ঢাকা, মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
১১ চৈত্র ১৪৩১, ২৪ রমজান ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
১১ চৈত্র ১৪৩১, ২৪ রমজান ১৪৪৬

সৌদির একক ভিসায় সত্যায়ন ছাড়া ছাড়পত্র দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সৌদির একক ভিসায় সত্যায়ন ছাড়া ছাড়পত্র দেওয়ার দাবি

সৌদি আরবের একক ভিসায় দূতাবাসের সত্যায়ন ছাড়াই বহির্গমন ছাড়পত্র দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)। 

আজ বুধবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনের সড়কে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। এ সময় আরো ৯ দফা দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘জনশক্তি রপ্তানি ব্যবসা বাংলাদেশের প্রধান চালিকাশক্তি হিসেবে বিবেচিত।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় জোগান আসে এই খাত থেকে। অথচ এক খাতের জনশক্তি রপ্তানির বিষয়টাকে অন্য দেশ প্রতিদিন সহজ করলেও আমাদের মন্ত্রণালয়, বিএমইটি ও দূতাবাস সেটা কঠিন করছে।’

বক্তারা আরো বলেন, রিক্রুটিং এজেন্সিগুলোর সঙ্গে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও দূতাবাসের আচরণ অনেকটা অপরাধী ও বিচারকের মতো। যেখানে রিক্রুটিং এজেন্সিগুলোর আত্মরক্ষার কোনো ব্যবস্থা নেই।

তাই আমরা জনশক্তি পাঠানোকে সহজ ও সাবলীল করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি।’

মানববন্ধনে দাবি তুলে ধরে বায়রার সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়াজুল ইসলাম বলেন, ‘সত্যায়িত ডিমান্ডের নিয়োগ অনুমতি নিয়ে জটিলতা নিরসন করতে হবে। দূতাবাসের ডিমান্ড অ্যাটাশটেশন সহজীকরণ ও দ্রুততর করতে হবে। রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত না হওয়ার আগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে না এবং মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সিন্ডিকেট প্রথা বাতিল করতে হবে।

তিনি আরো বলেন, ‘মানবপাচার আইনের অপপ্রয়োগ বন্ধ করতে হবে। মিথ্যা অভিযোগকারী কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান চালু করতে হবে। বিমান টিকিটের সিন্ডিকেট ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও লেবার ফেয়ার চালু করতে হবে। সর্বশেষে বিএমইটি ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিমাতা সুলভ আচরণের প্রতিবিধান করতে হবে।’

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বায়রার সাবেক ভাইস প্রেসিডেন্ট নোমান চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাবেক যুগ্ম মহাসচিব মো. ফখরুল ইসলাম, সাবেক ইসি সদস্য শাহাদাত হোসেন ও সাবেক নির্বাহী সদস্য মোস্তফা মাহমুদ প্রমুখ।

মানববন্ধন শেষে বায়রার নেতারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

স্থানীয় সরকার বিভাগে নতুন সচিব নিয়োগ

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
শেয়ার
স্থানীয় সরকার বিভাগে নতুন সচিব নিয়োগ
সংগৃহীত ছবি

স্থানীয় সরকার বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী।

তাকে স্থানীয় সরকার বিভাগে বদলি করে সোমবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে, গত বছরের ৬ অক্টোবর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেন রেজাউল মাকছুদ জাহেদী। বিসিএস প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা ১৯৯৪ সালের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরিতে যোগ দেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সচিব হিসেবে যোগ দেওয়ার আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।

মন্তব্য

এবারের শোভাযাত্রা আরো বর্ণাঢ্য, কালারফুল ও ইনক্লুসিভ হবে : ফারুকী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
এবারের শোভাযাত্রা আরো বর্ণাঢ্য, কালারফুল ও ইনক্লুসিভ হবে : ফারুকী
ফাইল ছবি

আসন্ন পহেলা বৈশাখের শোভাযাত্রা আরো বর্ণাঢ্য, কালারফুল ও ইনক্লুসিভ হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আজ যে নববর্ষের শোভাযাত্রা আমরা দেখি, এটার শুরু যশোরের চারুপীঠে। শিল্পী শামীম ভাইয়ের হাতে। তখন এটার নাম ছিল ‘বর্ষবরণ শোভাযাত্রা’।

তারপর শামীম ভাই ঢাকায় পড়তে আসেন, সাথে শোভাযাত্রাকেও নিয়ে আসেন। এরপর এটার নাম দেওয়া হয় ‘আনন্দ শোভাযাত্রা’। তারপর ওয়াহিদুল হক ভাই এটার নাম দেন ‘মঙ্গল শোভাযাত্রা’!”

