<p>নানা কাজে আমরা প্রতিদিন ঘর থেকে বের হই। এ সময় আল্লাহর কাছে নিজের ও ঘরের নিরাপত্তার জন্য দোয়া করা সুন্নত। রাসুল (সা.) আমাদেরকে দোয়াটি শিখিয়েছেন। তা হলো- </p> <p style=\"text-align:center\"><span style=\"font-size:22px\"><span style=\"color:#0000FF\"><strong>بِسْمِ اللَّهِ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، وَلَاَ حَوْلَ وَلَا قُوَّةَ إِلاَّ بِاللَّهِ</strong></span></span></p> <p>উচ্চারণ : বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ওয়া লা হাওলা ওয়া লা কুওওয়াতা ইল্লা বিল্লাহ।</p> <p>অর্থ : ‘আল্লাহর নামে শুরু করছি। আমি আল্লাহর ওপর ভরসা করি। এবং আল্লাহ ছাড়া আর কারো শক্তি ও সামর্থ্য নেই।’</p> <p>হাদিস : আনাস (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) বলেছেন, ‘কেউ ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটি পড়লে তাকে বলা হয়, যথেষ্ট হয়েছে এবং তুমি সুরক্ষিত হয়েছ। এরপর তার কাছ থেকে শয়তান দূরে সরে যায়।’ (আবু দাউদ, হাদিস নম্বর : ৫০৯৫; তিরমিজি, হাদিস : ৩৪২৬)</p> <p><br /> আরেক হাদিসে এসেছে, রাসুল (সা.) ঘর থেকে বের হওয়ার সময় নিম্নের দোয়াটি পড়তেন। </p> <p style=\"text-align:center\"><span style=\"font-size:22px\"><strong><span style=\"color:#0000CD\">اللّٰـهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ، أَوْ أُضَلَّ، أَوْ أَزِلَّ، أَوْ أُزَلَّ، أَوْ أَظْلِمَ، أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ، أَوْ يُجْهَلَ عَلَيَّ</span></strong></span></p> <p>উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা আন আদিল্লা, আও উদাল্লা, আও আজিল্লা, আও উজাল্লা, আও আজলিমা, আও উজলামা, আও আজহালা, আও ইয়ুজহালা আলাইয়্যা।</p> <p>অর্থ : ‘হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই যেন আমি অন্যকে পথভ্রষ্ট না করি অথবা অন্যের মাধ্যমে পথভ্রষ্ট না হই। যেন আমি অন্যের পদস্খলন না করি অথবা অন্যের মাধ্যমে আমার পদস্খলন না হয়। আমি যেন কারো ওপর জুলুম না করি অথবা আমার ওপর কেউ যেন জুলম না করে। আমি যেন মূর্খের মতো আচরণ না করি অথবা আমার সঙ্গেও মূর্খের মতো আরচণ করা না হয়।’ </p> <p>হাদিস : উম্মে সালামা (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) যখনই আমার ঘর থেকে বের হতেন তখন তিনি আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি পড়তেন। (আবু দাউদ, হাদিস নম্বর : ৫০৯৪; তিরমিজি, হাদিস : ৩৪২৭) </p>