দেশে গণতান্ত্রিক ধারা চালু হলে কিছু লোকের দম বন্ধ হয়ে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমাদের দেশের কিছু লোক থাকে, যাদের কোনো কিছুই ভালো লাগে না। আমরা অর্থনৈতিকভাবে যত দূরই আগাই, কিছু লোক সব সময় এটাকে ভিন্ন চোখে দেখে, এটা তাদের অভ্যাস। এরা আসলে কখনো গণতান্ত্রিক ধারাটা চায় না।
অগ্নিসন্ত্রাস, খুন, নির্যাতন সহ্য করে আমরা এগিয়ে যেতে সক্ষম হয়েছি
- আ. লীগের বৈঠকে শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক

গতকাল শুক্রবার বিকেলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা।
টানা তিন মেয়াদে সরকার পরিচালনায় নেতৃত্ব দেওয়া শেখ হাসিনা বলেন, ‘আমাদের চলার পথ কিন্তু খুব সহজ ছিল না। প্রতি পদে পদে বাধা, অগ্নিসন্ত্রাস, খুন, নির্যাতন অনেক কিছু সহ্য করতে হয়েছে। তার পরও আমরা কিন্তু এগিয়ে যেতে সক্ষম হয়েছি।
বন্যা হচ্ছে, কোথায় কী ঘটছে, খবর নিচ্ছি : প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের সক্ষমতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘এখন বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, কোথাও নদীভাঙন হতে পারে বা পাহাড়ে ধস নামতে পারে।
শেখ হাসিনা বলেন, ‘আমরা কিন্তু অবহেলা করে রাষ্ট্র পরিচালনা করি না। আমরা মানুষের সুখ-দুঃখের সাথি হয়ে, মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানো, মানুষের কল্যাণে ও উন্নয়নে কাজ করা—এই নীতি নিয়ে আমরা কাজ করি বলেই আজকে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তবে আমাদের দলের নেতাকর্মীদেরও সব সময় সক্রিয় থাকতে হবে।’
দেশকে কোথায় নিয়ে যাব সে পরিকল্পনাও আছে : পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সময় থেকে কয়েক বছর বিদেশে থাকা শেখ হাসিনা বলেন, ‘একাশি সালে বাংলাদেশে এসে বহু আন্দোলন-সংগ্রাম করার পর আমরা সরকার গঠন করেছি। দেশটাকে এগিয়ে নিতে পেরেছি। এর পেছনে মূল শক্তিটাই ছিল দেশের জনগণ, তাদের সমর্থন। আর অবশ্যই মহান আল্লাহর রহমত ছিল।’ তিনি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে সরকারে এলে কী করব, কোথায় যাব, সেগুলোর সব কিছু মোটামুটি একটা পরিকল্পনা আমাদের তৈরি করা ছিল বলেই সরকারে আসার পর আমরা কাজগুলো করতে পেরেছি; যার কারণে দেশটা এত দূরে আনতে পেরেছি। আগামী দিনে দেশকে আমরা কোথায় নিয়ে যাব সে পরিকল্পনাও আমাদের আছে।’
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যদের ‘থিংকট্যাংক’ আখ্যা দিয়ে শেখ হাসিনা বলেন, ‘ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও সংগঠনকে আরো শক্তিশালী করতে উপদেষ্টাদের আরো সক্রিয় হওয়ার অনুরোধ করছি। আপনাদের সবাইকে সক্রিয় হতে হবে। বিভিন্ন উপকমিটি করা আছে। আপনারা মিটিং, সেমিনার করছেন। সেটা অব্যাহত রাখেন।’
শেখ হাসিনার বক্তব্যের পর রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকে সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।
সম্পর্কিত খবর

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আশঙ্কা
অনলাইন ডেস্ক

দেশের চার অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার ভোর সাড়ে ৫ থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

