<p style="text-align:justify">নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে সরকার শিগগিরই একটি সার্চ কমিটি গঠন করবে। রীতি অনুযায়ী, এ কমিটিতে ছয়জন সদস্য থাকবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্যে আজ শনিবার আরো কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসেন।</p> <p style="text-align:justify">এই দফায় গণফোরাম, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) আলোচনায় অংশ নেয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৩টায় এ সংলাপ শুরু হয়ে ৭টার দিকে শেষ হয়। এরপর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এ কথা জানান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/19/1729348268-a9dc3068923c3a591ee8d95aa3f6a121.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/19/1436848" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">মাহফুজ আলম বলেন, ‘সরকার তার দল নিরপেক্ষ অবস্থান থেকে নিরপেক্ষ ও যোগ্য ব্যাক্তিদের নিয়ে এই সার্চ কমিটি গঠন করবে। সার্চ কমিটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন কমিটি পুনর্গঠনের কাজ করবে। পুনর্গঠিত নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদসহ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতিমূলক যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে।’ এ সময় সরকারের শুরু করা সংস্কার কার্যক্রমও সমান্তরালভাবে চলমান থাকবে বলেও জানান বিশেষ সহকারী।</p> <p style="text-align:justify">প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের বিষয়ে জানাতে আযোজিত এ সংবাদ সম্মেলনে বিদ্যমান আইনে নির্বাচন কমিশন নিয়োগে সার্চ কমিটি করা হবে জানিয়ে মাহফুজ আলম বলেন, ‘‌সার্চ কমিটি গঠনের ক্ষেত্রে রাজনৈতিক কোনো চাপ বা হস্তক্ষেপ গ্রহণ করা হবে না।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সব ক্যাডারের সমন্বয়ে জনপ্রশাসন সংস্কার কমিটি পুনর্গঠনের দাবি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/19/1729349171-0ab70b556310e8d1efb792575430665f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সব ক্যাডারের সমন্বয়ে জনপ্রশাসন সংস্কার কমিটি পুনর্গঠনের দাবি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/19/1436852" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সংলাপের বিষয়ে মাহফুজ আলম বলেন, ‘নির্বাচন ও সংস্কার বিষয়েই বেশি কথা হয়েছে। এ ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, তিনটি নির্বাচন অবৈধ ঘোষণা, গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার এসব বিষয়ে আলোচনা করা হয়েছে।’</p> <p style="text-align:justify">আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার এককভাবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।’</p> <p style="text-align:justify">ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, ‘যারা জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত, তাদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে। যারা পালিয়েছেন, তারা কিভাবে গেলেন সে বিষয়েও অনুসন্ধান করা হচ্ছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রেমিকাকে হোটেলে নিয়ে ধর্ষণ, যুবক কারাগারে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/19/1729349446-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রেমিকাকে হোটেলে নিয়ে ধর্ষণ, যুবক কারাগারে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/19/1436854" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এ সময় তিনি জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে তিন দিন কোনো সরকার ছিল না। মূলত সেই সময়ই অনেকে পালিয়েছে।</p>