<p>সাপ নিয়ে আমাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে। বিষধর সাপের কামড়ে প্রতিবছর অনেক মানুষ মারা যায়। তাই সাপ নিয়ে ভীতি কাজ করাটা অস্বাভাবিক নয়। তবে এই ভীতি যতটা গ্রীষ্ম ও বর্ষাকারে দেখা যায়, তার ছিটেফোঁটাও দেখা যায় না শীতকালে। কারণ, শীতকালে সাপের দেখা পাওয়া বিরল ঘটনা। কিন্তু শীতকালে সাপের উপদ্রব কমে যায় কেন?</p> <p>সাপ ঠাণ্ডা রক্তের প্রাণী। এদের শরীরের তাপমাত্রা পরিবেশের ওপর নির্ভর করে। তাই শীতকালে সাপের কার্যকলাপ অনেক কমে যায় এবং তাদের উপদ্রবও তুলনামূলকভাবে কম থাকে এ সময়। এর পেছনে কারণ হিসেবে রয়েছে সাপের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য এবং শীতের পরিবেশগত প্রভাব।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাপ কেন বিড়ালকে ছোবল দিতে পারে না?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730888327-6e29ddbcd92eb47557a7951c7b492625.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাপ কেন বিড়ালকে ছোবল দিতে পারে না?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/06/1443459" target="_blank"> </a></div> </div> <p>সাপের শরীরে নিজস্ব কোনো তাপ উৎপাদনের ব্যবস্থা নেই। এরা পরিবেশ থেকে তাপ সংগ্রহ করে শরীরের কার্যকলাপ বজায় রাখে। শীতকালে তাপমাত্রা কমে গেলে সাপের শরীরও ঠাণ্ডা হয়ে যায়। এর ফলে সাপ ধীরে ধীরে অলস হয়ে পড়ে। এ সময় তারা শিকার ধরা বা চলাফেরা করার শক্তি হারায়।</p> <p>শীকতালে সাপের শরীর এতটাই শক্তিহীন হয়ে পড়ে যে এরা শিকার করা খোলা জায়গায় ঘোরাফেরার সামর্থ্য হারায়। ফলে তাদের উপস্থিতি অনেক কমে যায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ : এক কামড়ে ১০০ মানুষ ধরাশায়ী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/28/1730114214-c6bd8388fd80d95347dd07b6a2d62116.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ : এক কামড়ে ১০০ মানুষ ধরাশায়ী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/28/1440088" target="_blank"> </a></div> </div> <p>শীতকালে প্রয়োজনীয় শক্তি সঞ্চয়ের জন্য সাপেরা হাইবারনেশন বা গভীর শীতনিদ্রায় চলে যায়। শীতনিদ্রা সাপের বেঁচে থাকার একটি প্রাকৃতিক প্রক্রিয়া।</p> <p>এই সময় এরা গর্ত বা মাটির গভীরে আশ্রয় নেয়। এমনকি গাছের গোড়ায়, পাথরের নিচে, কিংবা পুরনো ইঁদুরের গর্তে লুকিয়ে থাকে। কম শক্তি ব্যবহার করে ধীরগতিতে জীবনধারণ করে। শীতনিদ্রার কারণে সাপ শীতকালে খুব কমই বাইরে বের হয়, ফলে তাদের উপদ্রব কমে যায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যে সাপ পুরুষ ছাড়াই বংশবিস্তার করতে পারে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/24/1729773290-6e2542eacad08e9bd0a9c5728b77c54e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যে সাপ পুরুষ ছাড়াই বংশবিস্তার করতে পারে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/24/1438727" target="_blank"> </a></div> </div> <p>তবে শুধু তাপমাত্রা আর শীতনিদ্রাই সাপের উপদ্রব কমে যাওয়ার একমাত্র কারণ নয়। শীতকালে সাপের প্রধান শিকার যেমন ব্যাঙ, পোকামাকড়, ইঁদুর ইত্যাদির সংখ্যাও কমে যায়। খাবারের অভাবে সাপের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে। তাই এ সময় সক্রিয় না থেকে অপেক্ষাকৃত কম শক্তি ব্যয় করার জন্য লুকিয়ে থাকে।</p> <p>শীতকালে মাটির তাপমাত্রা কমে যায়। শীতল রক্তের প্রাণী সাপের জন্য মাটির এত কম তাপমাত্রা সহনীয় নয়। তাই এ সময় সাপের স্বাভাবিক চলাচল সীমিত হয়ে যায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাংলাদেশের সবচেয়ে বড় সাপ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/22/1729576369-cc5ad7586203778e679fe92a79f2ba15.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাংলাদেশের সবচেয়ে বড় সাপ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/22/1437838" target="_blank"> </a></div> </div> <p>সব সাপ শীতকালে একই রকম আচরণ করে না। শীতপ্রধান অঞ্চলে কিছু সাপ অত্যন্ত ঠাণ্ডায়ও চলাফেরা করতে পারে। তবে বিষধর সাপ এবং উষ্ণমণ্ডলের সাপ সাধারণত শীতকালে বেশি নিষ্ক্রিয় থাকে। বাংলাদেশের মতো উষ্ণ আবহাওয়ার দেশেও শীতের সময় সাপের উপদ্রব কম থাকে।</p> <p>যদিও শীতকালে সাপের উপদ্রব কম থাকে, শীতের শেষে বা বসন্তকালে তারা আবার সক্রিয় হয়ে ওঠে। এই সময় সাপ শিকার ধরতে এবং প্রজননের জন্য বাইরে বের হয়। ওই সময় আরো বেশি সতর্ক থাকা জরুরি।</p> <p>সূত্র : স্মিথসনিয়ান ম্যাগাজিন</p>