আজ ঢাকা আসছেন ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক

তিন দিনের সফরে আজ বুধবার যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন। তাদের সঙ্গে যোগ দিতে পারেন মায়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতও।
কূটনৈতিক সূত্রে জানা যায়, গত জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রে ক্ষমতায় বসেন ট্রাম্প। তার প্রশাসনের প্রথম প্রতিনিধিদলের এই সফরে বাংলাদেশে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মায়ানমারের পরিস্থিতিসহ ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওয়াশিংটনে নিয়োজিত বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার প্রথমে ঢাকায় পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। পরে আরেকটি ফ্লাইটে আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। বাংলাদেশে অ্যান্ড্রু হেরাপের সফরসঙ্গী হিসেবে মায়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের যোগ দেওয়ার কথা রয়েছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সফরের প্রথম দিনের শুরুতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।
আগামীকাল বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী।

একনজরে আজকের কালের কণ্ঠ (১৬ এপ্রিল)
অনলাইন ডেস্ক


হঠাৎ রাজনীতির মাঠে গরম হাওয়া
গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের...

তিন এমপির মদদে ‘ফকির’ ধনী
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্য শামীম ওসমান, সেলিম ওসমান ও নজরুল ইসলাম বাবুর পৃষ্ঠপোষকতায়...

শুল্কযুদ্ধে অর্থনৈতিক মন্দার ঝুঁকি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বাণিজ্যযুদ্ধ শুরু করেছেন তা বিশ্বব্যাপী মন্দার সূত্রপাত ঘটাচ্ছে বলে...

শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে দেশ
দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রতী, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল...

তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র
তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রতিকূল পরিস্থিতির মধ্যে দৃঢ়তা ও বিচক্ষণতার সঙ্গে বিএনপিকে আগলে...

মেঘনার চেয়ারম্যান-পরিচালকের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ
মেঘনা গ্রুপ ও বেসরকারি টিভি চ্যানেল একাত্তর টেলিভিশনের চেয়ারম্যান মোস্তফা কামাল ও পরিচালক তানভির আহমেদ...

বেসরকারি বিনিয়োগই ‘ফ্যাক্টর’
বিদেশি নামকরা বিনিয়োগকারীদের নিয়ে দেশে একটি হাই প্রোফাইল বিনিয়োগ সম্মেলনের পরপরই আবার চড়ল গ্যাসের দাম। তা-ও...

প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জামায়াত আমিরের
প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি...

ট্রাম্পের শুল্কনীতি বাতিল চেয়ে মার্কিন আদালতে মামলা
ট্রাম্পের নতুন শুল্কনীতি বাতিল চেয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা করেছে যুক্তরাষ্ট্রের...

শেখ হাসিনা-জয়সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৮...

এশিয়ায় বিনিয়োগের নতুন সম্ভাবনা বাংলাদেশের স্বাস্থ্য খাত
বাংলাদেশে স্বাস্থ্য খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনা নিয়ে সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে সিলভানা...

পর্যটন ও পণ্য পরিবহনে নতুন দ্বার উন্মোচন কার্নিভাল ক্রুজের
দ্বীপজেলা ভোলার পর্যটন ও পণ্য পরিবহনে নতুন দ্বার উন্মোচন করেছে ডে-নাইট ফেরিযুক্ত লঞ্চ সার্ভিস এমভি কার্নিভাল...

অসম প্রতিযোগিতায় পড়বে নতুন বিনিয়োগ
অর্থনীতির মন্থরগতি, ব্যাংকঋণের সুদের চড়া হার, উচ্চ মূল্যস্ফীতি ও রাজনৈতিক অনিশ্চয়তাএসবের মধ্যে গ্যাসের নতুন...

প্রশাসন ক্যাডারের কাছে পাত্তা পাচ্ছেন না অন্য কর্মকর্তারা
গত ২০ মার্চ সরকারের ১৯৬ জন কর্মকর্তা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে বিসিএস ২৪তম ব্যাচের প্রশাসন...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ২০০ কোটি ডলার অনুদান স্থগিত করলেন ট্রাম্প
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক কোটি ডলারের ফেডারেল তহবিল আটকে দেওয়ার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প...

