<p>আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় হরহামেশায় থাকে মিষ্টি খাবার। আর মিষ্টি খাবার মানেই চিনি। এই চিনিকেই মূলত বলা হচ্ছে সাদা বিষ। এদিকে আরো দুটি খাবার ভাত ও রুটি তো একেবারে অপরিহার্য। এই দুটিকেও সাদা বিষ হিসেবে ধরা হয়। কিন্তু এই তিন সাদা বিষমুক্ত থাকতে এর বিকল্প খুঁজে বের করতে হবে।</p> <p>হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ- এই রোগগুলোকে সাধারণভাবে বলা হয় লাইফস্টাইল ডিজিজ। বর্তমানে দেশে ৭৩ শতাংশ মৃত্যুর কারণ এই অসংক্রামক রোগ। গত তিন দশকে এসব রোগ হুহু করে বাড়ার অন্যতম কারণ হলো রিফাইনড ফুড। চিনি, সাদা চাল ও ময়দা- ক্ষতিকর প্রভাবের কারণে এই তিনটি রিফাইনড ফুডকে বলা হচ্ছে হোয়াইট পয়জন তথা সাদা বিষ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডায়াবেটিসের সঙ্গে মুখের স্বাস্থ্যেরও সম্পর্ক আছে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/06/1725643407-5016f37d697325f78bf0cb90fb835026.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডায়াবেটিসের সঙ্গে মুখের স্বাস্থ্যেরও সম্পর্ক আছে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/feature/doctor-asen/2024/09/07/1422829" target="_blank"> </a></div> </div> <p><strong>চিনি কেন বিষ?</strong></p> <p>চিনি উৎপন্ন হয় আখ বা ইক্ষু গাছ থেকে। আখের রস নিঃসন্দেহে পুষ্টিকর। কিন্তু যখন তা ফুড ইন্ডাস্ট্রিতে রিফাইনড হয়, তখন ভালো উপাদানের অনেকটাই হারিয়ে যায়। যার মধ্যে আছে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট। থাকে শুধু কার্বোহাইড্রেট, গ্লুকোজ ও ফ্রুকটোজ।</p> <p>আখ যখন চিবিয়ে বা রস করে খাওয়া হয় তখন এতে থাকা ফাইবার বা আঁশ চিনির গ্লুকোজে পরিণত হয়ে রক্তে মেশার প্রক্রিয়াকে প্রভাবিত ও দীর্ঘায়িত করে। কিন্তু যখন সরাসরি চিনি খাওয়া হয় তখন প্রক্রিয়াটা দ্রুততর হয়ে রক্তে গ্লুকোজের পরিমাণ চটজলদি বাড়িয়ে দেয়। এ জন্য এটা ক্ষতিকর বিষের মতোই।</p> <p><strong>চিনির কিছু ক্ষতিকর দিক</strong></p> <p>১। বাড়তি ওজন ও মেদস্থূলতার কারক</p> <p>শরীরে যখন অতিরিক্ত গ্লুকোজ প্রবেশ করে, লিভার একে প্রথমে গ্লাইকোজেন এবং পরবর্তীতে ফ্যাট হিসেবে জমা করতে থাকে। ফলে ওজন বৃদ্ধি পায়। একটা পর্যায়ে লিভারে জমা হওয়া এই অতিরিক্ত ফ্যাট ফ্যাটি লিভার ডিজিজের সূত্রপাত ঘটায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে যে মসলা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/05/1725548657-613888c830eb39f304d6973ef82be7dc.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে যে মসলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/09/05/1422462" target="_blank"> </a></div> </div> <p>২। টাইপ টু ডায়াবেটিস</p> <p>একবার ফ্যাটি লিভার ডিজিজ হয়ে গেলে তা শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স ও টাইপ টু ডায়াবেটিস তৈরি করে। অর্থাৎ আলটিমেট টাইপ টু ডায়াবেটিসের মূল কারণ চিনি।</p> <p>৩। বার্ধক্যকে তরান্বিত করে</p> <p>চিনি সেলুলার এইজকে বাড়িয়ে দেয়। ফলে নিয়মিত বেশি বেশি চিনি খেলে অল্প বয়সেই আপনাকে বয়স্ক দেখাবে।</p> <p>৪। ইমিউন সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে</p> <p>আমাদের ইমিউন সিস্টেম রোগজীবাণু প্রতিহত করে আমাদের সুস্থ রাখে। চিনি এই ইমিউন সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে রোগগ্রস্ত হওয়ার দ্বার উন্মোচিত করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখবে যেসব খাবার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/10/1725966920-7c5461447dc26bbba3eb9b2d89078d24.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখবে যেসব খাবার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/09/10/1424053" target="_blank"> </a></div> </div> <p>৫। চিনি ক্যান্সার কোষের একমাত্র খাবার</p> <p>কারো শরীরে যদি ক্যান্সার কোষ তৈরি হয় তবে তা দ্রুত ছড়িয়ে পড়তে পারে, যদি তিনি চিনি খান।