<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">টানা চতুর্থ দিনের মতো গতকাল শনিবারও নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে বঙ্গভবন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা রোধে মূল ফটকে অবস্থান করছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন ইউনিটসহ সশস্ত্র বাহিনীর সদস্যরা। এ ছাড়া বিক্ষোভ দমনে রাখা হয়েছে বিভিন্ন সরঞ্জাম। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, নিরাপত্তা বেষ্টনী জোরদার করতে বঙ্গভবনের মূল ফটকের সামনে নতুন করে বসানো হয়েছে কাঁটাতারে মোড়ানো সিমেন্টের তৈরি ব্যারিকেড। এর পরই রয়েছে কাঁটাতারে ঘেরা লোহার ব্যারিকেড। এর ভেতরে সারিবদ্ধভাবে অবস্থান নিয়েছেন পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা। এ ছাড়া নিরাপত্তায় অবস্থান নিয়েছেন অস্ত্র সজ্জিত র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। ব্যারিকেডের ভেতরে একাধিক জলকামান, এপিসি ও রায়ট কার নিয়ে সতর্ক অবস্থানে থাকতেও দেখা গেছে তাঁদের।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নিরাপত্তায় অংশ নেওয়া সদস্যদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, প্রথম দুই দিন বিক্ষোভকারীরা ভেতরে প্রবেশের চেষ্টা করেছে। তাদের ফিরিয়ে দেওয়ার পর এখন পর্যন্ত আর কোনো বিক্ষোভকারী এখানে আসেনি। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ঢাকা মেট্রোপলিটনের মিডিয়া শাখার উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান কালের কণ্ঠকে জানান, বঙ্গভবনকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে বঙ্গভবনের নিরাপত্তা জোরদার করতে আশপাশের সড়কগুলোতে যান চলাচল সীমিত করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সদস্যদের উপস্থিতিও দেখা গেছে। তবে বঙ্গভবনসংলগ্ন সড়কটি এখনো যান চলাচলের জন্য উন্মুক্ত। যদিও নিরাপত্তা বেষ্টনীর কারণে সড়কে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। সরু এই সড়কে বেড়েছে যানজট।</span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>