<p>পূর্বসূরির কথা শুনেছেন শান মাসুদ। মুলতান টেস্ট শুরুর একদিন আগেই আজ একাদশ ঘোষণা করেছেন পাকিস্তানের অধিনায়ক। তিন টেস্টের সিরিজ শুরুর দুই দিন আগে ইংল্যান্ড একাদশ ঘোষণা করায় মাসুদকে পাল্টা আক্রমণ দেওয়ার কথা জানিয়েছিলেন বাসিত আলি।</p> <p>তিন পেসার ও এক স্পিনারকে নিয়ে একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টে না থাকা শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ ফিরেছেন একাদশে। ব্যাটিংয়ে কোনো পরিবর্তন নেই। বাংলাদেশের বিপক্ষে খেলা সবাই আছেন।</p> <p>একাদশ ঘোষণার বিষয়ে নিজের ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘শান মাসুদ, তোমার পাল্টা আক্রমণ করা উচিৎ। এখনো দেরি হয়নি, পিচ বুঝে সকালেই ঘোষণা কর। কি এমন ঘটবে? একটা মিসটেক, তাতে কি? বাংলাদেশের বিপক্ষেও মিসটেক হয়েছিল। যারা পাল্টা আক্রমণ করে তারাই জেতে।’</p> <p>বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই হওয়ার পর সমালোচনার মুখে পড়েন মাসুদ। তাই এবার উত্তরসূরিকে সাহসী সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন বাসিত। এ ক্ষেত্রে উদাহরণ হিসেবে রোহিত শর্মাকে দেখিয়ে দিয়েছেন তিনি। তিনি বলেছেন, ‘যদি তুমি সাহসী হতে চাও তবে রোহিতের মতো অধিনায়কত্ব কর। সিদ্ধান্ত নেও। যদি সাহসী সিদ্ধান্ত নিতে পার তখনই তুমি জিততে পারবে।’</p> <p>সতীর্থদের আত্মবিশ্বাস বাড়ানোর পরামর্শও দিয়েছেন বাসিত। ৫৩ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘তোমার দলে বিরাট কোহলি, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজা অথবা বুম বুম বুমরাহ নেই। তাই তোমার হাতে যারা আছে তাদের আত্মবিশ্বাসের লেভেল বাড়িয়ে দেও। তাদের বল, তুমি ম্যাচ জেতানো খেলোয়াড়। সহজ তত্ত্ব।’</p>