<p>বাজে সময়টা পিছু ছাড়ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। এতটাই কঠিন সময় পার করছে দলটি যে প্রিমিয়ার লিগে জয়ের থেকে হারই বেশি তাদের। ৯ ম্যাচের মধ্যে ৩ জয়ের বিপরীতে ৪টিতে হেরেছে রেড ডেভিলসরা। বাকি দুটি ড্র।</p> <p>সর্বশেষ হারটি গতকাল ওয়েস্ট হামের বিপক্ষে দেখেছে ম্যানইউ। সেটিও আবার একদম শেষ মুহূর্তে। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পেনাল্টি থেকে গোল করে ওয়েস্ট হামকে ২-১ ব্যবধানের জয় এনে দিয়েছেন জ্যারোড বোয়েন। তার পেনাল্টি নিয়ে অবশ্য বিতর্ক চলছে। ম্যাচের শেষ মুহূর্তে হেরে তাই হতাশ কোচ এরিক টেন হাগ।</p> <p>ভাগ্য তার পাশে নেই বলে জানিয়েছেন এরিক টেন হাগ। ম্যাচ শেষে ডাচ কোচ বলেছেন, ‘এই মুহূর্তে অবশ্যই ভাগ্য আমার সঙ্গে নেই। এটা শুধু আমার নয় দলের ক্ষেত্রেও। আমাদের পক্ষে এটি নেই। সর্বশেষ মৌসুমেও ব্যতিক্রম ছিল না। তবে শেষ দিকে আমরা ঘুরে দাঁড়িয়েছি। এবারও আমারা দৃঢ়সংকল্পবন্ধ যে ঘুরে দাঁড়াব।’</p> <p>আর ম্যাচের যোগ করা সময়ের পেনাল্টিটা যে তাদের বিপক্ষে গেছে এটাও জানিয়েছেন টেন হাগ। তার মতে, এটা অন্যায় হয়েছে। ক্ষুব্ধ হয়ে তিনি বলেছেন, ‘এ মৌসুমে এমনটা তিনবার হয়েছে। আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। যেভাবে শেষ সময়ে পেনাল্টি দেওয়া হয়েছে তা ছিল অন্যায় এবং অনুচিত।’</p> <p>৯২ মিনিটে ম্যাথিয়াস ডি লিটের সঙ্গে ধাক্কা লেগেছিল ওয়েস্ট হামের ফরোয়ার্ড ড্যানি ইংসের। শুরুতে না বাজালেও ভিএআর দেখে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ম্যাচ হারার আগে ম্যানইউ খেলোয়াড়রা বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেছে। যার মূল্য শেষে দিতে হয়েছে তালিকায় ১৪ নম্বরে থাকা ম্যানইউকে।</p>