ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘দাগি’ সিনেমা ঈদের ষষ্ঠ দিনেও দাপটের সঙ্গে ব্যবসা করছে। দর্শকরা উন্মুখ হয়ে হলে ফিরছে ছবিটি দেখার জন্য। গল্প, অভিনয় এবং নির্মাণশৈলীর ভূয়সী প্রশংসা পাচ্ছে পুরো টিম। তবে যারাই ছবিটি দেখেছেন তাদের রিভিউতে আলাদা করে স্পেশাল মেনশন পাচ্ছে ছবিটির ‘লিখন’ চরিত্রটি, যেটিতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।
অভিনেত্রীর ভাষ্য, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে বিষয়টি সেটি হলো, যারা সিনেমাটি দেখেছেন তারা এটিকে ওন করেছেন। এটা বুঝেছি তাদের রিভিউ দেখে। কারণ, কেউই স্পয়লার দেননি। কারণ, আমার চরিত্র বলেন বা অন্য কারো সেটি সম্পর্কে বিস্তারিত বলতে গেলে গল্পটাই রিভিল হয়ে যাবে।
অথচ দর্শকদের কেউই সেটা করেননি। এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে সুনেরাহ বিনতে কামাল বলেন, ‘এখানে আমার স্ক্রিনটাইম খুবই কম কিন্তু গল্পে চরিত্রটার ইমপেক্ট রয়েছে। শুরুর দিকে আমি কনফিউজড ছিলাম যে, চরিত্রটি করব কি না! তাছাড়া নিশো ভাইয়ের মতো সিনিয়র শিল্পী রয়েছেন, তার সঙ্গে পর্দায় আমাকে মানাবে কি না; এরকম কিছু বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম।
তিনি তো অনেক ভারী এক্টর, একজন নতুন হিসেবে আমি চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব কি না, এরকম অনেক বিষয় মনে কাজ করছিল। তখন তিনি সাপোর্ট দিয়েছেন। এরপর দর্শক হিসেবে যখন পর্দায় ছবিটি দেখলাম তখন সব শংকা কেটে গেছে, দেখলাম বেশ ভালো লেগেছে। দর্শকেরাও বেশ পছন্দ করেছেন।’

দর্শকের প্রতিক্রিয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘দর্শক যখনই পর্দায় আমাকে দেখছে তখনই হাসছে, প্রতিক্রিয়া দিচ্ছে।
আমার উপস্থিতি দর্শক মনে কতটা প্রভাব ফেলল, সেটা দেখার জন্য হলে গিয়েছিলাম। দেখলাম, খুব পজিটিভ। আমার উপস্থিতি দর্শকের মনে প্রভাব ফেলছে। মোটকথা চরিত্রটার ইমপেক্ট দর্শক বুঝতে পেরেছে। এটাই তো একজন শিল্পী হিসেবে সার্থকতা। যদি রেসপন্সের কথা বলি, এতটা বেশি পাবো কখনো ভাবিনি। যা ভেবেছি তার চেয়েও অনেক গুণ বেশি সাড়া পাচ্ছি। এটাই শিল্পী হিসেবে আমার অর্জন। এক কথায় যদি বলি, অসাধারণ, দুর্দান্ত সাড়া পাচ্ছি। এখন পর্যন্ত একটাও নেগেটিভ মন্তব্য পাইনি। না আমার চরিত্র নিয়ে কিংবা অন্য কেউ বা সিনেমা নিয়ে। পুরো সিনেমা নিয়ে একটাও নেগেটিভ মন্তব্য পাইনি।’

সুনেরাহ আরো বলেন, ‘সিনেমার গল্পটা এত ভালো ছিল এবং এখানে প্রত্যেকটা অভিনয়শিল্পী দারুণ অভিনয় করেছেন। গল্পটা শোনার পর আমি শুধু একজন শিল্পী হয়ে চরিত্রটা করতে চেয়েছি। এরকম একটা চরিত্র করার ইচ্ছে সবসময় ছিল। যার কারণে স্ক্রিনটাইম কম হলেও আমি সেটা করেছি। এটা না করতে পারলে হয়তো আফসোস থেকে যেত একটা সময়। একজন শিল্পী হিসেবে স্ক্রিনটাইমের চেয়ে চরিত্রটি গল্পে কিংবা দর্শক মনে কতটা প্রভাব ফেলল সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যা আমি লিখনের মাধ্যমে পেয়েছি।’
প্রসঙ্গত, শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমাতে সুনেরাহ বিনতে কামাল ছাড়া আরো অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, শহিদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, প্রীতি আলভি প্রমুখ।