<p style="text-align:justify">নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে নাম চেয়েছে এ বিষয়ে গঠিত সার্চ কমিটি। রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনসমূহ ও কেউ ব্যক্তিগতভাবে আগামী ৭ নভেম্বর বিকেল ৫ টার মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে নাম দিতে পারবেন।</p> <p style="text-align:justify">আজ রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। </p> <p style="text-align:justify">এতে বলা হয়, ‘রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনসমূহ আগামী ৭ নভেম্বর বিকাল ৫ টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সুপারিশ করার জন্য অনধিক পাঁচ জনের নাম প্রস্তাব করতে পারবে। ব্যক্তিগত পর্যায়েও আগ্রহী ব্যক্তিবর্গ তাদের নিজের নাম প্রস্তাব করতে পারবেন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জাতীয় দলে ফিরলেন জিকো" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/03/1730647127-7f7cda7dd945cf5c2637619f9aebddf7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জাতীয় দলে ফিরলেন জিকো</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/03/1442353" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগদানের জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির নিকট সুপারিশ করার লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটি আগ্রহী ব্যক্তিবর্গের নাম আহ্বান করছে।</p> <p style="text-align:justify">পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ প্রস্তাবিত নাম সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে বা ই-মেইলযোগে (gfp_sec@cabinet.gov.bd)প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে। </p>