঙ্গে কাটানো, এটা আসলে একাত্মতার দিন, সবাই এক হয়ে যাওয়ার দিন। ছোটবেলার ঈদের থেকে বড়বেলার ঈদ অনেকটাই বদলেছে, সেটা তো ঠিকই, তবু এই উৎসব আমার কাছে আজও আগের মতোই স্পেশাল।’

পর্দার নিয়মিত মুখ কখনও হতে চাইনি: আইশা খান

এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী আইশা খান। অল্প সময়েই জনপ্রিয়তা পেয়েছেন এ অভিনেত্রী। এবার ঈদে বেশ কিছু নাটকে দেখা মিলবে তার। সেই ঈদের পরিকল্পনা হিসেবে আত্মীয়-স্বজনদের বাড়ি যাওয়া এবং সিনেমা দেখার ইচ্ছে রয়েছে বলে জানান আইশা। কালের কণ্ঠকে এই অভিনেত্রী বলেন, পরিকল্পনা হিসেবে বলা যায় একটু ঘোরাঘুরি আর সিনেমা দেখা। এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমার লাইনআপটা খুবই ভালো। ইতিমধ্যে ‘চক্কর ৩০২’ সিনেমাটি দেখে ফেলেছি প্রিমিয়ার শোতে। এ ছাড়া বাকি যে সিনেমা রয়েছে সেগুলোর টিকিট পাব কি না জানি না। তবে যেটার টিকিট পাব সে সিনেমাটিই দেখতে যাব।’

5

এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী ফারিণ। বর্তমানে নাটকের কাজ নিয়েই অধিক ব্যস্ত তিনি। ফারিণ অভিনীত বেশ কটি নাটক ঈদুল ফিতরে প্রচার হবে। ঈদে পর্দার পাশাপাশি ব্যক্তি জীবনেও ফারিণ থাকবেন আনন্দ-উদ্দীপনায়। সারা বছর ডায়েট করে চললেও ঈদে খাওয়াদাওয়া করেন চুটিয়ে। এ প্রসঙ্গে ফারিণ বলেন, ‘ঈদের সময়ে ডায়েট ভুলে যাই আরকি! যদিও ডায়েট আমি কমই করি। আমি জেনেটিক্যালি একটু শুকনা। সারা বছর যতটুকু ডায়েট করি, ঈদের সময়ে ততটুকুও করি না।’

ঝাল, টক, মিষ্টি— কোনটা খেতে বেশি পছন্দ করেন? এ প্রশ্নের উত্তরে ফারিণ খান বলেন, “ঝাল, আমি ঝাল খেতে ভীষণ পছন্দ করি।”

যুক্তরাষ্ট্রে বিয়ে করছেন জায়েদ খান?

দেশের শোবিজ অঙ্গনের আলোচিত নায়ক জায়েদ খান। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। সেখানেই উদযাপন করেছেন এবারের ঈদ। তবে বিদেশে থাকলেও দেশের ঈদ মিস করছেন অভিনেতা। কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে জায়েদ খান বলেন, ‘বাবা-মায়ের কবরে যাওয়া মিস করছি। তাদের কথা খুব মনে পড়ছে। ভাই-বোনদের মিস করছি, মায়ের মতো বোন যে তাকে খুব বেশি মিস করছি এবার। সেই সঙ্গে সব আপন মানুষরা তো রয়েছেনই।’

মন্তব্য
সাফা কবির

এবার অনেক দাওয়াত খাব আর ছবি তুলব

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
এবার অনেক দাওয়াত খাব আর ছবি তুলব
সাফা কবির

ছোট হোক কিংবা বড় পর্দা, মাধ্যম যা-ই হোক ঈদ উপলক্ষে শিল্পীদের ব্যস্ততা থাকে তুঙ্গে। দর্শকদের ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে তারা কোনো কমতি রাখেন না। এবারের ঈদ বিশেষ আয়োজনে কালের কণ্ঠকে ঈদের পরিকল্পনা নিয়ে জানিয়েছেন সাফা কবির। শুনেছেন ইমরুল নূর।

ঈদের কাজের ব্যস্ততা কেমন ছিল? কাজগুলো নিয়ে প্রত্যাশা কী রকম?
ভালোই ছিল। আসলে ঈদের সময় ব্যস্ত থাকতে তো সবারই ভালো লাগে। এবার আমার কিছু সুন্দর গল্পের কাজ আসছে, যেগুলো নিয়ে আমি আসলে খুবই এক্সাইটেড। আমি কয়েকটার নাম মেনশন করতে চাই, সেগুলোর মধ্যে রয়েছে ‘মন জানালা’, ‘প্রেম অথবা মায়া’ দুটোই পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন।

