কাজের খোঁজ কিভাবে: নামিদামি পোশাক ব্র্যান্ড, ফ্যাশন হাউস, বুটিক হাউস, প্রসাধনীর শোরুম, জুতার শোরুম, মোবাইল ব্র্যান্ডের শোরুম, ইলেকট্রনিক পণ্যের শোরুম বা দোকানসহ নানা ধরনের প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজের সুযোগ রয়েছে রমজান মাস ও ঈদ ঘিরে। প্রতিষ্ঠানগুলো ঢাকাসহ বিভাগীয় শহর ও জেলা পর্যায়ের তাদের শোরুমে বিক্রয়কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। এ ছাড়া ফেসবুক পেজ, তাদের নিজস্ব ওয়েবসাইট বা অনলাইনে চাকরি খোঁজার সাইট বিডিজবসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ ছাড়া সংবাদপত্রে বিজ্ঞপ্তির মাধ্যমেও কর্মী নিয়োগ দেয় অনেক প্রতিষ্ঠান।
ঈদে শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির সুযোগ
- সামনেই রমজান ও ঈদ। ফ্যাশন হাউসসহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের পণ্য সবচেয়ে বেশি বিক্রি হয় ঈদ মৌসুমে। ক্রেতাদের চাপ বেশি থাকায় এই সময়ে তারা শোরুমে অতিরিক্ত বিক্রয়কর্মী নিয়োগ দেয়। বেতনের সঙ্গে ওভারটাইম ও বোনাস দেয় বড় প্রতিষ্ঠানগুলো। নিয়োগে অগ্রাধিকার পান এইচএসসি পাস ও স্মার্ট তরুণ-তরুণীরা। এরই মধ্যে শুরু হয়েছে নিয়োগের কার্যক্রম, চলবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মাহমুদ

