<p>নিউজিল্যান্ডের পিছু ছাড়ছে না বৃষ্টি। প্রতিপক্ষ বদলে গেলেও কিউইদের ম্যাচে বাগড়া দিতে যেন প্রস্তুত বেরসিক বৃষ্টি। গত মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে ভারতে এসেছিল নিউজিল্যান্ড। কিন্তু বৃষ্টি টসই করতে দেয়নি গ্রেটার নয়ডায়।</p> <p>এতে টস ছাড়াই দুই দলের ম্যাচ পরিত্যক্ত হয়। এক মাস পর আবার ভারতে টেস্ট খেলতে এসে বৃষ্টির বাধার মুখে পড়েছে নিউজিল্যান্ড। এবার স্বাগতিক ভারতের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টে খেলতে নেমে মাঠেই নামতে পারেননি টম লাথামের দল। ভারী বর্ষণের কারণে বেঙ্গালুরু টেস্টের প্রথম দিন পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছেন আম্পায়াররা। এমনকি বেরসিক বৃষ্টির কারণে টসই করতে পারেননি রোহিত শর্মা-লাথাম। বাংলাদেশের বিপক্ষে সবশেষ টেস্টেও অবশ্য ভারত বৃষ্টির বাধায় পড়েছিল।</p> <p>তিন টেস্টের সিরিজের প্রথমটি তাই চারদিনের ম্যাচে পরিণত হয়েছে। একদিন পণ্ড হওয়ায় বাকি দিনগুলো ৯৮ ওভার করে ম্যাচ হবে বলে জানা গেছে। এ জন্য নির্ধারিত সময়ের চেয়ে ম্যাচ ১৫ মিনিট আগে শুরু হবে। সময় নষ্ট হওয়ায় ফলোঅনেও পরিবর্তন এসেছে। এখন ২০০ নয়, প্রথম ইনিংসে যে দল ১৫০ রানে এগিয়ে থাকবে তারা চাইলে প্রতিপক্ষকে ফলোঅন করতে পারবে।</p>