এই দুটো নাটকের গল্প আমার খুবই পছন্দ। আমি অপেক্ষা করছি নাটকগুলো কবে আসবে আর আমার দর্শকদের দেখাব। এটা ছাড়া এবার একটা কমেডি টাইপের কাজ হয়েছে। রম-কম বলা যায়।
খুবই মজার একটা গল্প।  নাম ‘হাউকাউ’, এই গল্পটা খুবই মজার। এ ছাড়া আরেকটা গল্প আছে ‘কানামাছি’, এটা খবুই ক্লাসিক প্রেমের একটা গল্প। এই টাইপের গল্প আসলে আমার খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় দেখার পর মানুষের চোখে আরাম লাগবে, মনে ভালো লাগা তৈরি হবে।
এই টাইপের গল্প আমার সব সময়ই ফেভারিট। এই কাজটা নিয়েও আমি অনেক আশাবাদী। আরেকটা কাজ আছে ‘আমি শুধু তোমারই হবো’। এই কাজটাও খুব সুন্দর, দুটি ছেলেমেয়ের খুবই খুনসুটির গল্প। আমি এবার ঈদে সে কাজগুলো করার চেষ্টা করেছি, যে কাজগুলো দশর্কের দেখে ভালো লাগবে, ফিল গুড কনটেন্ট। মনে কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া এ রকম কোনো কাজই আমি এবার চুজ করিনি। এর কারণ হচ্ছে, আমার কাছে মনে হয় দর্শক ফিল গুড কনটেন্ট দেখতে পছন্দ করে এবং ভালো লাগা যেন তৈরি হয় এ রকম কনটেন্ট দেখতে পছন্দ করে।

এই মুহূর্তে আমাদের দেশের আশপাশে এত চাপ, এত নেগেটিভিটি চলছে তার মধ্যে আমি যদি আমার দর্শকদের একটু ভালো লাগা দিতে পারি তাহলে মনে হবে এটাতেই আমি সার্থক। আমি সর্বাত্মক চেষ্টা করেছি ফিল গুড কনটেন্ট করার। 

আরো পড়ুন
কুম্ভমেলায় ভাইরাল সেই মোনালিসাকে সিনেমায় নেওয়া পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

কুম্ভমেলায় ভাইরাল সেই মোনালিসাকে সিনেমায় নেওয়া পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

 

এবার ঈদ আপনার জন্য বরাবরের মতো একই রকম নাকি কোনো পরিবর্তন আছে? 
ঈদ একই রকম আছে। ছোটবেলার ঈদ এক রকম হয়, বড় হওয়ার পর সেটা আবার ডিফরেন্ট। এখনকার ঈদটা আমার কাছে মনে হয় সমান্তরাল, এই যে প্রত্যেকবার ঈদ হচ্ছে, করছি। কিন্তু ঈদের অবশ্যই একটা আনন্দ আছে। ঈদ বলেই তো আমাদের এত সব আয়োজন, এত কাজ করা, কষ্ট করা, দর্শকদের রেসপন্সের জন্য ওয়েট করা। সো এই জায়গা থেকে ঈদ নিয়ে ডেফিনিটলি আমি এক্সাইটেড। এখন আমার এক্সাইটমেন্টের আরেকটা কারণ হচ্ছে ঈদে আমার কাজ রিলিজ হয়। ওই কাজগুলো দর্শক দেখবে বা পরিবারের সদস্যদের দেখাব। প্রত্যেকবার যেমন পরিবারের সদস্যরা কিংবা আত্মীয়-স্বজনরা জিজ্ঞেস করতে থাকে ‘এবার ঈদে তোমার কয়টা নাটক আসছে, কী আসছে?’ তখন আমি এক্সাইটেড হয়ে তাদের বলি আমার এটা আসছে, ওটা আসছে। সো এটা আমার কাছে মনে হয় ঈদের সবচেয়ে বড় আনন্দ যে মানুষকে বলতে পারা ঈদে আমার কাজ রিলিজ যাচ্ছে, আপনারা আমার এই নাটকগুলো দেখতে পারবেন। এটা আমার কাছে সবচেয়ে খুশির ব্যাপার। 

