<p>বাগেরহাটের  শরণখোলার আকাশে আজ বৃহস্পতিবার রাতে হঠাৎ এক আজব আলোকরষ্মির দেখা মেলে। রাত পৌনে ৭টার দিকে উত্তর দিক থেকে ময়ূরের পেখমের মতো ক্ষিপ্র গতিতে দক্ষিণ দিকে  ধাবিত হয় আলো। প্রায় ৫ মিনিট স্থায়ী হয় এই আলোর ছটা। </p> <p>এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এই আজব আলোর ছুটে চলার দৃশ্য দেখেছেন শরণখোলাসহ পার্শ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার মানুষও। কেউ বলছেন ধুমকেত, কেউ বলছেন বিশালাকৃতির উল্কাপিণ্ড। আবার কারো কারো ধারণা মহাকাশে উৎক্ষেপণকৃত স্যাটেলাইটের কোনো খণ্ডিত অংশ হতে পারে এটি।</p>