<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশে প্রতিহিংসা ও প্রতিশোধের নতুন দুষ্টচক্রের পুনরাবৃত্তি ঠেকানোর ওপর জোর দিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বক্তব্য দেওয়ার সময় তিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার মতো ব্যক্তিদের অনুপ্রেরণা নিতে বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সভায় স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে মানবাধিকার বিষয়ে সম্পৃক্ততা জোরদার নিয়ে আলোচনা করতে গতকাল মঙ্গলবার ঢাকায় এসেছেন ভলকার তুর্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি গণতন্ত্র, জবাবদিহি ও সাম্য প্রতিষ্ঠায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সাম্প্রতিক ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদরাসা, কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সাম্য ও ন্যায়বিচারের পক্ষে ব্যাপক সাহস দেখিয়েছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষার্থী, রিকশাচালক, নারী নেত্রী থেকে শুরু করে আন্দোলনকারীদের সংগ্রাম, বীরত্ব ও চরম আত্মত্যাগের কথা স্মরণ করেন জাতিসংঘের মানবাধিকার প্রধান। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভলকার তুর্ক বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা এমন এক দুঃসময়ে বাস করছি, যখন সংঘাত ছড়িয়ে পড়ছে, আন্তর্জাতিক আইনের অপব্যবহার ও মানবাধিকার পদদলিত হচ্ছে। আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের একটি দুষ্ট নতুন চক্রের পুনরাবৃত্তি হতে দিতে পারি না। আপনারা নেলসন ম্যান্ডেলার মতো রোল মডেলদের থেকে অনুপ্রেরণা নিন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সারা বিশ্বে তরুণরা অস্থিরতাসহ বিভিন্ন সংকটের মুখোমুখি হচ্ছে বলে জানান জাতিসংঘের মানবাধিকার প্রধান। বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যেই রাষ্ট্রক্ষমতায় থাকুক না কেন, জীবনের বেশির ভাগ সময় ধ্বংসাত্মক ও দুর্নীতিগ্রস্ত রাজনীতির কারণে বৈষম্যের অর্থনীতিকে আবদ্ধ করে রেখেছে। বিরোধী রাজনীতি, নাগরিকদের ভিন্নমত এবং শান্তিপূর্ণ প্রতিবাদ প্রায়ই সহিংসভাবে দমন করা হয়। মানবাধিকারের নৃশংস লঙ্ঘন যেমন বিচারবহির্ভূত হত্যা, গুম, নির্বিচারে গ্রেপ্তার, আটক ও নির্যাতনের ঘটনাগুলো অস্বীকার করা এবং অপরাধীদের দায়মুক্তি দেওয়া হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভলকার তুর্ক বলেন, সমৃদ্ধি, সম্ভাবনা, সিদ্ধান্ত নেওয়া ও সমতা প্রতিষ্ঠার সুযোগ অনেকেরই ছিল না। তরুণরা নির্দিষ্ট উপায়ে সংগ্রাম করেছে। মানসম্পন্ন শিক্ষা ও চাকরির সুযোগ ছাড়াই অনেকে মূল ধারা থেকে দূরে এবং ভোটাধিকার বঞ্চিত ছিল। কিন্তু এই দেশের তরুণরা দেশকে ভিন্ন পথে নিয়ে যাওয়ার সুযোগ ছিনিয়ে নিয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশিদের উদ্দেশে ভলকার তুর্ক বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শ্রেণি, লিঙ্গ, জাতি, রাজনৈতিক মতাদর্শ বা ধর্ম-নির্বিশেষে সবার কণ্ঠস্বর শোনা যায় এবং গুরুত্ব পায়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন একটি সমতাভিত্তিক রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে। আর সেই পথে নেতৃত্ব দিয়েছে তরুণরাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণতন্ত্রকে মানবতার স্বপ্নে দেখা সবচেয়ে শক্তিশালী ধারণাগুলোর অন্যতম হিসেবে উল্লেখ করেন জাতিসংঘের মানবাধিকার প্রধান। তিনি বলেন, বাংলাদেশিরা নিকট অতীতের সহিংসতাকে পেছনে ফেলে নতুন সমাজ ও ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে। গণতন্ত্র ও আইনের শাসন বাংলাদেশিদের রূপরেখা হতে পারে। তিনি এমন একটি গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন, যেখানে উন্নতের ভিত্তি হবে অন্তর্ভুক্তি, অংশগ্রহণমূলক ও