মাদরাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের ইফতার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মাদরাসার এতিম শিক্ষার্থীদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের ইফতার
ছবি: কালের কণ্ঠ

পবিত্র মাহে রমজান উপলক্ষে মানুষের কল্যাণে দেশব্যাপী বসুন্ধরা শুভসংঘ নানা কর্মসূচি পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল (১৬ মার্চ) রবিবার নড়াইলের কালিয়া উপজেলা শাখা ইফতার মাহফিল সম্পন্ন করেছে। কালিয়া উপজেলার গাজীপুর পূর্বপাড়া জামে মসজিদে স্থানীয়  মুসল্লী ও  মাদরাসার এতিম ছাত্রদের নিয়ে শুভসংঘের বন্ধুরা ইফতার করেন।

বসুন্ধরা শুভসংঘ কালিয়া উপজেলা শাখার সভাপতি মো. শাহিন শেখের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ইসলামিক চিন্তাবিদ মো. আকরাম শেখ, বসুন্ধরা শুভসংঘ কালিয়া উপজেলা শাখার উপদেষ্টা মোহাম্মদ ইমরুল খান, মোহাম্মদ সেকেন্দার শেখ, মোহাম্মদ ইকলাস শেখ, সোরাফ শেখ,  সহ-সভাপতি শাহিন শিকদার,  সৌরভ শেখ, সাধারণ সম্পাদক তরিকুল শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক অন্তর শেখ, সাংস্কৃতিক সম্পাদক শফিকুল শেখ, কোষাধ্যক্ষ মোহাম্মদ রাকিব শেখ, কার্যকরী সদস্য আশরাফুল শেখ, সাজ্জাদ মোল্লা, রিয়াজ শিকদার, মাজারুল শেখ , রানা,রাফি শেখ, লিমন শেখ প্রমুখ।

 

উপজেলা শাখার সভাপতি মো. শাহিন শেখ বলেন, প্রতিবছরই বড় পরিসরে আমরা এই ইফতার মাহফিল আয়োজন করে থাকি। এবারও আল্লাহ পাকের রহমতে আমরা সুন্দরভাবে সম্পন্ন করেছি।  আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করবো, বিপদে আপদে সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়াবো এটাই  হোক মাহে রমজানের মূল দীক্ষা । বসুন্ধরা শুভসংঘ দেশব্যাপী  মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে আমরা আপনাদের কাছে দোয়া চাই।

আল্লাহ পাক আমাদের দেশের উপর রহমত নাজিল করুন। 

বিশিষ্ট সমাজসেবক ও ইসলামিক চিন্তাবিদ মো. আকরাম শেখ বলেন, পবিত্র রমজান মাস হচ্ছে আত্মসুদ্ধির  মাস।  আল্লাহর সন্তুষ্টি অর্জন আমাদের মূল লক্ষ্য। রমজানে রোজাদারকে ইফতার করানো অত্যন্ত  সওয়াবের কাজ।

সবাই মিলে ইফতার করলে আমাদের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পায়। মহান আল্লাহ তা আ’লা আমাদের সবাইকে হিংসা বিদ্বেষ ভুলে মানবিক মানুষ হওয়ার তৌফিক দান করুন। বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই তাদের চমৎকার সব উদ্যোগের জন্যে।

এলাকাবাসী ইফতার আয়োজনটির ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বসুন্ধরা শুভসংঘ ব্যতিক্রমধর্মী সংগঠন।

তারা ভালো ভালো কাজের মাধ্যমে মানুষের পাশে থাকে। ধনী-গরীব এক কাতারে বসে আমরা তৃপ্তি নিয়ে ইফতার খেয়েছি। আল্লাহ পাকের কাছে  নিজেদের জন্য ক্ষমা চেয়েছি, বসুন্ধরার জন্যও দোয়া করেছি।

ইফতারের পূর্বে  দেশ ও মানুষের কল্যাণে দোয়া  করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন লুটিয়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিম খানার প্রতিষ্ঠাতা পরিচালক এবং অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারি তামিম ইকবাল।

মন্তব্য

সম্পর্কিত খবর

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সরিষাবাড়ীতে ঈদ সামগ্রী বিতরণ

সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি
শেয়ার
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সরিষাবাড়ীতে ঈদ সামগ্রী বিতরণ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জামালপুরের সরিষাবাড়ীতে ছিন্নমূল অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার (২২ মার্চ) সকালে সরিষাবাড়ী প্রেসক্লাব হল মিলনায়তনে বসুন্ধরা শুভসংঘ সরিষাবাড়ী উপজেলা শাখা এ ঈদ সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, তেল, লবণ, চাউল।

