ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২১ রমজান ১৪৪৬

ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২১ রমজান ১৪৪৬

গ্রিজমান-জিরুদের নৈপুণ্যে ৩-০ গোলে জিতল ফ্রান্স

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
গ্রিজমান-জিরুদের নৈপুণ্যে ৩-০ গোলে জিতল ফ্রান্স

জাতীয় দলের কোচ হিসেবে দিদিয়ের দেশমের কোনো আক্ষেপ থেকে থাকলে, সেটা ইউরো জিততে না পারা। এবার অধরা সেই শিরোপা জিততে মরিয়া দেশম দলে টেনেছেন বেনজেমা-রাবিওদের। টানা দ্বিতীয় ম্যাচ জিতে ইউরো প্রস্তুতি ভালোই সেরে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।

মঙ্গলবার (০৮ জুন) রাতে প্যারিসে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বুলগেরিয়াকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

জোড়া গোল করেছেন অলিভিয়ে জিরুদ, টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেয়েছেন অঁতোয়ান গ্রিজমান। প্রথম প্রস্তুতি ম্যাচে ওয়েলসকেও একই ব্যবধানে হারিয়েছিল ফ্রান্স। ওই ম্যাচেও একটি গোল করেছিলেন গ্রিজমান।

ম্যাচের শুরু থেকে বল দখলে আধিপত্য করা ফ্রান্স প্রথম ভালো সুযোগ পায় দ্বাদশ মিনিটে।

কিন্তু কিলিয়ান এমবাপ্পের নিচু শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান বুলগেরিয়ার গোলরক্ষক। ১৯তম মিনিটে দারুণ একটি সুযোগ পান বেনজেমা। পল পগবার ক্রস ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে উড়িয়ে মারেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

এর মিনিট দশেক পর গ্রিজমানের অ্যাক্রোবেটিক গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

ডি-বক্সের ভেতর এমবাপ্পের শট প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে উপরে ওঠার পর বল পান বার্সেলোনা ফরোয়ার্ড। তার শট অবশ্য একজনের মাথা ছুঁয়ে জালে জড়ায়। জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে গ্রিজমানের গোল হলো ৩৭টি।

জয়ের দিনে ফ্রান্স কোচ দিদিয়ে দেশমের জন্য দুর্ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে করিম বেনজেমার চোট। বিরতির আগে একটি হেড নিতে গিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে হাঁটুতে আঘাত পান বেনজেমা।

সাইডলাইনে চিকিৎসা নিয়ে কিছুক্ষণ খেলা চালিয়ে যাওয়ার পর মাঠ ছাড়েন প্রায় ছয় বছর পর জাতীয় দলে ফেরা এই ফুটবলার। তার বদলি নামেন জিরুদ।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে এমবাপ্পের আরেকটি শট ঠেকান সফরকারী গোলরক্ষক। শেষ দিকে সাত মিনিটের মধ্যে দুবার বল জালে পাঠান জিরুদ। ৮৩তম মিনিটে ডান ডিক থেকে বাঁজামাঁ পাভার্দের পাসে কাছ থেকে বাঁ পায়ের টোকায় ঠিকানা খুঁজে নেন চেলসির এই ফরোয়ার্ড। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে বেন ইয়েদের পাসে ছয় গজ বক্সের মুখে ডান পায়ের শটে দ্বিতীয় গোলটি করেন তিনি।

আগামী মঙ্গলবার জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোর পথচলা শুরু করবে ফ্রান্স। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল ও হাঙ্গেরি।

মন্তব্য

সম্পর্কিত খবর

দলের সঙ্গে মানিয়ে নিচ্ছে হামজা, বলছেন কাবরেরা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
দলের সঙ্গে মানিয়ে নিচ্ছে হামজা, বলছেন কাবরেরা
শিলংয়ের অনুশীলনে সতীর্থদের সঙ্গে খোশ মেজাজে হামজা (মাঝে)। ছবি : বাফুফে

এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নামার আগে শিলংয়ে প্রস্তুতি সারছে বাংলাদেশ দল। সেই প্রস্তুতিতে দলের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছেন হামজা চৌধুরী। শেফিল্ড ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার দলের সঙ্গে মানিয়ে নিচ্ছেন বলে জানিয়েছে বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা।

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচ খেলবেন হামজা।

ম্যাচে নামার আগে সতীর্থদের সঙ্গে তার বোঝাপড়া নিয়ে কাবরো বলেছেন, ‘সৌদি আরবে খুব ভালো অনুশীলন করেছি, ঢাকায় খুবই ভালো প্রস্তুতি নিয়েছি। হামজা দলের সাথে মানিয়ে নিয়েছে এবং আমরা জানি, ভারত ম্যাচের জন্য প্রস্তুত।’

শিলংয়েও ফাহমিদুল ইসলামকে নিয়ে কথা বলতে হয়েছে কাবরেরাকে। বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান ফরোয়ার্ডকে নিয়ে স্প্যানিশ কোচ বলেছেন, ‘একটা দল হিসেবে আমরা খুবই শক্তিশালী।

ফাহামিদুলের বিষয়টি নিয়ে চারদিকে নানা ভুল তথ্য ছড়িয়েছে। আমরা জানতাম এটা হবে। আমরা নিজেদেরকে জানি। এখন আমরা ম্যাচ মনোযোগ দিচ্ছি।

হামজাকে দলে পাওয়াটা অনুপ্রেরণার বলে জানিয়েছেন রাকিব হোসেন। লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ খেলা ২৭ বছর বয়সী মিডফিল্ডারকে নিয়ে বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড বলেছেন, ‘হামজা ভাইয়ের থাকা দলের প্রতিটি খেলোয়াড়কেই অনুপ্রাণিত করবে। তার মতো খেলোয়াড় দলে থাকা, আমাদের জন্য অনুপ্রেরণার। সে আমাদের ক্যাম্পে প্রথম এসেছে, আমরা চেষ্টা করব তাকে ভালো একটা খেলা উপহার দেওয়ার। সবাই মিলে ম্যাচটা জেতার চেষ্টা করব।

ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী রাকিব। তিনি বলেছেন, ‘আমি এর আগেও ভারতের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছি। ওদের বিপক্ষে আমাদের ম্যাচ সবসময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। সব শেষ ম্যাচে গত সাফেও আমরা ওদের বিপক্ষে ১-১ ড্র করেছি। আমরা জানি, ভারত বরাবরই শক্তিশালী দল, ওদের খেলোয়াড়দের সম্পর্কে সবারই ধারণা আছে। আমরাও আগের থেকে এখন অনেক ভালো এবং গোছালো দল। আশা করব, ভালো ফুটবল খেলার এবং ম্যাচ জেতার।’

মন্তব্য

আবার সুযোগ পেলে বাংলাদেশের হয়ে সবটুকু নিংড়ে দিতে চান সোহান

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
আবার সুযোগ পেলে বাংলাদেশের হয়ে সবটুকু নিংড়ে দিতে চান সোহান
সেঞ্চুরি করেও আজ ধানমন্ডিকে জেতাতে পারেননি সোহান। ছবি : কালের কণ্ঠ

ব্যাটারদের কাছে সেঞ্চুরি স্বপ্নের মতোই। তিন অঙ্ক স্পর্শ করার পর তাই ব্যাটারদের মুখে চওড়া হাসিই শোভা পায়। কিন্তু ডিপিএলে আজ সেঞ্চুরি করেও মন ভার নুরুল ইসলাম সোহানের। তার কাছে এই সেঞ্চুরির কোনো মূল্যই নেই বলে জানিয়েছেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের অধিনায়ক।

আসলেই তাই। সেঞ্চুরি করার পরও যদি পরাজিত দলে থাকতে হয় তাহলে কিসের মূল্য। আজ মিরপুরে তার সঙ্গে তেমনি ঘটেছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আজ একাই লড়ে সেঞ্চুরি তুলে নেন তিনি।