‘অসৎ হলে পুঁজিবাজার সব টাকা খেয়ে ফেলবে’
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেছেন, পুঁজিবাজারে সততাই টিকে থাকার...

বুনো ফুলে বেগুনিগলা মৌটুসি
এপ্রিল মাস। গ্রীষ্মের তপ্ত রোদ। বনের মধ্যে ছায়া আছে, যে কারণে হাঁটতে কিছুটা সুবিধা হচ্ছে। যদিও সেদিন রাঙামাটির...

সোনালী ব্যাংকের নতুন ডিএমডি নূরুন নবী
সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. নূরুন নবী। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের...

সাবেক মন্ত্রী তাজুলের স্ত্রীর ৯২৩ বিঘা জমি জব্দের আদেশ
সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রী ফৌজিয়া ইসলামের নামে বান্দরবানে থাকা ৯২৩ বিঘা জমি জব্দের আদেশ...

তালা ভেঙে ছয় হলে প্রবেশ, ভিসির পদত্যাগে এক দফা
দুই দিন খোলা আকাশের নিচে রাত কাটানোর পর গতকাল মঙ্গলবার দুপুরে তালা ভেঙে ছাত্রদের ছয়টি আবাসিক হলে প্রবেশ করেছেন...

পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন আজ
প্রায় ১৫ বছর পর আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক (এফওসি) করবে। আজ বুধবার...

হঠাৎ পেঁয়াজের দামে বড় লাফ
দেশে পেঁয়াজের ভরা মৌসুম চলছে। তার পরও হঠাৎ এক লাফে পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। সামনে দাম...

বিএনপির দুই গ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়া
চট্টগ্রামের মিরসরাই পৌর সদরে গত সোমবার বৈশাখের আনন্দ শোভাযাত্রায় বিএনপির দুই গ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়া ও...

অখ্যাত ইনসানে ফাইনালে কিংস
ক্রীড়া প্রতিবেদক : এই মৌসুমে স্ট্রাইকার নিয়ে যথেষ্ট ভুগেছেন ভ্যালেরিও তিতে। নতুন আসা আর্জেন্টাইন স্ট্রাইকার...

হ্যাটট্রিক জয়ে শীর্ষে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক : স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট কাটার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন বাংলাদেশের মেয়েরা।...

বার্নাব্যুতে জাদুকরী রাতের প্রত্যাশায় রিয়াল
কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়ুস জুনিয়ররা কী পারবেন ঘুরে দাঁড়ানোর নতুন কোনো মহাকাব্য লিখতে? কাজটা এভারেস্ট চূড়া জয়ের...

আগস্টে আসবে ভারত
ক্রীড়া প্রতিবেদক : আইসিসির ভবিষ্যৎ সূচি পরিকল্পনার অংশ হিসেবে আগামী আগস্টে ভারতীয় দলের বাংলাদেশ সফর চূড়ান্ত...

মুস্তাফিজের অপেক্ষায় মোহামেডান
ক্রীড়া প্রতিবেদেক : বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) এখনো মাঠে নামেননি বাঁহাতি পেসার...

ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে হামাস
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে ইসরায়েল। হামাসের কাছে এই প্রস্তাব উপস্থাপন করেছেন মধ্যস্থতাকারী মিসর ও...

হাসপাতালে চিকিৎসাধীন শিশুকে আনন্দ দেওয়ার চেষ্টা

ডেসটিনির রফিকুল আমীনের নতুন দল আসছে
ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামীকাল...

কবি ও সাংবাদিক সৌমিত্র দেব আর নেই
কবি ও সাংবাদিক সৌমিত্র দেব (৫৫) আর নেই। গতকাল মঙ্গলবার সকালে অসুস্থ বোধ করলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি...

সাবেক সচিবের ছেলে মোরসালিনের ৫৪ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. খাইরুল ইসলামের ছেলে মোরসালিন ইসলাম সৌরদীপের ইউনিয়ন ব্যাংক পিএলসির একটি...

মেঘনা আলমের গ্রেপ্তারে বেআইনি কিছু হয়নি
অভিনেত্রী, মডেল ও মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মেঘনা আলমের বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হয়েছে, বেআইনি...

লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ
লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর...

বসুন্ধরা সিটি শপিং মলে চলছে বৈশাখী মেলা
ঐতিহ্যবাহী ঢাকঢোলের সমন্বয়ে গত সোমবার পহেলা বৈশাখের বিকেলে ফ্ল্যাশ মব আয়োজন করা হয় ঢাকার বসুন্ধরা সিটি শপিং...

শহীদ মুগ্ধ স্মরণে পানি বিতরণ
বাংলা নববর্ষ উপলক্ষে শহীদ মুগ্ধ স্মরণে কুমিল্লায় তৃষ্ণার্ত মানুষকে পানি বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র...

বৃষ্টির স্পর্শে সজীবতা ফিরেছে চা-বাগানে
সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাতে সজীবতা ফিরে পেয়েছে চা-বাগানগুলো। দীর্ঘদিন খরার কবলে পড়েছিল চা-শিল্প। বৃষ্টি না...

বাংলাদেশ সশস্ত্র বাহিনী আমাদের অহংকার
দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী আমাদের গর্ব ও ঐক্যের প্রতীক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তাদের আত্মত্যাগের ঋণ আমরা...

নির্বাচনের রোডম্যাপ দিলেও সংকট সহজে কাটবে না
বাংলাদেশের রাজনীতিতে অনিশ্চয়তার মেঘ লেগেই আছে। পুরনো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনও কোনোভাবেই চোখে পড়ছে না।...

ইসলামপূর্ব আরবের ব্যবসা-বাণিজ্য
যেকোনো দেশের সম্পদ ও ঐশ্বর্য নির্ভর করে দুটি বিষয়ের ওপরবাণিজ্য ও কৃষি। যেসব দেশের মাটি উর্বর তারা বিভিন্ন ধরনের...

দেনমোহর পরিশোধে মুদ্রাস্ফীতি প্রসঙ্গ
বিবাহের অবিচ্ছেদ্য একটি অংশ মোহর। বরের পক্ষ থেকে কনেকে বিবাহের সময় যে অর্থ বা সম্পদ প্রদান করা হয় বা পরে প্রদান...

অহেতুক অনুমান ক্ষতিকর
মানুষকে অহেতুক সন্দেহ করা, সব কিছুতে ঝামেলা খোঁজা এবং মানুষকে দোষারোপ করা নিন্দনীয় কাজ। এতে সমাজে বিশৃঙ্খলা...

যুদ্ধাক্রান্ত গাজায় নারীদের দুর্বিষহ জীবন
যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দ্বিতীয় দফা গাজায় সর্বাত্মক আক্রমণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে আবারও জোরপূর্বক...

দ্য লাস্ট অব আস—সিজন ২
১৩ এপ্রিল এইচবিওতে মুক্তি পেয়েছে আলোচিত সিরিজ দ্য লাস্ট অব আস-এর দ্বিতীয় মৌসুম। নটি ডগের একই নামের ভিডিও গেম...

এক-এগারোর নীলনকশা
- ♦ তারেক রহমানের বিরুদ্ধে প্রথম আলো-ডেইলি স্টারের ষড়যন্ত্র ♦ দুর্নীতির অসত্য গল্প ♦ ২১ আগস্টের কল্পকাহিনি
বিশেষ প্রতিনিধি

তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রতিকূল পরিস্থিতির মধ্যে দৃঢ়তা ও বিচক্ষণতার সঙ্গে বিএনপিকে আগলে রেখেছেন। ১৭ বছর তিনি শুধু বিএনপিকে আগলেই রাখেননি, দলটি শক্তিশালী করেছেন। বাংলাদেশের রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি এবং চিন্তা-চেতনার বিকাশ ঘটাচ্ছেন প্রতিনিয়ত।
উল্লেখ্য, ২০০৭ সালে প্রথম আলো-ডেইলি স্টার গোষ্ঠীর বিরাজনীতিকরণের ষড়যন্ত্রের ফসল হিসেবে এক-এগারো আসে। একটি অনির্বাচিত সরকার ক্ষমতা দখল করে। তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদ এবং ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে এ অনির্বাচিত সরকার প্রথম আলো-ডেইলি স্টার গোষ্ঠীর প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশে রাজনীতিবিদদের চরিত্রহনন শুরু করে। আর এ চরিত্রহননের খেলায় মুখপাত্র ছিল প্রথম আলো ও ডেইলি স্টার। এ সময় প্রথম আলো, ডেইলি স্টারের ফর্মুলা অনুযায়ী শুরু হয় ‘মাইনাস ফর্মুলা’।
শুধু তাই নয়, মতিউর রহমান এ মন্তব্য প্রতিবেদনে তারেক রহমানকে একজন ‘দুর্নীতির বরপুত্র’ হিসেবে অভিহিত করেছিলেন এবং দ্রুত তারেক রহমানকে আইনের আওতায় এনে তাঁর বিচার দাবি করেন। কিন্তু পরবর্তীতে অনুসন্ধানে দেখা যায়, এ রকম কোনো হলফনামায় তারেক রহমান স্বাক্ষর করেননি। এটি ছিল তৎকালীন ডিজিএফআইয়ের এক বানোয়াট চিঠি। তৎকালীন অনির্বাচিত সরকার তারেক রহমানকে নির্যাতন করেও কোনো দুর্নীতির হদিস পায়নি। এ কারণেই তারেক রহমানের স্বাক্ষর জাল করে এ ভুয়া হলফনামা তৈরি করেন তৎকালীন সামরিক গোয়েন্দা সংস্থার লোকজন। এ হলফনামাটির লেখক মতিউর রহমান। অথচ প্রথম আলো সে রকম একটি আজগুবি বানোয়াট হলফনামার ভিত্তিতে দেশের রাজনীতির তরুণদের কণ্ঠস্বর তারেক রহমানকে দুর্নীতিবাজ এবং তাঁকে বিচারের আওতায় আনার দাবি করেছিল। পরে যখন প্রমাণ হয় হলফনামাটি ভুয়া, তখনো মতিউর ক্ষমা চাননি, দুঃখ প্রকাশও করেননি।
এরপর ভারতীয় অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য তারেক রহমানের জঙ্গি কানেকশন আবিষ্কারের চেষ্টা করে। এটি করতে চেয়ে মাইনাস ফর্মুলার জনক এ পত্রিকা দুটি ২১ আগস্টের গ্রেনেড হামলা এবং ১০ ট্রাক অস্ত্রের ঘটনার সঙ্গে মনগড়া গল্প রচনা করে। সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিএনপির সঙ্গে ২১ আগস্টের গ্রেনেড হামলার সম্পৃক্ততা ‘কল্পকাহিনি’ হিসেবে নাকচ করে দিয়েছে। দেশের সর্বোচ্চ আদালত ২১ আগস্ট গ্রেনেড মামলার সব আসামিকে খালাস করে দেন। অথচ প্রথম আলো ২১ আগস্টের ঘটনায় তারেক রহমানের সম্পৃক্ততা প্রমাণে একের পর এক সাংবাদিকতার রীতিনীতিবিরুদ্ধ অসত্য-বানোয়াট রিপোর্ট প্রকাশ করে। ২১ আগস্টের ঘটনায় প্রথম আলোর কল্পিত আবিষ্কার মুফতি হান্নান। শুধু তাই নয়, ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায়ও প্রথম আলো জঙ্গিবাদ আবিষ্কার করেছিল। এ জঙ্গিবাদের ঘটনা নিয়ে বিভিন্নভাবে নানা রকম নাটক সাজানোর চেষ্টা করেছিল প্রথম আলো গোষ্ঠী। শুধু তাই নয়, সারা দেশে জঙ্গিবাদ আবিষ্কারের জন্য প্রথম আলোর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল সব স্থানীয় প্রতিনিধিকে। সে