ঈদ সামগ্রী পেয়ে শান্তি বেওয়া, সুফিয়া বেগম, ফজিলা বেগম, সালমা খাতুন, রবিউল ইসলাম, তজর আলীসহ অনেকেই বলেন, আমরা গরিব মানুষ।

কেউ আমাদের সাহায্য দিতে এগিয়ে আসেনি। বসুন্ধরা আমাদের কষ্টের কথা ভেবে ঈদ সামগ্রী পাঠিয়েছে। এতে আমরা অনেক খুশি। এই রমজান মাসে দোয়া করি, এই সাহায্য দিতে যারা এগিয়ে এসেছে আল্লাহ তাদের ভালো করুক।
 

এসময় কবি জাকারিয়া জাহাঙ্গীর বলেন, যারা সমাজের পিছিয়ে পড়া বিত্তহীন তাদের পাশে দাঁড়ানো বিশিষ্টজনদের কর্তব্য। বসুন্ধরা শুভসংঘ এই কাজটি করে যাচ্ছে। ঈদ উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ অসহায়দের জন্য যে উপহারসামগ্রী বিতরণ করছে তা মহতি উদ্যোগ। তিনি এ ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

শিক্ষক ও সাংবাদিক মমিনুল ইসলাম কিসমত এসময় বলেন, বসুন্ধরা শুভসংঘ সারা বাংলাদেশে ছিন্নমূল, অসহায় ও দরিদ্র মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। অসহায় নারী সমাজকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে বসুন্ধরা। এই ধারাবাহিকতায় আজ সরিষাবাড়িতে অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হলো। তাদের এই মহতি কাজ ধারাবাহিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

উপজেলা শাখার সভাপতি জাকারিয়া আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সরিষাবাড়ি প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস এম ইব্রাহীম হোসেন লেবু, সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর, শুভসংঘের উপদেষ্টা মমিনুল ইসলাম কিসমত, সোহানুর রহমান, শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক এসএম খুররম আজাদ, শিক্ষক একেএম আমিনুল ইসলাম শামীম শুভসংঘের সাংগঠনিক সম্পাদক আব্দুল আল সাঈম প্রমুখ।


 

মন্তব্য

মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
শেয়ার
মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
ছবি : কালের কণ্ঠ

মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পবিত্র রমজান মাসব্যাপী ইফতার আয়োজন ও ইফতার বিতরণের অংশ হিসেবে গতকাল শুক্রবার (২১ মার্চ) চন্দনপুর জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন আলেম-উলামা, উপজেলার গণ্যমান্য ব্যক্তিরা, মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।  

এ সময় চন্দনপুর জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সভাপতি আব্দুর রশিদ, বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার সভাপতি ডাক্তার সাইদুর রহমান, সাধারণ সম্পাদক খাইরুল হাসান মুরাদ, দপ্তর সম্পাদক সাইদুর রহমানসহ গণ্যমান্য অনেকেই আলোচনায় অংশ নেন এবং গুরুত্বপূর্ণ মতামত পেশ করে বক্তব্য দেন।

চন্দনপুর জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সভাপতি বলেন, ২০১৬ সালে প্রতিষ্ঠিত অনেক চড়াই-উতরাই পার করে আজ এই মাদরাসা একটা প্রতিষ্ঠানের রূপ নিয়েছে।

আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং অত্র প্রতিষ্ঠানের পাশে থেকে সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই তাদের এই চমৎকার আয়োজনের জন্য। আমরা মন থেকে বসুন্ধরা শুভসংঘের জন্য দোয়া করব।

বসুন্ধরা শুভসংঘ মনোহরদী  উপজেলা শাখার সভাপতি ডাক্তার সাইদুর রহমান বলেন, বসুন্ধরা শুভসংঘ ভালো কাজের সঙ্গে সব সময় সবার আগে থাকে এবং আগামীতেও থাকবে।

ভবিষ্যতে শুভকাজের এ ধারা অব্যাহত রাখার জন্য সবাইকে একসঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

আয়োজনটিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল হামিদ, সহসাধারণ সম্পাদক শেখ শিপন, গ্রন্থাগার সম্পাদক গাজী শরীফ, সেলিম রেজা, কার্যকরী সদস্য নুরে আলম মাসুম, তারিকুল ইসলাম, আল নোমান প্রমুখ। ইফতারের আগে ফিলিস্তিনের জনগণসহ সব মুসলিম উম্মাহ, দেশবাসী ও বসুন্ধরা গ্রুপের জন্য দোয়া ও শান্তি কামনা করা হয়।