কিন্তু ২১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯৩ রানে অলআউট হয় তার দল। এতে ২৩ রানের পরাজয় দেখে ধানমন্ডি।

দল হারলেও ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন সোহান। তবে ম্যাচ হেরে হতাশ উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘দল না জিতলে আসলে এরকম সেঞ্চুরি আমার কাছে কোন ভ্যালু ক্যারি করে না।

এটা নিয়ে আসলে শেয়ার করার কিছু নেই। আমার কাছে তো ম্যাচটা জিততে পারলে... এই মোমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ হত।’

এবারের ডিপিএলে বেশ ছন্দে আছেন সোহান। ৭ ম্যাচে ৩৮৬ রান করে যৌথভাবে এনামুল হক বিজয়ের সঙ্গে দুইয়ে আছেন তিনি। তার মতোই দুই সেঞ্চুরিতে সমান ৭ ম্যাচে ৪৫৯ রানে শীর্ষে আছেন নাঈম শেখ।

দুর্দান্ত ছন্দে থাকায় জাতীয় দলের হয়ে আবার সুযোগ পেলে নিজের সবটুকু নিংড়ে দিতে চান তিনি।

তাই জাতীয় দলের হয়ে ফিরতে মরিয়া সোহান। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ম্যাচ খেলা ৩১ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘জাতীয় দলে খেলা গর্বের। সব সময় সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করি। যদি সুযোগ আসে, নিজের সেরাটা দেব। যেখানে শেষ করেছি, সেখান থেকেই যাতে শুরু করতে পারি, সেই উদ্দেশ্যে কাজ করব।’

মন্তব্য

এবার আর্জেন্টিনার বিপক্ষে জিততে সতীর্থদের প্রস্তুত হতে বললেন রাফিনিয়া

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
এবার আর্জেন্টিনার বিপক্ষে জিততে সতীর্থদের প্রস্তুত হতে বললেন রাফিনিয়া
এমন উচ্ছ্বাস আর্জেন্টিনার বিপক্ষেও করতে চান রাফিনিয়া। ছবি : এএফপি

ড্রয়ের পথেই এগিয়ে যাচ্ছিল ব্রাজিল-কলম্বিয়ার ম্যাচ। তবে তা হতে দেননি ভিনিসিয়ুস জুনিয়র। যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে হিসাব পাল্টে দেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার। 

ভিনিসিয়ুসের সেই শট খুঁজে নেয় কলম্বিয়ার জাল।

এতে ঘরের মাঠ ব্রাসিলিয়া মানে গারিঞ্চা স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। তাতে ২-১ গোলের জয়ে কলম্বিয়ার বিপক্ষে প্রতিশোধও নেওয়া হয় সেলেসাওদের। এই কলম্বিয়ার বিপক্ষেই সমান ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কলম্বিয়ার বিপক্ষে জয়ে ২১ পয়েন্টে তালিকার দুইয়ে উঠে এসেছে ব্রাজিল।

২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। আজকের জয়কে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন ম্যাচের প্রথম গোলের নায়ক রাফিনিয়া। এই ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়েই এবার আর্জেন্টিনাকে হারাতে চান তিনি। সতীর্থদের প্রস্তুত হওয়ার আহ্বানও জানিয়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড।

আগামী ২৬ মার্চ আর্জেন্টিনার মনুমেন্তালে আতিথেয়তা নেবে ব্রাজিল। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের তাদের মাঠেই হারানোর কথা জানিয়েছে রাফিনিয়া বলেছেন, ‘অতীতে নিয়ে আর ভাবার প্রয়োজন নেই। ভবিষ্যতে দৃষ্টি রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার মতে, আজকের ম্যাচের সবকিছু এখানেই শেষ। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আমাদের ভাবতে হবে।

তাদের হারানোর জন্য প্রস্তুত হতে হবে।’

