<p>মেহেদী হাসান মিরাজ গতকাল যে আশাটা জাগিয়েছিলেন তা আজ আর দেখাতে পারেননি। নিজের সেঞ্চুরি তো পাননি, সঙ্গে দলকেও বড় লিড এনে দিতে পারেননি। ৩০৭ রানে অলআউট হওয়ায় বাংলাদেশ মাত্র ১০৫ রানের লিড পেয়েছে।</p> <p>৮১ রানের লিড নিয়ে দিন শুরু করতে নেমে আজ মাত্র ২৪ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ। দিনের শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। দিনের তৃতীয় বলে কাগিসো রাবাদার বলে গত দিনের অপরাজিত ব্যাটার নাঈম হাসান এলবিডাব্লিউ হলে ধাক্কা খায় বাংলাদেশ। তখন একা হয়ে পড়া মিরাজের কাঁধে ছিল যতটুকু সম্ভব রান বাড়ানো। তবে সেই দায়িত্ব বেশিক্ষণ পালন করতে পারেননি তিনি।</p> <p>শেষ ব্যাটার হিসেবে মিরাজ আউট হন দলীয় ৩০৭ রানে। এতে করে ৩ রানের আক্ষেপে পোড়েন তিনি। ৯৭ রানে আউট হওয়ায় যে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া হয়নি তার। ১৯১ বলের ইনিংসটি সাজিয়েছেন ১০ চার ও ১ ছক্কায়। </p> <p> ১০৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। বিনা উইকেটে ৩৭ রান তাদের। প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ রান করা টনি ডি জর্জির বিপরীতে ২০ রানে ব্যাটিং করছেন এইডেন মার্করাম। বাংলাদেশের হারটা এখন সময়ের ব্যাপার। প্রোটিয়াদের প্রয়োজন আর ৬৯ রান।</p>