<p>এসএসসি পাসের পর বসুন্ধরা গ্রুপ থেকে পাওয়া বৃত্তি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সহায়তা পেয়ে আমি পড়াশোনায় বিশাল সাপোর্ট পেয়েছি। বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ আমাকে শুধু আর্থিক সহায়তাই নয়, আত্মবিশ্বাস ও অনুপ্রেরণাও দিয়েছে। </p> <p>আজ আমি এইচএসসি পাস করে নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছি, যার পেছনে বসুন্ধরা শুভসংঘের ভূমিকা ছিল অপরিসীম। তাদের এই মহান উদ্যোগ দেশের মেধাবী ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে সহায়ক হবে, এটাই আমার কামনা। </p> <p>আপনাদের অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য অসীম ধন্যবাদ।— মো. মানিক রহমান</p> <p>প্রসঙ্গত, দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও অনেক শিক্ষার্থী পড়ালেখায় অসামান্য সফলতা অর্জন করেছেন। বিভিন্ন মানুষের সহযোগিতায় ২০২২ সালে সফলতার সঙ্গে এসএসসি পাস করা শতাধিক শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ অনিশ্চিত হয়ে পড়ে। দেশের বৃহত্তম শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবরগুলো দেখে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।</p>