</p> <p><strong>চিনি মাদকের মতোই আসক্তিকর!</strong></p> <p>প্রতিদিন একটা নির্দিষ্টি সময়ে কোক, চিনিযুক্ত চা বা চিনিসমৃদ্ধ অন্য খাবার খান তাহলে দেখবেন দিনের ঠিক ওই সময়টাতে শরীরে অস্থিরভাব হচ্ছে। মনে হবে কী যেন খাওয়া হয়নি। যখনই আবার জিনিসটি খাচ্ছেন, ছটফটানি কমে যাচ্ছে। এর কারণ হলো মাদকের মতো চিনিও আসক্তিকর।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কোলেস্টেরল কমাতে করতে পারেন যে পাঁচ ব্যায়াম" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/07/16/1721122284-3caafd2279423a698fd48187619ab430.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কোলেস্টেরল কমাতে করতে পারেন যে পাঁচ ব্যায়াম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/07/16/1407060" target="_blank"> </a></div> </div> <p>অসংখ্য গবেষণায় চিনির আসক্তিকর দিকটি উন্মোচিত হয়েছে। আসক্তির দিক থেকে চিনিকে তুলনা করা হয়েছে কোকেনের সঙ্গে। তাই চিনি বাদ দিয়ে এর পরিবর্তে খেতে পারেন গুড়, মধু, খেজুর। </p> <p><strong>বাকি দুই সাদা বিষ- সাদা চাল ও সাদা ময়দা</strong></p> <p>চালের খোসার নিচে থাকা লাল আবরণ পুষ্টিগুণে ভরপুর। আর চালের ওপরের ভাগে থাকে উপকারী শর্করা। চালকে সাদা আর চিকন করতে লাল আবরণসহ চালের ওপরের অংশ ছেঁটে ফেলা হয়। রয়ে যায় যে অংশ তা মূলত ক্ষতিকর শর্করা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কোলেস্টেরল সমস্যায় যা করণীয়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/14/1726287971-cecea13aef22b83a291e52e9a4b9bafe.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কোলেস্টেরল সমস্যায় যা করণীয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/prescription/2024/09/14/1425316" target="_blank"> </a></div> </div> <p>একই ব্যাপার ঘটে সাদা আটা ও ময়দার ক্ষেত্রেও। গমের তিনটি স্তর। বাইরের স্তর হচ্ছে ব্রান, যাতে থাকে প্রোটিন, ফাইবার, ভিটামিন বি, আয়রন, কপার, জিংক, ম্যাগনেশিয়াম, ফাইটোকেমিক্যাল ও অ্যান্টিঅক্সিডেন্ট। রিফাইনিংয়ের মাধ্যমে এই ব্রানটাকে ফেলে দেওয়া হয়।</p> <p>আপনি যখন আস্ত গমের লাল আটার রুটি বা লাল চালের ভাত খান তখন শরীর সব পুষ্টি পায়। কিন্তু রিফাইনিং ইন্ডাস্ট্রিতে গিয়ে লাল চাল যখন সাদা চাল আর গম যখন সাদা আটা বা ময়দায় পরিণত হয় তখন হারায় ভিটামিন, মিনারেল, প্রোটিন, ফাইবার। রয়ে যাওয়া ক্ষতিকর শর্করা ওজন বৃদ্ধিসহ অনেক রোগ, যেমন- ফ্যাটি লিভার ডিজিজ, স্থূলতা, ইনসুলিন রেজিস্ট্যান্স, টাইপ টু ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণ হয়।</p> <p><strong>যেভাবে পরিহার করবেন</strong></p> <p>প্রতিকার হলো খাবারগুলো পুরোপুরি বর্জন করতে হবে। একটু নির্দয় শোনালেও হোয়াইট পয়জন থেকে বাঁচতে এর বিকল্প নেই। তবে কিছু বিকল্প খাবার খুঁজে নিলে হোয়াইট পয়জন বর্জন করাটা আপনার জন্য সহজ হবে। মিষ্টিস্বাদের জন্য মন ছটফট করলে মিষ্টি ফল খান। একদিকে চিনি বর্জন হবে, অন্যদিকে মিলবে ফলের পুষ্টি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফলের রস নাকি ফল, কোনটি ভালো?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/11/1726046412-14cd6e7284f82f7ee50b8711f5816c9d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফলের রস নাকি ফল, কোনটি ভালো?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/09/11/1424369" target="_blank"> </a></div> </div> <p>লাল চাল ও লাল আটা একটু খুঁজলে আপনার আশপাশেই পেয়ে যাবেন। সাদা চাল ও সাদা আটা বা ময়দার বিকল্প হিসেবে এগুলোই বেঁছে নিন। দাম হয়তো একটু বেশি; তবে এই বাড়তি খরচ থেকে আখেরে উপকার হবে আপনারই।</p>