বরগুনার বেতাগী উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে টানা তিন ধরে অনশন করছেন এক তরুণী (১৯)। উপজেলার ৫ নম্বর বুড়ামজুমদার ইউনিয়নের গেরামর্দ্দন গ্রামে প্রেমিক ইব্রাহিমের (২৪) বাড়িতে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, মৃত আলতাফ ফরাজির ছেলে ইব্রাহিমের সঙ্গে ওই তরুণীর চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন ইব্রাহিম এবং বিভিন্ন স্থানে নিয়ে যান তাকে।
ঈদের দ্বিতীয় দিন বিয়ের প্রতিশ্রুতি দিয়েও তা এড়িয়ে যান ইব্রাহিম। পরে সাবিনা তার প্রেমিক ইব্রাহিমের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন।
এ খবর পেয়ে ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তারা মেয়েটিকে পরামর্শ দেন, ছেলে উপস্থিত না হওয়া পর্যন্ত স্থানীয় চৌকিদারের বাড়িতে থাকার।
কিন্তু ইব্রাহিমের পরিবার বিয়েতে অসম্মতি জানালে ওই তরুণী সরাসরি প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠেন এবং সেখানেই রাতযাপন করেন।
বুড়ামজুমদার ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, বিষয়টি মীমাংসার চেষ্টা চালানো হচ্ছে। ছেলে ইব্রাহিম আত্মগোপনে থাকায় বিষয়টি জটিলতা বেড়ে গেছে।
ইব্রাহিমের পরিবারের পক্ষ থেকে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ তৃতীয় দিনেও সাবিনা ওই বাড়িতে অবস্থান করছেন এবং খাবার না খেয়ে অনশন করছেন । তবে এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
আরো পড়ুন
বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, থানায় মামলা
এ বিষয়ে ওই তরুণী গণমাধ্যমকর্মীদের জানান, বিয়ে না হওয়া পর্যন্ত প্রেমিক ইব্রাহিমের বাড়িতে না খেয়ে অবস্থান করবেন তিনি।