<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের উদ্দেশে বলেছেন, তিনি নাৎসি নন। গত সোমবার দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়ায় আটলান্টায় প্রচারণার সময় তিনি এ কথা বলেন। সম্প্রতি প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের প্রচারশিবির ট্রাম্পকে কর্তৃত্ববাদী এবং ট্রাম্পের সাবেক এক সহযোগী তাঁকে ফ্যাসিস্ট আখ্যা দেন। এই অভিযোগ খণ্ডন করতে গিয়ে এমন মন্তব্য করলেন ৭৮ বছর বয়সী ট্রাম্প।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ছয় দিন বাকি। জনমত জরিপ অনুযায়ী, আধুনিক সময়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে এটি। পরস্পরকে আক্রমণাত্মক মন্তব্য করে ভোটের লড়াই জমিয়ে তুলেছেন কমলা ও ট্রাম্প। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উভয় প্রার্থী। গত সোমবার দোদুল্যমান অঙ্গরাজ্য মিশিগানে প্রচারণা চালানোর সময় ট্রাম্পের বিরুদ্ধে বিভাজন সৃষ্টির অভিযোগ তুলেছেন কমলা। আরেক দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়ায় প্রচারণা চালানোর সময় ট্রাম্প বলেছেন, সমালোচকরা তাঁকে আধুনিককালের হিটলার হিসেবে অভিযুক্ত করেছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আটলান্টার প্রচারণায় ট্রাম্প বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কমলা ও তাঁর প্রচারশিবিরের নতুন বক্তব্য হলো যাঁরা তাঁকে ভোট দিচ্ছেন না, তাঁরা সবাই নাৎসি। আমি নাৎসি নই, আমি নাৎসির বিপক্ষে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এক সমাবেশে ট্রাম্পের সহযোগীদের বর্ণবাদী মন্তব্যের জেরে ব্যাপক সমালোচনা হওয়ার পর ট্রাম্পের এমন বক্তব্য এলো।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্প্রতি নিউইয়র্ক টামইসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের আমলের চিফ অব স্টাফ জন কেলি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের আচরণ ফ্যাসিস্টের সংজ্ঞার সঙ্গে পুরোপুরি মিলে যায়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তাঁর এই বক্তব্যকে সমর্থন দেন কমলা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আটলান্টার সমাবেশে কমলাকে আক্রমণ করে ট্রাম্প বলেন, কমলা একজন বিদ্বেষী এবং সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা জঘন্য।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এরই মধ্যে নির্বাচনী উত্তেজনা বাড়তে শুরু করেছে। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে পরাজিত হলে ২০২০ সালের মতো আবারও পরাজয় অস্বীকার করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে অভিবাসী ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হুমকি দেওয়ায় তেমন ইঙ্গিতই মিলছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গত সোমবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ওয়াশিংটনে আগুন লেগে আগাম ভোটের কয়েক শ ব্যালট পুড়ে গেছে। এ ছাড়া ওরেগনের পোর্টল্যান্ডে একটি ব্যালট বাক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ বলছে, নির্বাচনপ্রক্রিয়াকে প্রভাবিত করতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে গত রবিবার নিউইয়র্কের সমাবেশে ট্রাম্পের সহযোগী পুয়ের্তো রিকানদের নিয়ে যে বর্ণবাদী মন্তব্য করেছেন, সে বিষয়ে সমালোচনার রেশ এখনো কাটেনি। যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নে বিভোর কমলা এই বর্ণবাদী মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত সোমবার কমলা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মূলত তিনি (ট্রাম্প) আমাদের দেশকে বিভক্ত করার বিষয়ে অটল। এটি এমন কোনো কিছু নয়, যা যুক্তরাষ্ট্রের মানুষ ও কর্মীদের শক্তিশালী করবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরে মিশিগানের অ্যান আরবরে রানিংমেট টিম ওয়ালজকে নিয়ে সমাবেশ করেন কমলা। ২০ হাজার সমর্থকের উদ্দেশে কমলা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডোনাল্ড ট্রাম্প আগের চেয়েও বেশি অস্থির এবং এখন তিনি অনিয়ন্ত্রিত ক্ষমতা চান।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে কমলার অন্যতম সমর্থক সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা গত সোমবার পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় প্রচারণা চালিয়েছেন। বর্ণবাদ ও ধর্মান্ধতার মতো প্রচলিত ধারণাগুলোর বিরোধিতা করতে গিয়ে তিনি ট্রাম্পের মিত্রদের সমালোচনা করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পেনসিলভানিয়ার পুয়ের্তো রিকান ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে ওবামা বলেন, কেউ যদি আপনাকে সমঅধিকারসম্পন্ন একজন নাগরিক হিসেবে বিবেচনা না করে, তাহলে তাঁকে ভোট দেওয়া উচিত নয় আপনাদের।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এরই মধ্যে চার কোটি ৭০ লাখের বেশি আগাম ভোট পড়েছে। এর মধ্যে গত সোমবার প্রেসিডেন্ট জো বাইডেন নিজের শহর ডেলওয়ারের উইলমিংটনে আগাম ভোট দিয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্প যে জায়গা থেকে ক্যাপিটল ভবনে সহিংস আক্রমণ করতে সমর্থকদের উসকে দিয়েছিলেন, সেখানেই গতকাল মঙ্গলবার বক্তব্য দেওয়ার কথা কমলার। অন্যদিকে ফ্লোরিডায় নিজের বাসভবন মার-এ-লাগো থেকে বক্তব্য দিয়ে পেনসিলভানিয়ায় যাওয়ার কথা ট্রাম্পের। সূত্র : এএফপি, বিবিসি</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>