<p>এক সপ্তাহ পর আসে প্রত্যাশিত ছুটির দিন। কঠোর পরিশ্রমের পর এই দিনটিকে মুক্তির দিন হিসেবেও ভাবেন অনেকে। কোনো দুশ্চিন্তা ছাড়াই সময় কাটাতে পারেন এই দিনটিতে। আবার ঘুমের জন্যও আদর্শ সময় হচ্ছে এই দিন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ছুটির দিনে কি মানুষ আসলেই বেশি ঘুমায়?</p> <p>ঘুম আমাদের শরীর ও মনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অতিরিক্ত ঘুম কি আমাদের জন্য উপকারী নাকি ক্ষতিকর? চলুন, বিস্তারিত জানি এই প্রতিবেদনে।</p> <p><strong>ঘুমের গুরুত্ব</strong></p> <p>ঘুম আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। ঘুমের মাধ্যমে আমাদের শরীর নিজেকে পুনর্গঠন করে, মস্তিষ্ক বিশ্রাম নেয় এবং মনোদৈহিক স্বাস্থ্যের উন্নতি ঘটে। সাধারণত একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য প্রতি রাতে ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম আদর্শ। তবে ছুটির দিনে যখন ঘুমের সময় বাড়ানো যায়, তখন এটি শরীরকে বিশ্রাম দেওয়ার এক অসাধারণ সুযোগ।</p> <p><strong>ছুটির দিনে বেশি ঘুমানোর উপকারিতা</strong></p> <p><strong>শরীরের পুনর্গঠন: </strong>এক সপ্তাহের দুশ্চিন্তা, কাজের চাপ ও টেনশনের পর একদিন বেশি ঘুমালে শরীর পুনরায় শক্তি লাভ করতে পারে। ঘুমের মাধ্যমে মাংসপেশী, হরমোনের ভারসাম্য ও স্নায়ুতন্ত্রও বিশ্রাম পায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শীতের দিনে পোষা প্রাণীর যত্ন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/02/1735816069-9214f46bf66dd01dfa6748121ca8426b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শীতের দিনে পোষা প্রাণীর যত্ন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2025/01/02/1464128" target="_blank"> </a></div> </div> <p><strong>মানসিক শান্তি:</strong> পর্যাপ্ত ঘুমে মস্তিষ্ক নিজেকে পুনরায় কার্যক্ষম করতে পারে, ফলে মানসিক চাপ, উদ্বেগ ও ক্লান্তি কমে যায়। এটি একটি তাজা অনুভূতির সৃষ্টি করে, যা সারা দিন চলতে সহায়তা করে।</p> <p><strong>শারীরিক সুস্থতা:</strong> বিশ্রাম নিতে পারলে রক্তচাপ ও হৃৎপিণ্ডের স্বাস্থ্যও ভালো থাকে। দীর্ঘ সময় ঘুমানোর মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং বিভিন্ন শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।</p> <p><strong>অতিরিক্ত ঘুমের ক্ষতি</strong></p> <p>যদিও ঘুম আমাদের জন্য অপরিহার্য, কিন্তু অতিরিক্ত ঘুম আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ হতে পারে। বেশিরভাগ গবেষণা বলেছে, ৯ ঘণ্টার বেশি ঘুমানোও শরীরের জন্য বিরূপ প্রভাব ফেলতে পারে। এর ফলে যে সমস্যাগুলো হতে পারে সেগুলো হচ্ছে-</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঘুমের অভাবে স্বাস্থ্যহানি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/01/07/1704631518-7ebef1f290289cc5cb26104a84fc866f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঘুমের অভাবে স্বাস্থ্যহানি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/prescription/2024/01/07/1352888" target="_blank"> </a></div> </div> <p><strong>আলস্য ও অবসাদ:</strong> অতিরিক্ত ঘুম শরীরকে একরকম অলস করে তোলে। এটি আমাদের পুরো দিনের কাজে মনোযোগ হারিয়ে ফেলতে পারে, বিশেষ করে যখন আমরা দিনের প্রথম ভাগে বেশি সময় ঘুমিয়ে কাটাই।</p> <p><strong>হৃদরোগের ঝুঁকি:</strong> কিছু গবেষণায় দেখা গেছে, ৯ ঘণ্টার বেশি ঘুমানো হৃৎপিণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এছাড়া, ঘুমের ব্যাঘাত বা অস্বাভাবিক দীর্ঘ সময় ঘুমানো ডায়াবেটিস ও স্থূলতার মতো সমস্যার সৃষ্টি করতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে কফি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/10/04/1728060574-6c9554b0e65cc6e33c6ebecc1a91b321.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে কফি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/feature/doctor-asen/2024/10/05/1431839" target="_blank"> </a></div> </div> <p><strong>মেজাজের পরিবর্তন:</strong> অতিরিক্ত ঘুমের কারণে শরীরে অতিরিক্ত সেরোটোনিন নিঃসৃত হতে পারে, যা মেজাজে পরিবর্তন ঘটাতে পারে। আপনি হয়তো আরো ঘুমানোর পরে অস্থির বা অবসন্ন অনুভব করতে পারেন।</p> <p>ছুটির দিনগুলোতে বেশি ঘুমানো অস্বাভাবিক কিছু নয়, তবে এটি অবশ্যই পরিমিত হওয়া উচিত। শরীরকে বিশ্রাম দেওয়ার জন্য সময় থাকা জরুরি, কিন্তু অতিরিক্ত ঘুমের ফলে আপনার পরবর্তী দিনের কর্মক্ষমতা কমে যেতে পারে। সুতরাং, ছুটির দিনে ঘুমানোর পরিকল্পনা করলে সেটি যেন স্বাস্থ্যের প্রতি যত্নশীল ও পরিমিত হয়, যাতে আপনি সতেজ ও শক্তিশালী হয়ে উঠতে পারেন। জীবনের এই ছোট্ট ছুটির দিনগুলোতে নিজেকে প্রাকৃতিকভাবে পুনর্জীবিত করা আমাদের সুস্থতা নিশ্চিত করার অন্যতম উপায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঘুমের মধ্যে ভয় পেলে যা করণীয়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/06/04/1717504926-81f4053d0ebaf98d70100f026f2b2772.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঘুমের মধ্যে ভয় পেলে যা করণীয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Islamic-lifestylie/2024/06/04/1394412" target="_blank"> </a></div> </div> <p>সূত্র : জীবনস্টাইল</p>