প্রাসঙ্গিক
মন্তব্য

ফরিদপুরে ছিন্নমূল মানুষের মাঝে বসুন্ধরা শুভসংঘের ইফতার বিতরণ

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
শেয়ার
ফরিদপুরে ছিন্নমূল মানুষের মাঝে বসুন্ধরা শুভসংঘের ইফতার বিতরণ
ছবি : কালের কণ্ঠ

ফরিদপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (২১ মার্চ) ইফতারে শহরের আলীপুর গোরস্তানের সামনে দেড় শতাধিক ছিন্নমূল নারী-পুরুষের হাতে ইফতার তুলে দেন জেলা বসুন্ধরা শুভসংঘের নেতারা। 

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বসুন্ধরা শুভসংঘের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি কামরুজ্জামান সোহেল, উপদেষ্টা ও বাংলা নিউজের জেলা প্রতিনিধি হারুন অর রশিদ, উপদেষ্টা ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. নুর ইসলাম, বসুন্ধরা শুভসংঘ ফরিদপুর জেলা শাখার সভাপতি তন্ময় রায়, সাধারণ সম্পাদক সোনিয়া সুলতানা, দপ্তর সম্পাদক তিহান আহমেদ, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এহসানুল হক মিলন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক বিপ্লব বিশ্বাস, কার্যকরী সদস্য সনত চক্রবর্তী, সম্রাট শেখ ও মুক্তা প্রমুখ।

বসুন্ধরা শুভসংঘের ইফতার পেয়ে কয়েকজন নারী ভিক্ষুক বলেন, আমরা সারা দিন রাস্তায় রাস্তায় মানুষের দ্বারে দ্বারে ঘুরি।

রোজার দিনে বিকেলে গোরস্তানের সামনে এসে ইফতারের অপেক্ষায় থাকি। কোনো দিন পাই, আবার কোনো দিন পাই না। আইজ আপনাগো ইফতার পেয়ে খুশি লাগছে। আল্লাহ বসুন্ধরার উন্নতি করুক।
 

বসুন্ধরা শুভসংঘ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সোনীয়া সুলতানা বলেন, আমরা নিজেরা বাজার করে সদস্যদের সঙ্গে নিয়ে রান্না করা ইফতার ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের মাঝে পৌঁছে দিতে পেরে ভালো লাগছে। আশা করি, সামনের দিনে এ স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে অসহায়দের জন্য আরো ভালো কিছু করতে পারব। 

বসুন্ধরা শুভসংঘ ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা কামরুজ্জামান সোহেল বলেন, বসুন্ধরা শুভসংঘ দেশের বড় একটি সামাজিক সংগঠন। এ সংগঠন সব সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়।

আমরা জেলা শাখার পক্ষ থেকে সামাজিক কর্মকাণ্ডে সব সময় মানুষের পাশে আছি।

মন্তব্য

নাটোরে পানি অপচয় রোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক ক্যাম্পেইন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নাটোরে পানি অপচয় রোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক ক্যাম্পেইন

পানি অপচয় রোধে সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করেছেন বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার সদস্যরা। তা ছাড়া পবিত্র জুমার নামাজের সময় ইমাম সাহবের বয়ানে পানি অপচয় রোধে মুসল্লিদের আহ্বান জানানোর জন্য অনুরোধ করা হয়।

শুক্রবার (২১ মার্চ) জেলার শহরতলি ও সদরের বিভিন্ন মসজিদ ও অটোরিকশায় প্ল্যাকার্ড স্থাপনের মাধ্যমে ওজুখানায় সচেতনতামূলক ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।

মির্জাপুর দিয়ারপাড়া জামে মসজিদের ইমাম মো. মাসুদ বলেন, আমরা বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগকে স্বাগত জানাই।

ইসলামেও এটি নিষেধ আছে। এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক গ্রহণ করো। আর পানাহার করো; কিন্তু অপচয় কোরো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।
(সুরা : আরাফ, আয়াত : ৩১)

বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, পানি অপচয় রোধে আমাদের সবার এগিয়ে আসা উচিত। তারই লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। যা সব সময় আমরা চলমান রাখব।

সাধারণ সম্পাদক সুষ্ময় দাস বলেন, আমাদের এই ব্যতিক্রমী ক্যাম্পেইনের মাধ্যমে পানির গুরুত্বের কিছুটা বোঝাতে পারলেও আমরা সফল হব বলে মনে করি।

এ সময় বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সুষ্ময়, রায়হান, সোহানুর হোসেন, আসিফ মাহমুদ, জাহিদ হেসেন,  আল-আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
 

মন্তব্য

সর্বশেষ সংবাদ