<p>সকালে জামিনে গাজীপুরের কারাগার থেকে বেরিয়েই দ্রুত ঢাকার উদ্দেশে রওনা হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খাদিজাতুল কুবরা। অংশ নেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারের পরীক্ষায়। বেলা ১টার দিকে পরীক্ষা শেষে কারাজীবন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন খাদিজা।</p> <p>আজ সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবনে খাদিজা বলেন, ‘আমার জীবন থেকে একটা অংশ হারিয়ে গেছে। দীর্ঘ ১৫ মাস পর আজকে কারামুক্ত হয়ে কিছু বলার মত মানসিক শক্তি আমার নেই। এখনো বুঝতে পারছি না, আমি বন্দিদশায় নাকি মুক্ত।’</p> <p>সকাল ১০ টায় পরীক্ষার সময়সূচী থাকলেও প্রায় এক ঘন্টা পর পরীক্ষার হলে ঢোকেন খাদিজা। কারাভোগের কারণে দুই সেমিস্টার গ্যাপ গেছে তাঁর। সকাল ৯ টার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পান।</p> <p>খাদিজার বোন সিরাজুম মুনিরা বলেন, ‘খুব সকালে আমরা কারাগারে আসি। এরপর সকাল ৯টার দিকে কারা কর্তৃপক্ষ খাদিজাকে মুক্তি দেয়। আজ খাদিজার সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকায় সরাসরি বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসি।’</p> <p>খাদিজার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। গত বৃহস্পতিবার এ আদেশ দেওয়া হয়। জামিনের আদেশ গতকাল রোববার সন্ধ্যার দিকে কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। </p> <p>খাদিজার বিরুদ্ধে ২০২০ সালের ১১ ও ১৯ অক্টোবর কলাবাগান ও নিউমার্কেট থানা পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। অভিযোগপত্র দেওয়ার পর ২০২২ সালের ২৭ আগস্ট তাঁকে গ্রেপ্তার করা হয়। ইতোমধ্যে দুই সেমিস্টারের পরীক্ষা দিতে পারেননি খাদিজা। গত ১৬ ফেব্রুয়ারি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে দুই মামলায় হাইকোর্ট তাঁর স্থায়ী জামিন মঞ্জুর করেন।</p> <p>আরো পড়ুন : <a href="https://www.kalerkantho.com/online/country-news/2023/11/20/1337953"><strong><span style="background-color:#ecf0f1;">কারামুক্ত হলেন জবির ছাত্রী খাদিজা</span></strong></a></p>