সুযোগ-সুবিধা যেমন: বেশ কিছু প্রতিষ্ঠানের আউটলেট ম্যানেজারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীর দক্ষতা ও দৈনিক কাজের ঘণ্টা অনুযায়ী বেতন-ভাতা নির্ধারণ করে। সাধারণত একজন খণ্ডকালীন নতুন কর্মীর এক মাসের বেতন ধরা হয় প্রতিষ্ঠানভেদে ১০ থেকে ১৫ হাজার টাকা। পুরনো ও অভিজ্ঞ কর্মীর বেতন হতে পারে ১৫ থেকে ২০ হাজার টাকা বা তারও বেশি। ৪০ দিনের প্যাকেজে নতুন কর্মীদের বেতন ১২ থেকে ১৬ হাজার এবং অভিজ্ঞদের বেতন ১৬ থেকে ২৫ হাজার বা তারও বেশি হতে পারে।
কাজ কী: সাধারণত শোরুমে সেলসম্যান, শোরুম বিক্রয়কর্মী, সেলস অ্যাসোসিয়েট, সিনিয়র সেলস অ্যাসোসিয়েট, সেলস এক্সিকিউটিভ ইত্যাদি পদে নিয়োগ দেওয়া হয়। প্রতিষ্ঠানভেদে পদের নাম হেরফের হলেও কাজ বা দায়িত্ব মূলত একই। অঞ্জন’স-এর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের আউটলেট ম্যানেজার ইয়াসিন মুছা জানান, একজন খণ্ডকালীন কর্মীকে পোশাক বা পণ্য বিক্রির কাজই সবচেয়ে বেশি করতে হয়। ক্রেতাকে পোশাক বা পণ্যের গুণাগুণ জানানো, মান ও দাম সম্পর্কে ধারণা দেওয়া, কোন পণ্য কোন দিকে আছে যে বিষয়ে সহায়তা করা, বিক্রি করা পণ্যের বিল পরিশোধে সহায়তা করা, পোশাক বা পণ্য ঘুছিয়ে রাখাসহ আউটলেট ম্যানেজারের নির্দেশনামতে অন্যান্য কাজ করতে হয়।
কাদের জন্য সুযোগ: এইচএসসি পাস, সৎ, উদ্যমী, পরিশ্রমী, স্মার্ট ও গুছিয়ে কথা বলতে পারে—এমন তরুণ-তরুণীদেরই নিয়োগ দেয় প্রতিষ্ঠানগুলো।
আবেদন যেভাবে: শোরুম বা আউটলেটগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি নোটিশ সাঁটানোর পাশাপাশি সিভি বক্স রাখা হয়। বিজ্ঞপ্তিতেই উল্লেখ থাকে কিভাবে আবেদন করতে হবে। সাধারণত পাসপোর্ট সাইজ ছবিসহ প্রার্থীদের সিভি জমা দিতে হয়। ই-মেইলেও সিভি ও ছবি পাঠানোর সুযোগ থাকে।
কর্মী বাছাইয়ে কী দেখা হয়: ক্যাটস আইয়ের সেলস সুপারভাইজার মো. মুস্তাফিজ জানান, শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কর্মী বাছাইয়ে দেখা হয় শোরুমে কর্মীর দাঁড়িয়ে কাজ করার ধৈর্য ও মানসিকতা আছে কি না। আচার-ব্যবহার, শুদ্ধ উচ্চারণ, সততা ও চাপে কাজ করার মানসিকতা—এগুলোও দেখা হয়। আগে কাজ করেছেন এমন কর্মীদের অগ্রাধিকার থাকে, নতুনরাও সুযোগ পান।
কর্মঘণ্টা: প্রতিষ্ঠানভেদে এক মাস. ৪০ দিন বা ৪৫ দিনের জন্য নিয়োগ দেওয়া হতে পারে। বিক্রয়কর্মীদের সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কাজ করতে হতে পারে। ঈদের কয়েক দিন আগে থেকে কর্মঘণ্টা বেড়ে যায়। এই সময়টাতে বিপণিবিতানগুলো মধ্যরাত পর্যন্ত খোলা থাকে।
কাজের আগে প্রশিক্ষণ: নতুন কর্মী নিয়োগের পর দুই থেকে সাত দিনের প্রশিক্ষণ দেয় অনেক প্রতিষ্ঠান। প্রশিক্ষণে বিক্রয়পদ্ধতি, আচার-ব্যবহার, ক্রেতার মনোযোগ আর্কষণসহ নানা বিষয় শেখানো হয়। দক্ষতা দেখাতে পারলে অনেক প্রতিষ্ঠান এক মাস বা ৪৫ দিনের কাজ শেষে নিয়মিত কর্মী হিসেবে কাজেরও প্রস্তাব দিতে পারে। দায়িত্ব শেষে অভিজ্ঞতার সনদও নিতে পারবেন কর্মীরা।
একনজরে:
যোগ্যতা এইচএসসি পাস বা স্নাতকের ছাত্র-ছাত্রী
ধৈর্যশীল, পরিশ্রমী ও স্মার্ট তরুণ-তরুণীদের অগ্রাধিকার
নিয়োগ ৩০ থেকে ৪৫ দিনের জন্য
নতুনদের বেতন মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা
বিক্রয় কমিশন ও ভাতা দেয় অনেক প্রতিষ্ঠান
নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের ফেসবুক পেজ, জব পোর্টাল ও শোরুমে
দায়িত্ব সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত
সম্পর্কিত খবর

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় ১৩৫ পদে নিয়োগ, আবেদন করুন দ্রুত
অনলাইন ডেস্ক

