<p>বঙ্গভবনে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে। নতুন মন্ত্রীদের আপ্যায়নে সেখানে নানা খাবারের আয়োজন রাখা হয়েছে।</p> <p>নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। এ উপলক্ষে এক হাজারেরও বেশি অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বঙ্গভবনে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।</p> <p>রাষ্ট্রপতি কার্যালয়ের খাবারের তালিকা থেকে জানা যায়, বরাবরের মতো এবারও আনা হয়েছে বৈচিত্র্য।</p> <p>রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন জানান, মাংস ও সবজিজাতীয় খাবারে প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ফলেরও ব্যবস্থা করা হয়েছে।</p> <p><span style="color:#c0392b;"><span style="font-size:22px;"><strong>আরো পড়ুন: </strong></span></span></p> <div style="background:#eeeeee;border:1px solid #cccccc;padding:5px 10px;"> <ul> <li> <h2><a href="https://www.kalerkantho.com/online/national/2024/01/11/1353924" target="_blank"><span style="font-size:22px;"><strong>৩৭ জনের মন্ত্রিসভার ১৯ জনই নতুন মুখ, আজ শপথ</strong></span></a></h2> </li> <li> <h2><a href="https://www.kalerkantho.com/online/national/2024/01/11/1353899" target="_blank"><span style="font-size:22px;"><strong>ফের বিদ্যুৎ-জ্বালানিতে প্রতিমন্ত্রী থাকছেন নসরুল হামিদ</strong></span></a></h2> </li> <li> <h2><a href="https://www.kalerkantho.com/online/national/2024/01/10/1353775" target="_blank"><span style="font-size:22px;"><strong>মন্ত্রিসভায় নতুন যাঁরা ঠাঁই পেলেন</strong></span></a></h2> </li> <li> <h2><a href="https://www.kalerkantho.com/online/national/2024/01/10/1353772" target="_blank"><span style="font-size:22px;"><strong>নতুন মন্ত্রিসভায় মন্ত্রী হচ্ছেন ২৫ জন, প্রতিমন্ত্রী ১১ জন</strong></span></a></h2> </li> <li> <h2><a href="https://www.kalerkantho.com/online/national/2024/01/10/1353768" target="_blank"><span style="font-size:22px;"><strong>নতুন মন্ত্রিসভায় শপথ নিতে ফোন পেয়েছেন যাঁরা</strong></span></a></h2> </li> <li> <h2><a href="https://www.kalerkantho.com/online/national/2024/01/10/1353724" target="_blank"><span style="font-size:22px;"><strong>মন্ত্রীদের জন্য ক্যামরি, প্রতিমন্ত্রীদের ল্যান্সার গাড়ি প্রস্তুত</strong></span></a></h2> </li> </ul> </div> <p>খাবার হিসেবে দেওয়া হবে মাটন শিক কাবাব, চিকেন শাশলিক, ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। এ ছাড়া বয়েল্ড ভেজিটেবলসের সঙ্গে দেওয়া হবে মাশরুম, পনির সমুচা ও স্পাই।</p> <p>জয়নাল আবেদীন আরো জানান, মিষ্টিমুখ করানোরও আয়োজন রয়েছে। পরিবেশন করা হবে পাটিসাপটা পিঠার পাশাপাশি মিষ্টি-বাকলাভা। এ ছাড়া কমলা, আপেল, আঙুর দিয়ে সাজানো ফলের ঝুড়িও থাকবে আপ্যায়নে। বঙ্গভবনের সবুজ লনে সাজানো শামিয়ানার নিচে চা আর কফিতে শেষ সময়ের আড্ডা জমবে।</p>