<p>২১ আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় পরিচালনা পর্ষদের বৈঠক ডাকেন ফারুক আহমেদ। তিনি এই চেয়ারে বসার পর বোর্ডে সক্রিয় থাকা পরিচালকদের একাংশ মনে করেছিল, দ্রুতই কয়েকটি মিটিংয়ের ডাক দিয়ে আড়ালে চলে যাওয়া পরিচালকদের বিসিবিতে ঢোকার পথ বন্ধ করে দেবেন ফারুক।</p> <p>তবে আরেকটি বৈঠক ডাকতে প্রায় এক মাসের মতো সময় নিয়ে ফেললেন সাবেক এই অধিনায়ক। আজ বিকেল ৪টায় মিরপুরের বিসিবি কার্যালয়ে বসবে চলতি বোর্ডের ১৩তম বৈঠক। অথচ এই বৈঠকে কী নিয়ে আলোচনা হবে, জানেন না পরিচালকদের অনেকেই।</p> <p>নাজমুল হাসানের বোর্ডের সময় এসব জানিয়ে দেওয়া হতো। বৈঠকের আগের দিন মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ অথবা প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বৈঠকের বিষয়বস্তু নিয়ে সংবাদমাধ্যমেরও মুখোমুখি হতেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তানভীর গাঢাকা দেওয়া পরিচালকদের একজন।</p> <p>বিসিবিতে পরিবর্তনের পর নানামুখী আলোচনায় নিজাম উদ্দিনও অনেক দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হননি। এবারের বোর্ডসভার বিষয়বস্তু জানতে গতকাল সন্ধ্যায় ফোন দিয়েও পাওয়া যায়নি তাঁকে। এরপর নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক জানান, গত সোমবারই চিঠি পেয়েছেন তিনি। তবে আশ্চর্যজনকভাবে সেই চিঠিতে উল্লেখ নেই এজেন্ডার কথা, ‘আগে চিঠির সঙ্গে জানিয়ে দেওয়া হতো মিটিংয়ে কী নিয়ে আলোচনা করা হবে। কিন্তু এবার তো তেমন কিছু পাইনি।’</p> <p>তবে জানা গেছে যে জাতীয় দল, মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ অবকাঠামো উন্নয়নের কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকের সভায়। সেই আলোচনায় থাকবেন প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে? আরেক পরিচালক সেই সম্ভাবনা উড়িয়ে দিতে চাইলেন, ‘যখন হাতুরাসিংহেকে নিয়ে কথা হয়েছে, সভাপতিকে আমরা বুঝিয়েছি, সিরিজের মাঝখানে এসব নিয়ে আলোচনা না করাই ভালো। তা ছাড়া পাকিস্তানে আমরা ভালো করেছি। ভারতেও খারাপ করেছি বলব না।</p> <p>এখনো তো খেলা বাকি। এ ছাড়া চ্যাম্পিয়নস ট্রফির বেশি দেরি নেই। এর মধ্যে তাঁর মানের কাউকে পাওয়াও কষ্টকর।’ এসব আলোচনার মধ্যে ওই পরিচালক আঙুল গুনে হিসাব করতে লাগলেন, শর্ত মেনে আজকের বৈঠকে ৯ জন পরিচালক উপস্থিত থাকতে পারবেন তো?</p>