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসে (এমইএস) একাধিক পদে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল সোমবার। এই প্রতিষ্ঠানে ৯ ক্যাটাগরির পদে ১৪ থেকে ২০তম গ্রেডে ১৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: উচ্চমান সহকারী (ইউডিএ)
পদসংখ্যা: ৮
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)
পদের নাম: ড্রাফটসম্যান ক্লাস–সি
পদসংখ্যা: ৮
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। ড্রাফটসম্যানশিপে অন্যূন ছয় মাসের কোর্স সম্পন্ন হতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৪০
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
পদের নাম: স্টোরম্যান
পদসংখ্যা: ২১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। এমএস ওয়ার্ড বা সমকার্যপোযোগী সফটওয়্যারে দক্ষতাসহ কম্পিউটার পরিচালনায় অন্যূন এক বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
পদের নাম: এমটি ড্রাইভার
পদসংখ্যা: ১৯
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হালকা মোটরযান চালনার বৈধ লাইসেন্সসহ পেশাগত কাজে তিন বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
পদের নাম: ফটোকপি অপারেটর
পদসংখ্যা: ৩
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। ফটোকপি মেশিন চালনার অভিজ্ঞতা। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৭
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ১৬
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী
পদসংখ্যা: ২
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়স
আবেদনকারীর বয়স ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন দাখিল–সংক্রান্ত কোনো সমস্যা হলে vas.query@teletalk.com.bd ঠিকানায় ই–মেইলে যোগাযোগ করা যাবে।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ৬ থেকে ৯ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ১৭ মার্চ ২০২৫।

ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরি
- অনলাইনে আবেদন চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত
অনলাইন ডেস্ক

ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল জনবল নিয়োগ দেবে। বেসরকারি ব্যবস্থাপনায় শুধু চোখের জন্য বিশেষায়িত হাসপাতালটি সে জন্য শনিবার (১৫ মার্চ) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এদিন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম : ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল
পদের নাম : ইঞ্জিনিয়ার
বিভাগ : ইলেকট্রিক্যাল
পদসংখ্যা : একটি
শিক্ষাগত যোগ্যতা : ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা
অভিজ্ঞতা : কমপক্ষে পাঁচ বছর
চাকরির ধরন : পূর্ণকালীন
কর্মক্ষেত্র : অফিস
বয়সসীমা : সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: ঢাকা
যোগদানকালীন বেতন : ৩৫ হাজার টাকা
চাকরি নিশ্চয়ন-পরবর্তী বেতন : ৪০ হাজার টাকা
অন্যান্য সুবিধা : দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বার্ষিক ছুটি নগদীকরণ, অসুস্থতার ছুটি নগদীকরণ, বৈশাখী ভাতা, চিকিৎসা ভাতা, জীবন বীমা, বিনা মূল্যে প্যাথলজি ও মাইক্রোবায়োলজি পরীক্ষা, ছয় মাসের পূর্ণ বেতনের মাতৃত্বকালীন ছুটি ও হাসপাতালের নীতিমালা অনুসারে অন্যান্য আরো সুযোগ-সুবিধা।
আবেদনপ্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ১০ এপ্রিল ২০২৫
সূত্র : বিডিজবস ডটকম