কলম্বিয়ার বিপক্ষে জয়টা প্রয়োজন ছিল বলে জানিয়েছেন রাফিনিয়া। ২৮ বছর বয়সী ব্রাজিল উইঙ্গার বলেছেন, ‘জয়টা আমাদের খুব প্রয়োজন ছিল। শুধু খেলোয়াড় হিসেবে নয়, আমাদের স্টাফ এবং ভক্ত-সমর্থকরা, সবার জন্যই। আত্মবিশ্বাসের জন্য জয়টা আমাদের খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ সামনে এখনো অনেক লড়াই বাকি। আমার মতে, টার্নিং পয়েন্টটাই আমাদের দরকার ছিল।’

মন্তব্য

সেঞ্চুরি করেও ধানমন্ডিকে জেতাতে পারলেন না সোহান

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
সেঞ্চুরি করেও ধানমন্ডিকে জেতাতে পারলেন না সোহান
সেঞ্চুরি করার পরেও মুখ নিচু করে মাঠ ছাড়ছেন ধানমন্ডির অধিনায়ক সোহান। ছবি : কালের কণ্ঠ

মুদ্রার উল্টো পিঠটাও দেখলেন নুরুল হাসান সোহান। ডিপিএলের প্রথম সেঞ্চুরিতে পারলেও আজকের তিন অঙ্কের ইনিংসে পরাজয় নিয়েই মাঠ ছেড়েছেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের অধিনায়ক।

মিরপুরে ২১৭ রানের লক্ষ্যটা খুব বড় ছিল না ধানমন্ডির জন্য। যখন দলের অধিনায়ক সোহান একাই ১০০ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন।

কিন্তু বাকি ১১৭ রান ১০ ব্যাটার মিলেও কতরতে পারেনি ধানমণ্ডি। অন্য ব্যাটারদের ব্যর্থতায় ফল যা হওয়ার তাই হয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১৯৩ রানে অলআউট হয়ে ২৩ রানের পরাজয় দেখেছে ধানমন্ডি।

শুরুটা ভালোই করেছিল ধানমন্ডি।

ব্যক্তিগত ৩১ রানে ওপেনার হাবিবুর রহমান আউট হলে দলীয় ৩৮ রানে আরো ২ উইকেট হারিয়ে তারা। সেই শুরু এরপর একের পর এক উইকেট হারাতে থাকা দলটির এক প্রান্ত আগলে রাখেন সোহান। ‘নিঃসঙ্গ শেরপার’ মতো লড়ে সেঞ্চুরিটা পেলেন কিন্তু হাসিমুখে মাঠ ছাড়তে পারেননি তিনি। মোহামেডানের সর্বোচ্চ ৩ উইকেট নেওয়া পেসার সাইফ উদ্দিনের বলে ধানমন্ডি শেষ ব্যাটার হিসেবে আউট হন উইকেটরক্ষক ব্যাটার।
১০ চার ও ৪ ছক্কায় কাঁটায় কাঁটায় ১০০ রানের ইনিংস খেলেন।

এর আগে দারুণ শুরু পেয়েছিল মোহামেডানও। কিন্তু তিন টপ অর্ডার রনি তালুকদার (৩৯), তামিম ইকবাল (২৬) ও মাহিদুল ইসলাম অঙ্কন (৪৪) দারুণ শুরুর পরও নিজের ইনিংস বড় করতে না পারায় দলও একটা সময় ভুগছিল। শেষ পর্যন্ত অপরাজিত ৫৩ রান করা তাওহিদ হৃদয় দলকে ৬ উইকেটে ২১৬ রানের সংগ্রহ দেন। সেই পুঁজিতেই লড়াই করে দলকে জয় এনে দিয়েছেন মোহামেডানের বোলাররা।

তাদের ৬ বোলারই কমপক্ষে একটি করে উইকেট নিয়েছেন।

নাঈমের সেঞ্চুরিতে উড়ে গেছে শাইনপুকুর

সোহান এবারের ডিপিএলের দ্বিতীয় সেঞ্চুরিতে ধানমন্ডিকে জয় এনে দিতে না পারলেও নাঈম শেখ পেরেছেন। তার দ্বিতীয় সেঞ্চুরিতে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

