<p>আকাশে ওড়ার মঞ্চটা প্রস্তুতই ছিল আফিয়া হুমায়রা আনাম প্রত্যাশার। কিন্তু একটা ছোট্ট ঝড়। তারপর সব কিছু কেমন যেন ওলটপালট হয়ে গেল। ঝড়-পরবর্তী থমথমে আবহটা কেটেছে বটে, কিন্তু আফিয়ার মনের ক্ষত এখনো সারেনি।</p> <p>তাই তো দীর্ঘশ্বাস ছেড়ে বলছিলেন, ‘সত্যি বললে মনের অবস্থা ভালো না। নিয়মিত খেলার সুযোগ পাচ্ছি না। কিন্তু আমি আসলে হার মেনে নেওয়ার মতো মেয়ে না। ছোটবেলা থেকে সব সময় পরিশ্রম করে এগিয়ে যেতে শিখেছি। এখনো আমি সেই চেষ্টাই করছি। কপালে হয়তো ভালো কিছু লেখা আছে।’ আক্ষেপ নয়, বরং সব কিছু ঠিক থাকলে আফিয়ার এখন ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল। হয়তো আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কায় মেয়েদের এশিয়া কাপের শেষ মুহূর্তের প্রস্তুতিই নিতেন নিগার সুলতানাদের সঙ্গে। কিংবা দল থেকে ছুটি নিতেন চলমান এইচএসসি পরীক্ষার জন্য, যেটা তিনি এখন নির্বিঘ্নেই দিচ্ছেন।</p> <p>দক্ষিণ আফ্রিকায় মেয়েদের সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ তাঁকে পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছিল। শারীরিক গঠন থেকে সহজাত আগ্রাসী ব্যাটিং—সেই টুর্নামেন্টে তাঁকে আর ৮-১০ জন বাংলাদেশি ব্যাটারের থেকে সহজেই আলাদা করেছিল। কিন্তু সেই ঝকমকে আলোর জগতে অন্ধকার নামতে সময় লাগেনি। গত এপ্রিলে উইমেনস ক্রিকেট লিগে হঠাৎ পেটের ব্যথায় মাঠ ছেড়ে যাওয়ার পর অনেক শারীরিক পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে।</p> <p>সেসব জটিলতা কাটিয়ে এরপর আফিয়া মাঠে ফেরেন একই বছরের নভেম্বরে, ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের ক্যাম্প দিয়ে। কিন্তু কপাল মন্দ হলে যা হয়, অনুশীলনের সময় চোট পান কাঁধে।</p> <p>এবার ঢাকা প্রিমিয়ার লিগেও খেলার সুযোগ খুব একটা পাননি। মাঝপথে আবাহনী ছেড়ে তাই চলে যান খেলাঘরে। দলটির হয়ে তিন ম্যাচের একটিতে আফিয়াকে প্রত্যাশিত রূপে দেখা যায়। জাবিদ আহসান সোহেল ক্রিকেট ক্লাবের বিপক্ষে সেই ম্যাচে তিন ছক্কা ও দুই চারে ৩২ বলে ৩৬ রান করেছিলেন। কিছুটা পিছিয়ে পড়লেও আবার ভালোভাবে ফেরার বিশ্বাসটা নিজের মধ্যে ধারণ করেন ১৯ বছর বয়সী আফিয়া, ‘একটু না, সত্যি বলতে ওটা (অসুস্থতা) অনেক বেশি পিছিয়ে দিয়েছে আমাকে। আমি যে ছন্দে ছিলাম, নিজের খেলায় উন্নতির মাধ্যমে শুধু এগিয়ে যেতে হতো। কিন্তু এখন এটা নিয়ে আক্ষেপ করে লাভ নেই। কিভাবে সামনে এগিয়ে যেতে পারি, সেভাবেই প্রস্তুত করছি নিজেকে। নিজের ওপর আমার বিশ্বাস আছে।’</p> <p>আগামী অক্টোবরে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে জাতীয় ক্রিকেট লিগের এবারের আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। বিশ্বকাপ স্কোয়াডের ক্যাম্পে ফিরতে আফিয়ার চোখ এখন আগামী মাসে শুরু হতে যাওয়া ওই টুর্নামেন্টের দিকে।</p>