পরিসংখ্যান ব্যুরোতে বড় নিয়োগ, পদসংখ্যা ৫১২
অনলাইন ডেস্ক

বড় নিয়োগ দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সম্প্রতি ২০টি পদে ৫১২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ।
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
পদসংখ্যা : ২০টি
লোকবল নিয়োগ : ৫১২ জন
পদের নাম : সিনিয়র নকশাবিদ
পদসংখ্যা : ০৪টি
বেতন : ১১৩০০-২৯,০০০ টাকা (গ্রেড-১২)
শিক্ষাগত যোগ্যতা : ভূগোল বা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি
পদের নাম : পরিসংখ্যান সহকারী
পদসংখ্যা : ৮৫টি
বেতন : গ্রেড-১৩ (১১০০০-২৬৫৯০)
শিক্ষাগত যোগ্যতা : পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিতসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি
পদের নাম : ইনুমারেটর
পদসংখ্যা : ০৪টি
বেতন : গ্রেড-১৩ (১১০০০-২৬৫৯০)
শিক্ষাগত যোগ্যতা : পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিতসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি
পদের নাম : জুনিয়র পরিসংখ্যান সহকারী
পদসংখ্যা : ২৬৬টি
বেতন : গ্রেড-১৩ (১১০০০-২৬৫৯০)
শিক্ষাগত যোগ্যতা : পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিতসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি
পদের নাম : এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিসটেন্ট
পদসংখ্যা : ১১টি
বেতন : গ্রেড-১৩ (১১০০০-২৬৫৯০)
শিক্ষাগত যোগ্যতা : পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিতসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি
পদের নাম : কম্পিউটার অপারেটর
পদসংখ্যা : ১০টি
বেতন : গ্রেড-১৩ (১১০০০-২৬৫৯০)
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি
পদের নাম : নকশাবিদ
পদসংখ্যা : ০৩টি
বেতন : গ্রেড-১৩ (১১০০০-২৬৫৯০)
শিক্ষাগত যোগ্যতা : ভূগোল বা ভূগোল ও পরিবেশবিজ্ঞানসহ অন্যান দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি
পদের নাম : হিসাবরক্ষক
পদসংখ্যা : ০১টি
বেতন : গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০)
শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি
পদের নাম : উচ্চমান সহকারী
পদসংখ্যা : ০৮টি
বেতন : গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০)
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি
পদের নাম : ক্যাশিয়ার
পদসংখ্যা : ০২টি
বেতন : গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০)
শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি
পদের নাম : সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা : ০৯টি
বেতন : গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০)
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম : জুনিয়র নকশাবিদ
পদসংখ্যা : ০৯টি
বেতন : গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০)
শিক্ষাগত যোগ্যতা : ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ
পদের নাম : কম্পোজিটর
পদসংখ্যা : ০৪টি
বেতন : গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০)
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি
পদের নাম : স্টোর কিপার
পদসংখ্যা : ০১টি
বেতন : গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০)
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমানের ডিগ্রি
পদের নাম : ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা : ৪২টি
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম : ডুয়েল ডাটা অপারেটর
পদসংখ্যা : ১২টি
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম : কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা : ১০টি
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা : ২৩টি
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম : বুক বাইন্ডার
পদসংখ্যা : ০৩টি
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম : গাড়িচালক
পদসংখ্যা : ০৫টি
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা বা ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে।
বয়সসীমা : ০১-০৩-২০২৫ তারিখে আবেদনকারীর সর্বনিম্ন ও সর্বোচ্চ বয়স হবে ১৮ হতে ৩২ বছর এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি : টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ (ভ্যাটসহ) সর্বমোট ১৬৮ টাকা, ০২ থেকে ২০ন পদের জন্য সার্ভিস চার্জসহ (ভ্যাটসহ) ১১২ টাকা। তবে সব গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীরা সার্ভিস চার্জসহ (ভ্যাটসহ) ৫৬ টাকা জমা দেবেন।

২০১৩ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগে আইনি নোটিশ
অনলাইন প্রতিবেদক

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ২০১৩ সালে মেডিক্যাল টেকনোলজিস্ট পদে জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়োগের জন্য আইনি নোটিশ প্রদান করা হয়েছে। নিয়োগপ্রত্যাশী বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিএসএমটিএ) সভাপতি মো. শফিকুল ইসলামসহ চাকরিপ্রত্যাশীদের পক্ষে এই নোটিশ প্রদান করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম।
নোটিশে তিনি উল্লেখ করেন, ২০১৩ সালের জানুয়ারি মাসে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক মেডিক্যাল টেকনোলজিস্টদের ৪২০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়। কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাসকৃতরা সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে নিয়োগ বিজ্ঞপ্তির বিরুদ্ধে রিট মামলা করলে নিয়োগপ্রক্রিয়াটি স্থগিত হয়ে যায়।
উল্লিখিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২টি পদে ে(ফার্মাসিস্ট/উপ.সহ. কমি. মে অফিসার) নিয়োগ সম্পন্ন হলেও মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়োগ সম্পন্ন করা হয়নি। অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় ২০১৯ সালে মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের নির্দেশনা দিলেও সে নির্দেশনা প্রতিপালিত হয়নি। আইনি নোটিশে অবিলম্বে মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়োগ প্রদানের জন্য জনপ্রশাসনসচিব, স্বাস্থ্যসচিব, অর্থসচিব, মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তরকে গত মঙ্গলবার আইনি নোটিশ প্রদান করা হয়েছে।