আরো পড়ুন
আওয়ামী লীগ নেতা মুজিব গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা মুজিব গ্রেপ্তার

 

উপদেষ্টা বলেন, ‘যে শোভাযাত্রা যশোরের এক শিল্পীর মনের মধ্যে প্রথম জন্ম নিয়েছিল, কালে কালে সেটা অনেক মানুষের হয়েছে। এবার এটা আরো অন্তর্ভুক্তিমূলক হয়ে সারা বাংলাদেশের হচ্ছে।

চাকমা, মারমা, গারো, সাঁওতালসহ সব জাতিগোষ্ঠী তাদের নতুন বছর উদযাপন করে কাছাকাছি দিনে। কারো উৎসবের নাম বিজু, কারো সাংগ্রাই, কারো ওয়াংগালা, কারো ফাগুয়া। এবার আমরা সবাই মিলছি উৎসবের মোহনায়, যার যার স্বকীয়তায়।’ 

তিনি বলেন, ইন্টারেস্টিংলি, কিছুক্ষণ আগে শামীম ভাই জানালেন, ‘তিনি যখন প্রথম মেনিফেস্টো লেখেন, তখন বহু জাতিগোষ্ঠীর অংশগ্রহণের কথাই শুধু লিখেছিলেন তা না, বিভিন্ন ডিসিপ্লিনের মানুষের অংশগ্রহণের কথাও লিখেছিলেন।

আমি তাকে আমন্ত্রণ জানিয়েছি এবারের শোভাযাত্রায় যোগ দেওয়ার জন্য আমাদের সাথে। ইনশাআল্লাহ এবারের শোভাযাত্রা আরো বর্ণাঢ্য, আরো কালারফুল, আরো ইনক্লুসিভ হবে।’

প্রাসঙ্গিক
মন্তব্য

রোহিঙ্গা শিবিরে পানির তীব্র সংকট : এমএসএফ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
রোহিঙ্গা শিবিরে পানির তীব্র সংকট : এমএসএফ
সংগৃহীত ছবি

কক্সবাজারে টেকনাফের রোহিঙ্গা শিবিরগুলোতে পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিন রোহিঙ্গারা জনপ্রতি ১০ লিটার করে পানি পাচ্ছেন। এই পরিমাণ পানি জীবনধারণের প্রয়োজনের অর্ধেক। সীমান্তবিহীন চিকিৎসক দল বলেছে, পানি সংকটের কারণে রোহিঙ্গাদের স্বাস্থ্য ও সুরক্ষা হুমকির মুখে পড়েছে।

সোমবার (২৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সীমান্তবিহীন চিকিৎসক দল বা মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) টেকনাফে চলমান এই সংকটের কথা বলেছে। পাশাপাশি এমএসএফ জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

আরো পড়ুন
সাত কলেজ নিয়ে যৌক্তিক সমাধান আসবে : ইউজিসি চেয়ারম্যান

সাত কলেজ নিয়ে যৌক্তিক সমাধান আসবে : ইউজিসি চেয়ারম্যান

 

এসএমএফ বলেছে, উদ্বেগজনক হারে সংরক্ষণব্যবস্থা কমে আসায় পানির সংকট আরো কঠিন হয়েছে। টেকনাফ মূলত মজুদকৃত পানির ওপর নির্ভরশীল।

কিন্তু এই বছর আশঙ্কাজনক হারে মজুদকৃত পানির সংকট দেখা দিয়েছে।

বাংলাদেশে এমএসএফ-এর মিশন প্রধান আন্তোনিও কারাডোনা বলেন, ‘পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। টেকনাফে প্রতিদিন জনপ্রতি ১০ লিটার পানি পাওয়া যায়, যা একজন মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে জীবনযাপনের জন্য পর্যাপ্ত নয়। ক্যাম্পজুড়ে ছড়িয়ে পড়া নানা রোগের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব থেকেই এই সংকটের তীব্রতা স্পষ্ট।