জয়টিও এসেছে ১৭৯ বল হাতে রেখে। বলা যায় ওপেনিংয়ে নেমে বিধ্বংসী সেঞ্চুরিতে শাইপুকুর ক্রিকেট ক্লাবকে উড়িয়ে দিয়েছেন নাঈম। ৪৭ রান কর তাকে সঙ্গ দিয়েছেন ওপেনিং সঙ্গী সাব্বির হোসেন। দলীয় ১২০ রানে সাব্বির আউট হওয়ার পর জয়ের বাকি কাজটুকু সারেন শাহাদাত হোসেন দীপুকে (৯) নিয়ে। বাঁহাতি ওপেনার অপরাজিত থাকেন ১০৪ রানে। ৬৪ বলের ঝোড়ো ইনিংসটি সাজান ১১ চার ও ৫ ছক্কায়।

অবশ্য প্রাইমের জয়ের কাজ আগেই সেরে রেখেছিল তাদের বোলাররা। প্রতিপক্ষকে মাত্র ১৫৯ রানে অলআউট করে। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন ফারজান আহমেদ। প্রতিপক্ষকে অল্প রানে আটকাতে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন শফিকুল ইসলাম ও নাজমুল অপু।

‘ডাবল হ্যাটট্রিক’ জয়ে শীর্ষে আবাহনী

সহজ জয়ই পাওয়ার কথা ছিল আবাহনী লিমিটেডের। কিন্তু মাঝপথে হঠাই খেই হারিয়ে ফেলে দলটি। শেষ পর্যন্ত অবশ্য মুখকালায় নয়, ২ উইকেটের জয়ে হাসিমুখে মাঠ ছেড়েছে নাজমুল হোসেন শান্তর দল।

চূড়ায় ওঠার লড়াইয়ে আজ পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল আবাহনী ও গাজী গ্রুপ ক্রিকেটার্স বিকেএসপির ৪ নম্বর মাঠে মুখোমুখি হয়। তাতে ২০০ রানের সহজ লক্ষ্যই পায় আবাহনী। তবে শুরুটা ভালো ছিল না। দলীয় ১৬ রানে ড্রেসিংরুমে ফেরেন দুই ওপেনার জিশান আলম (১০) ও পারভেজ হোসেন ইমন (৬)।

তবে এরপরে শান্ত ও মোহাম্মদ মিঠুন যে জুটিটা গড়েন তাতের সহজ জয়ই পাওয়ার কথা ছিল। তৃতীয় উইকেটের ১৩৩ রানের জুটি তেমনি ইঙ্গিত দেয়। কিন্তু সর্বোচ্চ ৭৬ রানে মিঠুন আউট হওয়ার পরেই ম্যাচের মোড় ঘুঁরে যায়। উইকেটরক্ষক ব্যাটারের আউটের পর শেষ ৫৩ রান করতেই ৫ উইকেট হারায় আবাহনী। তার মধ্যে ৪৩ রানে ফেরেন অধিনায়ক শান্তও।

নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় শঙ্কা জেগেছিল প্রাইম ব্যাংকের ম্যাচ হারার। তবে মোসাদ্দেক হোসেন সৈকত (১৮) ও মমিনুল হকের (২৪) ছোট ইনিংসে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পায় প্রাইম।

এর আগে এনামুল হক বিজয়ের ফিফটিতে ১৯৯ রানের সংগ্রহ পায় গাজী গ্রুপ। অধিনায়ক বিজয়ের ৬৮ রানের বিপরীতে অবশ্য দুই শ ছুঁই ছুঁই স্কোরে অবদান রাখেন ৪২ রান করা ওয়াসি সিদ্দিকী। আবাহনীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার মমিনুল। এ জয়ে ১২ পয়েন্টে শীর্ষে আবাহনী। আর সমান ১০ পয়েন্ট নিয়ে যৌথভাবে দুইয়ে গাজী গ্রুপ, অগ্রণী ব্যাংক ও মোহামেডান।

মন্তব্য

সর্বশেষ সংবাদ