<p>১. সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথ মানেই সিরিয়াল কিলার কিংবা আগ্রাসী অপরাধী যারা শারীরিক ক্ষতি সাধন করে।</p> <p>উত্তর: এক গবেষণায় বলা হয়েছে, পৃথিবীর ১% মানুষ সাইকোপ্যাথ। সিরিয়াল কিলাররা সাধারণত সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথ দের মধ্যে লো ফাংশনিং ক্যাটাগরিতে অবস্থান করে। সাইকোপ্যাথদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশ সিরিয়াল কিলারে পরিণত হয়। সব সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথ মানে সিরিয়াল কিলার- এটি একশ শতাংশ মিথ্যা ধারণা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাইকো এবং সোশিওপ্যাথ নিয়ে পাঁচ মিথ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/25/1727255923-b84c42e60b605e83493d722bc372b7bb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাইকো এবং সোশিওপ্যাথ নিয়ে পাঁচ মিথ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/25/1428788" target="_blank"> </a></div> </div> <p>২. সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথেরা কারণ ছাড়াই মানুষের ক্ষতি করে এবং বন্ধুত্ব বজায় রাখতে অক্ষম।</p> <p>উত্তর: পৃথিবীর প্রতিটি সাইকোপ্যাথের সমাজবিরোধী কাজের পেছনে তাদের নিজস্ব ন্যায্যতা প্রদানের কারণ থাকে। কোনো উদ্দেশ্য ছাড়া তারা কারো সাথে সামাজিক সম্পর্ক স্থাপন করে না বা ম্যানিপুলেট করে না। পৃথিবীর ৩০% মানুষের মাঝে সাইকোপ্যাথিক কিছু না কিছু ট্রেইট থাকে। সব সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথ ঢালাওভাবে মানুষের ক্ষতি করে না। হাই ফাংশনিং এমন কিছু সাইকোপ্যাথকে গবেষকেরা খুঁজে পেয়েছেন যাদের মস্তিষ্কের গঠন অস্বাভাবিক। ভয়, শঙ্কা, দুশ্চিন্তা ইত্যাদি অনুভূতি নেই। কিন্তু এক জীবনে কখনো কোনো আইন ভঙ্গ না করে স্বাভাবিক জীবনযাপন করেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাইকোপ্যাথদের মস্তিষ্কের গঠন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/18/1723983157-7ecec9b54949f872f0763208c6b8228a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাইকোপ্যাথদের মস্তিষ্কের গঠন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/08/18/1416230" target="_blank"> </a></div> </div> <p>৩. সকল সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথের উচ্চ বুদ্ধিমত্তা রয়েছে।</p> <p>উত্তর: নাথান লিওপোল্ড এবং এড কেম্পার- এই দুজন অত্যন্ত উচ্চ বুদ্ধিমত্তাসম্পন্ন সাইকোপ্যাথ ছিলেন। নাথান লিওপোল্ডের I Q ২১০ যেখানে আইনস্টাইনের IQ ১৬০।</p> <p>তবে সকল সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথ অতি উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন এটি একটি ভুল ধারণা। অধিকাংশ লো ফাংশনিং সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথের 10 রেঞ্জ গড়পড়তা। হেনরি লি লুকাস, এলিন, ফ্রেড ওয়েস্ট নিম্নশ্রেণির বুদ্ধিমত্তা বিশিষ্ট ছিলেন। তাদের গড় আইকিউ ছিল গড়পড়তারও নিচে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নিউরোটিক থেকে সাইকোসিস ডিজঅর্ডার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/04/03/1712144746-79763d2ef51908e831ffcb25a33993c3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নিউরোটিক থেকে সাইকোসিস ডিজঅর্ডার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/04/03/1377188" target="_blank"> </a></div> </div> <p>৪. সব সাইকোপ্যাথই পুরুষ, নারী সাইকোপ্যাথ নেই বলেই চলে।</p> <p>উত্তর: গবেষণা বলে, মোট জনসংখ্যার ১ শতাংশ পুরুষ সাইকোপ্যাথ এবং ০.৩ থেকে ০.৭ শতাংশ নারী সাইকোপ্যাথ। অর্থাৎ হাজারে ৩ থেকে সাত জন নারী সাইকোপ্যাথ। এলিন অরনোস (Alin Wuornos), ন্যানি ডস (Nanny Doss) কুখ্যাত নারী সাইকোপ্যাথ।</p> <p>৫. সোশিওপ্যাথরা নিউরোটিক ডিজিজ (দ্বিতীয় অধ্যায়ের ছক দ্রষ্টব্য) অর্থাৎ দুশ্চিন্তা এবং বিষণ্ণতার রোগে আক্রান্ত।</p> <p>উত্তর: সোশিওপ্যাথদের মাঝে ডিপ্রেশন এবং এংজাইটিতে আক্রান্ত হওয়ার পরিমাণ সাইকোপ্যাথদের থেকে বেশি। এটি মিথ নয়।</p> <p>লেখক: চিকিৎসক ও কথা সাহিত্যিক<br />  </p>