নূর আলম নামের একজন রোহিঙ্গা তার কষ্টের কথা এমএসএফকে শুনিয়েছেন। নূর আলম বলেন, ‘আমরা বছরের পর বছর ধরে পানিসংকট তীব্র হতে দেখছি, এখানে সাহায্য–সহযোগিতাও অনেক সীমিত। অনেককেই বাধ্য হয়ে অনেক দূরে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে পানি আনতে হয়, যা অনেক বেশি সময়সাপেক্ষও।’

এমএসএফ বলেছে, জরুরি সহায়তা প্রদান কার্যক্রম চলমান থাকা, প্রয়োজনীয় পানি সরবরাহব্যবস্থা আরও উন্নত ও দ্রুত করার সুযোগ আছে। কলেরার মতো পানিবাহিত রোগসহ নানাধরনের চর্ম রোগের ক্রমবর্ধমান ঝুঁকি হ্রাস এবং ক্রমবর্ধমান অপুষ্টিজনিত সমস্যা সমাধানে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

আরো পড়ুন
নির্বাচন বাধাগ্রস্তকারীরা জনগণের শত্রু : আমীর খসরু

নির্বাচন বাধাগ্রস্তকারীরা জনগণের শত্রু : আমীর খসরু

 

এমএসএফ একটি বোরহোল, একটি পানি সংরক্ষণ ও সরবরাহ সেবা শুরু করেছে এবং ক্যাম্পে ট্রাকের মাধ্যমে পানি সরবরাহ সেবা বৃদ্ধির চেষ্টা করছে। এই জরুরি পদক্ষেপগুলো যদিও এ সংকটের সাময়িক সমাধান দেয়, তবে তা দীর্ঘস্থায়ী ও পর্যাপ্ত নয়।

দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ ও দাতাসংস্থাগুলোকে জরুরি ভিত্তিতে টেকসই পানি সরবরাহে বিনিয়োগে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে এমএসএফ। পাশাপাশি দায়িত্বশীল অংশীদারদের কাছে জবাবদিহি ও সক্রিয় অংশগ্রহণের কথা বলেছে তারা।

মন্তব্য
গার্ডিয়ানের প্রতিবেদন

বাংলাদেশের অর্থপাচার তদন্ত নিয়ে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বাংলাদেশের অর্থপাচার তদন্ত নিয়ে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা
সংগৃহীত ছবি

বাংলাদেশের অর্থপাচার তদন্ত নিয়ে ব্রিটিশ সংসদ সদস্যদের বিভ্রান্ত করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছেন ব্রিটিশ এমপিরা। বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থের সন্ধান কার্যক্রমে নেতৃত্ব দেওয়া ব্যক্তিকে প্রশ্নবিদ্ধ করতে এ ধরনের ‘বিভ্রান্তিমূলক প্রচারণা’ চালানো হতে পারে বলে মনে করছেন তারা।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

এই সংবাদে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে নিয়ে সন্দেহজনক ই-মেইল পেয়েছেন ব্রিটিশ এমপিরা।

আরো পড়ুন
সেনাবাহিনীকে বিতর্কিত করে গণতন্ত্রকে বিনষ্ট করার ষড়যন্ত্র চলছে : বাবুল

সেনাবাহিনীকে বিতর্কিত করে গণতন্ত্রকে বিনষ্ট করার ষড়যন্ত্র চলছে : বাবুল

 

বাংলাদেশ ব্যাংকের শীর্ষ এই কর্মকর্তা বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। সেখানে তিনি বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল সম্পদের সন্ধানে যুক্তরাজ্য সরকার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতাও চেয়েছেন। এসব অর্থের কিছুটা যুক্তরাজ্যে সম্পত্তি কিনতে ব্যবহার করা হয়েছে বলে তিনি মনে করেন।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকও অর্থপাচার বিষয়ে সন্দেহের তালিকায় রয়েছেন।

চলতি বছর ঢাকার দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে একটি মামলা করে, যার পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করেন। তবে সেসব অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ।

ব্রিটিশ এমপিরা আশঙ্কা করছেন, বাংলাদেশে দুর্নীতি তদন্তের প্রচেষ্টা আরো জটিল হয়ে উঠতে পারে। কারণ আহসান মনসুরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর বছেন, যারা মানি লন্ডারিংয়ের তদন্তের আওতায় রয়েছে, তারা আমার সুনাম নষ্ট করতে নানাভাবে টার্গেট করার চেষ্টা চলছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