জবাবদিহি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তুর্ক বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ন্যায়বিচারের সাধনায় শুধু বিচার নয়, এ ধরনের সমস্যার মূল কারণগুলোর সমাধানের লক্ষ্য থাকতে হবে। শুধু পেছনে তাকানো নয়, আমাদের সামনে তাকানো প্রয়োজন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভলকার তুর্ক আরো বলেন, সত্য, জবাবদিহি, প্রতিকার ও নিরাময়ের জন্য জাতীয় সংলাপ প্রয়োজন। এখন বৃহত্তর পরিসরে দীর্ঘস্থায়ী মানবাধিকার লঙ্ঘনের মোকাবেলা করার জন্য একটি উন্মুক্ত, বৈচিত্র্যময় ও সহনশীল নাগরিক সমাজের সুযোগ পুনঃসৃষ্টি এবং রাষ্ট্রীয় প্রধান প্রতিষ্ঠানগুলোর সংস্কারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ  রয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান বাংলাদেশের সমাজে ক্ষমতার অপব্যবহারের পুনরাবৃত্তি ঠেকানো নিশ্চিত করতে সামাজিক সংহতি ও প্রতিষ্ঠানগুলো পুনঃপ্রতিষ্ঠায় জোর দেন। নিবর্তনমূলক আইনগুলো সংশোধন বা বাতিল এবং মৃত্যুদণ্ড বিলোপের আহ্বান জানান তিনি।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানবাধিকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান ভলকার তুর্ক। তিনি বলেন, বাংলাদেশকে গত কয়েক দশকের বিভক্তির রাজনীতির সঙ্গে লড়াই করতে হবে। এই রাজনীতি জনগণের সেবায় কাজে আসেনি। সব দল যাতে সমান সুযোগ পায় ও স্বাধীনভাবে রাজনীতিতে অংশ নিতে পারে, সেই উদ্যোগ থাকতে হবে। জনগণের অবশ্যই গণতান্ত্রিক শাসন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সত্যিকারের সুযোগ থাকতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য মত প্রকাশের স্বাধীনতা, সমবেত হওয়ার স্বাধীনতা ও সংগঠন করার স্বাধীনতা থাকতে হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতিসংঘের মানবাধিকার প্রধান বাংলাদেশকে তাঁর সম্ভাবনা বাস্তবায়নে সুস্পষ্ট রূপরেখা প্রণয়নের আহ্বান জানান। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্য, প্রতিহিংসা ও প্রতিশোধের চক্র, প্রান্তিকতা, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনকে অবশ্যই অতীতে পাঠাতে হবে। সেগুলোর কোনো পুনরাবৃত্তি হতে দেওয়া বা সেখানে ফিরে যাওয়া যাবে না। বর্তমান ও ভবিষ্যৎ হবে সাম্যের ও ন্যায়ের।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালের কণ্ঠ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, বক্তব্য দেওয়ার আগে ভলকার তুর্ক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই গণ-অভ্যুত্থানকে নিয়ে তরুণদের আঁকা দেয়াল লিখন ও গ্রাফিতি পরিদর্শন করেন। পরে তিনি সিনেট ভবনে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২৪-এর গণ-অভ্যুত্থান পূর্ববর্তী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়সভায় মিলিত হন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত জুলাই- আগস্টের নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে বিশ্ববিদ্যালয়ে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপরাধীদের বিচারের আওতায় আনতে এই কমিটি জাতিসংঘের তথ্যানুসন্ধান দলকে সম্ভাব্য সব সহযোগিতা প্রদান করবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপাচার্য বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানবাধিকার ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ। জুলাই- আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের সম্মান ও মর্যাদা রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই বিপ্লব কর্ণার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> স্থাপন করা হবে। এই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে একাডেমিক সম্মেলন ও কর্মশালা আয়োজন করা হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>