নির্দেশনার অংশ হিসেবে ২০০৭ সালের ৩০ জানুয়ারি প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো, যে প্রতিবেদনের মধ্যে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে ‘জঙ্গি সংগঠন’ হিসেবে পত্রিকাটি ঘোষণা করে। এ প্রতিবেদনের শিরোনাম ছিল ‘জঙ্গিবাদের মদদদাতা বিএনপির ৮ মন্ত্রী-সাংসদ’। বিএনপির আট মন্ত্রী-সংসদ সদস্যকে সরাসরি জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট করেছিল প্রথম আলো। যাদের মধ্যে প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক। এ ছাড়া সে এলাকার জনপ্রিয় এমপি এবং সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাদিম মোস্তফা এবং বাংলা ভাইয়ের এলাকার এমপি আবু হেনাকেও তারা জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিহিত করেছিল। তাদের ছবিসহ সংবাদ প্রথম পৃষ্ঠায় শীর্ষ সংবাদ হিসেবে প্রকাশ করে। এটি কত বড় ধরনের অপসাংবাদিকতা তা চিন্তা করলেও গা শিউরে ওঠে। সরাসরি একটি রাজনৈতিক দলের আটজন গুরুত্বপূর্ণ নেতা ও সংসদ সদস্যকে কোনোরকম তথ্যপ্রমাণ ছাড়া জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট করাটা একটি ভয়ংকর অপরাধ বটে। কিন্তু এ রকম ঘৃণ্য দেশবিরোধী অপরাধ করেও প্রথম আলো-ডেইলি স্টার গোষ্ঠী এখনো ধরাছোঁয়ার বাইরে। বিএনপির শাসনামলে প্রথম আলো একের পর এক জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন কাল্পনিক মনগড়া বানোয়াট সংবাদ পরিবেশন করে।
মুফতি হান্নানের বক্তব্য ‘আমি চার জোটের সমর্থক’ এ মাধ্যমে পুরো চারদলীয় জোটকেই প্রথম আলো জঙ্গি হিসেবে প্রমাণের চেষ্টা করেছিল। পরবর্তী সময়ে এটি প্রমাণিত হয়, মুফতি হান্নানের বক্তব্য ছিল অসত্য। এটা প্রথম আলোর আরেকটি মিথ্যাচার।
কিন্তু প্রশ্ন হচ্ছে, বিএনপিকে জঙ্গি রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করে প্রথম আলো কী পেয়েছে? এর ফলে তারা বাংলাদেশকেই একটি ‘জঙ্গিরাষ্ট্র’ হিসেবে প্রমাণের চেষ্টা করেছে। যেটি আওয়ামী লীগ বিশ্বব্যাপী প্রচার করে অবৈধভাবে ক্ষমতা দখল করার সুযোগ পেয়েছে। মূলত আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখতেই প্রথম আলো-ডেইলি স্টার জঙ্গি নাটকে এত আগ্রহী ছিল। আওয়ামী লীগ ও ভারতীয় অ্যাজেন্ডা বাস্তবায়নেই এসব করে প্রথম আলো ও ডেইলি স্টার।
অনুসন্ধানে দেখা যায়, জঙ্গিসংশ্লিষ্টতা, দুর্নীতির কল্পিত অভিযোগ এনে তারেক রহমানকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার যে পরিকল্পনা তৈরি হয়েছিল তা তৈরি করেছিলেন মতিউর রহমান এবং মাহফুজ আনাম। সে পরিকল্পনার অংশ হিসেবেই তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে নানানরকম দুর্নীতির গালভরা মিথ্যাচার প্রথম আলো, ডেইলি স্টার লাগাতার প্রকাশ করেছিল। বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি-অনিয়মের তথাকথিত অভিযোগ এনে জিয়া পরিবারকে কলুষিত করা, কলঙ্কিত করার জন্য একটি নোংরা খেলায় মেতেছিল প্রথম আলো, ডেইলি স্টার। বিএনপিকে জঙ্গি প্রমাণে এ দুটি পত্রিকা তারেক রহমান এবং বেগম জিয়ার বিরুদ্ধে যেসব ভিত্তিহীন মিথ্যাচার করেছে তার বিচার এখন সময়ের দাবি।