<p style="text-align:justify">সিরাজগঞ্জের তাড়াশে দেশের প্রথম স্বীকৃতপ্রাপ্ত যুদ্ধশিশু মেরিনা খাতুনকে সংবর্ধনা দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় তাড়াশ উপজেলা হলরুমে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।</p> <p style="text-align:justify">সংবর্ধনা অনুষ্ঠানে মো. শামীউল হক শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মো. আব্দুল আজিজ, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, পৌর মেয়র মো. আব্দুর রাজ্জাক, সহকারী কমিশনার (ভূমি) মো. খালিদ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান ম.ম. জর্জিয়াস মিলন রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাহফুজা আকতার।</p> <p style="text-align:justify">এছাড়া আরো উপস্থিত ছিলেন, শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি সনাতন দাশ, ইউপি চেয়ারম্যান মো. মঈনুল হক, আব্দুল খালেক, মেহেদি হাসান, পৌর নারী কাউন্সিলার মোছা. রোখসানা খাতুন, সাংবাদিক হাদিউল হৃদয়, মো. রেজাউল করিম ঝণ্টু, মো. আব্দুল মাজিদ, শহিদুল ইসলাম রিপন, মো. আব্দুস সালাম, ওলামা লীগের সভাপতি মওলানা মো. সাইফুল ইসলাম, মুন্নি আহমেদ ও মো. কামরুল হাসান রাসেল প্রমুখ।</p> <p style="text-align:justify">প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মো. আব্দুল আজিজ বলেন, মেরিনা খাতুন মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সরাসরি জড়িত। পাক হানাদার বাহিনীর নির্মম নির্যাতনের প্রামাণ্য দলিল। তাকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে অসম্পূর্ণ।</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা শুভসংঘ করোনা মহামারী সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে সহায়তা দিয়ে গিয়েছেন। আজ এ এই মহতী অনুষ্ঠানের আয়োজন করে আবারো দৃষ্টান্ত স্থাপন করলেন। আমি বসুন্ধরা শুভসংঘকে আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি যুদ্ধশিশু মেরিনা খাতুনের জন্য সরকারের পাশাপাশি আমার নিজস্ব সহায়তা অব্যাহত থাকবে।</p> <p style="text-align:justify">যুদ্ধশিশু মেরিনা খাতুন বলেন, আমার জীবন কণ্টকাকীর্ণ। তারপরও দেশের প্রথম যুদ্ধশিশু হিসেবে আমাকে স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধাবৃন্দ,গণমাধ্যম কর্মী সহ মুক্তিযুদ্ধের সকল শক্তির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।</p> <p style="text-align:justify"><br />  </p>