এবার ঈদে পরিকল্পনা কী? কী করা হবে? 
এবার ঈদে আমি অনেক দাওয়াত খাব। প্রত্যেকবার আমাকে নিয়ে মানুষের একটা অভিযোগ থাকে যে আমি বাসা থেকে বের হই না, কোথাও যাই না। তাই এবার চিন্তা করেছি সব জায়গায় দাওয়াত খেতে যাব, সবার সঙ্গে গল্প করব ও ছবি তুলব। তাই এবার এটাই আমার প্রথম এজেন্ডা।

আরো পড়ুন
সাংস্কৃতিক দলসহ রুনা লায়লাকে পাকিস্তানে আমন্ত্রণ শেহবাজ শরিফের

সাংস্কৃতিক দলসহ রুনা লায়লাকে পাকিস্তানে আমন্ত্রণ শেহবাজ শরিফের

 

ঈদ নিয়ে শৈশবের কোনো মধুর স্মৃতি মনে পড়ে? 
ছোটবেলার একটা ইনোসেন্ট ফিলিংস জীবন থেকে হারিয়ে গেছে। যেমন- ঈদের নতুন জামা কিনে সেটা লুকিয়ে রাখা। এখন আর এটা হয় না। আগে যে রকম বলত ‘এই ঈদে কী কিনেছো’, এখন আর কেউ ঈদের জামা দেখতেও চায় না। মনে হয় আমরা অনেক বড়  হয়ে গেছি। ছোটবেলার ওই ব্যাপারটা খুব মিস করি যে, একটা নতুন কাপড় কিনে লুকিয়ে রেখে এবং প্ল্যান করা ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন সকালে কী পরব, রাতে কী পরব। এখন আর এটা একদমই কাজ করে না। এই জিনিসটাই খুব মিস করি।

ঈদের কেনা কাটায় কী পছন্দ? 
আমার বাবা, মা এবং কাজিনস আছে। তাদের জন্য অল্প স্বল্পই কেনাকাটা হয়েছে। কয়েক বছর ধরে নিজের জন্য আসলে কোনো কিছুই কিনি না। এর জন্য মা আবার খুব রাগ হন। বাবা-মা আমাকে যে কাপড়টাই কিনে দেন আমি ওটাই পরি।

ঈদ সালামি প্রসঙ্গে জানতে চাই...
এখন তো বড় হয়েছি ঈদ সালামি দিতেই হয় ছোটদের। আত্মীয়-স্বজনদের মধ্যে এখন অনেক ছোট ছোট মানুষ হয়েছে যাদের সালামি দিতে হয়। আমি নিজেও পাই বড়দের থেকে। সালামি পাওয়া এবং দেওয়া দুটোই তো ঈদের মজা। তবে লাস্ট কয়েক বছর থেকে খেয়াল করছি সালামি আসে আর যায়। আমি সালামি পাই ঠিকই কিন্তু ওটা আর ব্যাগে ঢোকে না, পাস হয়ে যায়। কারণ ছোটদের দিতে হয়।

ঈদের দিন পোশাক কী ধরনের পরতে পছন্দ করেন?  
ঈদের সকালে খুবই আরামদায়ক একটা সফট কালারের কাপড় পরতে পছন্দ করি। এবার সকালে আইস ব্লু কালারের একটা জামা পরা হবে।

মন্তব্য

সাংস্কৃতিক দলসহ রুনা লায়লাকে পাকিস্তানে আমন্ত্রণ শেহবাজ শরিফের

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
সাংস্কৃতিক দলসহ রুনা লায়লাকে পাকিস্তানে আমন্ত্রণ শেহবাজ শরিফের
রুনা লায়লা ও শেহবাজ শরিফ

বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আজ সোমবার (৩১ মার্চ) ড. ইউনূসের সঙ্গে ফোনে শুভেচ্ছা জানান তিনি। বিষয়টি জানিয়েছেন শেহবাজ শরিফ নিজেই। সেই সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো জানান, বাংলাদেশের বর্ষীয়ান সংগীতশিল্পী রুনা লায়লাকেও পাকিস্তানে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

আরো পড়ুন
কুম্ভমেলায় ভাইরাল সেই মোনালিসাকে সিনেমায় নেওয়া পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

কুম্ভমেলায় ভাইরাল সেই মোনালিসাকে সিনেমায় নেওয়া পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

