<p>দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কারফিউ, জামায়াত-শিবির নিষিদ্ধ, চলমান বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনায় বসেছেন সাত মন্ত্রী ও চার সচিব। বৈঠকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধানরাও রয়েছেন।</p> <p>মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিকেল ৩টা ২০ মিনিটে এ বৈঠক শুরু হয়।</p> <p>বৈঠকের মাঝে জরুরি কাজে বের হয়ে যান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। এ সময় তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আরো এক ঘণ্টা এ আলোচনা চলতে পারে ৷ এরপর সব সিদ্ধান্ত আসবে। জামায়াত-শিবির নিষিদ্ধের বিষয়ে এখনো আলোচনা করা হয়নি।’</p> <p>প্রতিমন্ত্রী বলেন, ‘কোটা আন্দোলনের নামে জঙ্গিদের গণভবণ ও এয়ারপোর্টে অ্যাট্যাক করার পরিকল্পনা ছিল। কিভাবে তারা পরিকল্পনা করে জঙ্গি আক্রমণ করেছে ওভার অল এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে। আমরা সব বিষয় অ্যাসেস করছি। তারা গণভবন অ্যাট্যাক করার প্ল্যান করেছিল। এসব স্থাপনা অ্যাটাক করার কোনো কারণ ছিল না শিক্ষার্থীদের। এটা তৃতীয় কোনো পক্ষ করেছে। কারা করেছে কিভাবে করেছে সেটা নিয়েও অ্যাসেস করা হচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সহিংসতায় হতাহতের তদন্তে বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেবে সরকার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/07/30/1722334758-da9ca8088150e71ab2dc1ab576cb6d9d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সহিংসতায় হতাহতের তদন্তে বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেবে সরকার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/07/30/1410182" target="_blank"> </a></div> </div> <p>তিনি বলেন, তারা টেলিভিশন কেন অ্যাটাক করতে গেছে? মেট্রো রেলের সঙ্গে কী সম্পর্ক কোটার? তবু তারা কেন পুড়িয়েছে? তারা পুলিশ স্টেশন অ্যাট্যাক করেছে৷ এটার সঙ্গেও বা কী সম্পর্ক। তাদের এয়ারপোর্ট অ্যাটাক করার প্ল্যান ছিল। এই জিনিসগুলো অ্যাসেস করা হয়েছে৷  তাদের শক্তি কতটুকু ছিল আছে সেগুলো অ্যাসেস করা হচ্ছে। মূলত থার্মোমিটারের মতো কতটুকু গরম বা ঠাণ্ডা আছে সেটা এসেস করা হচ্ছে।</p> <p>প্রতিমন্ত্রী বলেন, তিনি জরুরি কাজে বের  হয়ে যাচ্ছেন‌। কাজ শেষ হলে আবার আসতে পারেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বুধবার থেকে স্বাভাবিক সূচিতে চলবে অফিস" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/07/30/1722330619-2819e292b44e171ab17f0cd0ccdf12c9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বুধবার থেকে স্বাভাবিক সূচিতে চলবে অফিস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/07/30/1410164" target="_blank"> </a></div> </div> <p>বৈঠকে শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আলোচনায় যোগ দিয়েছেন। এ ছাড়া বৈঠকে পররাষ্ট্রসচিব, বাণিজ্যসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও জননিরাপত্তা বিভাগের দুই সচিবও যোগ দিয়েছেন।</p> <p>এ ছাড়া পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং র‍্যাব, বিজিবি, আনসার প্রধানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এ আলোচনাসভায় উপস্থিত আছেন ৷</p>