 

ড. ইউনূসের সঙ্গে ফোনালাপ ও শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী। এ সময় পাকিস্তানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে একটি মনোরম কথোপকথন হয়েছে জানিয়ে ওই পোস্টে শেহবাজ শরিফ বলেন, আমরা ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি। পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক আরো জোরদার করার জন্য আমাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।

 

আরো পড়ুন
বিয়ের পর প্রথম ঈদ, কি করবেন জানালেন মেহজাবীন-রাজীব

বিয়ের পর প্রথম ঈদ, কি করবেন জানালেন মেহজাবীন-রাজীব

 

২২ এপ্রিল একটি বাণিজ্য প্রতিনিধিদলের সাথে উপ-প্রধানমন্ত্রী/পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন জানিয়ে পাকিস্থানের প্রধানমন্ত্রী বলেন, ডক্টর ইউনূসকে তার সুবিধামত পাকিস্তান সফরের জন্য আমার আন্তরিক আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেছি এবং কিংবদন্তি মিসেস রুনা লায়লাকে নিয়ে বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছি। পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল দেখাচ্ছে, ইনশাআল্লাহ।

মন্তব্য

কুম্ভমেলায় ভাইরাল সেই মোনালিসাকে সিনেমায় নেওয়া পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
কুম্ভমেলায় ভাইরাল সেই মোনালিসাকে সিনেমায় নেওয়া পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
মোনালিসা ও সনোজ মিশ্র

ভারতে মহাকুম্ভের স্নানে মোনালিসা ভোঁসলের রূপে মুগ্ধ হয়েছিল সবাই। একজন সাদামাটা তরুনীর নীল চোখে মুগ্ধ হয়েছিল ইন্টারনেট। তুমুল ভাইরাল সেই মোনালিসাকে বলিউডে নিয়ে আসতে চেয়েছিলেন পরিচালক সনোজ মিশ্র। মোনালিসাকে সিনেমার প্রস্তাবও দিয়েছিলেন তিনি।

তবে সোমবার ধর্ষণের গুরুতর অভিযোগে গ্রেপ্তার হন সেই পরিচালক।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দিল্লি হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন সনোজ। যদিও তা খারিজ হয়ে যায়। অভিযোগ ওঠে এক তরুণীকে অভিনয়ের টোপ দিয়ে একাধিকবার ধর্ষণ করেন তিনি।

আরো পড়ুন
বিয়ের পর প্রথম ঈদ, কি করবেন জানালেন মেহজাবীন-রাজীব

বিয়ের পর প্রথম ঈদ, কি করবেন জানালেন মেহজাবীন-রাজীব

 

অভিযোগকারী তরুণীর দাবি, ২০২০ সালে টিকটকে তাঁর সঙ্গে আলাপ হয় সনোজের। সেই সময়ে তিনি ঝাঁসিতে থাকতেন। ২০২১ সালে ১৭ জুন এই পরিচালক তাঁকে ফোন করেন এবং ঝাঁসি স্টেশনে আসতে বলেন। তরুণী দাবি করেছেন, তিনি প্রথমে রাজি হননি।

কিন্তু সেই সময়ে পরিচালক তাঁকে আত্মহত্যা করবেন বলে ব্ল্যাকমেইল করেছিলেন। সেই ভয়ে তরুণী পরিচালকের সঙ্গে দেখা করেন বলে দাবি। তিনি আরও অভিযোগ করেছেন, এরপর তাঁকে অভিনয়ের সুযোগ দেওয়ার টোপ দিয়ে একাধিকবার ধর্ষণ করেন সনোজ। এমনকী, তাঁর আপত্তিকর ছবি এবং ভিডিও তুলে হুমকিও দিতে থাকেন রোজ। তরুণী এই বিষয়ে মুখ খুললে তা ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন পরিচালক।
 

আরো পড়ুন
তারকাদের ঈদ, কে কোথায় করবেন

তারকাদের ঈদ, কে কোথায় করবেন

 

মোনালিসাকে নিয়ে ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ নামের একটি সিনেমা তৈরির পরিকল্পনা করছিলেন সনোজ। কিন্তু এখন পরিচালকের গ্রেপ্তারিতে কোন দিকে মোড় নেবে ছবির ভবিষ্যৎ তা নিয়েই দ্বিধায় অনুরাগীরা। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি সেই ভাইরাল কন্যা মোনালিসা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