<p>বিশ্বরেকর্ড গড়ার সুযোগ সব সময় পাওয়া যায় না। সুযোগের সঙ্গে ভাগ্যেরও মেলবন্ধন লাগে। আজ অ্যাডিলেডে তেমনি এক দিন ছিল মোহাম্মদ রিজওয়ানের। কিন্তু নিজের কাজটা ঠিকমতো করতে পারলেন না পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার।</p> <p>নিজেকে অনন্য উচ্চতায়ও তুলতে পারলেন না রিজওয়ান। তবে ভাগ বসিয়েছেন বেশ কয়েকজনের কীর্তিতে। ওয়ানডেতে এক ইনিংসে উইকেটরক্ষকদের নেওয়া সর্বোচ্চ ৬ ক্যাচের বিশ্বরেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। অথচ সুযোগ ছিল ৭ ক্যাচ নিয়ে অন্যদের ছাড়িয়ে যাওয়ার। ৩৪তম ওভারে নাসিম শাহর বলে সেই সুযোগ পান পাকিস্তানের অধিনায়ক।</p> <p>কিন্তু বাতাসে ওঠা অ্যাডাম্প জাম্পার সহজ ক্যাচটা তালুবন্দি করতে পারলেন না রিজওয়ান। হাত থেকে ফসকে যায় ক্যাচ। ক্যাচের সঙ্গে যেন রেকর্ডটা হাতছাড়া হয় তার। তবে নবম উইকেটরক্ষক হিসেবে এর আগে সর্বোচ্চ ৬ ক্যাচ নেওয়ার কীর্তি গড়েন তিনি। সব মিলিয়ে ১২তম ঘটনা এটি। সর্বোচ্চ চারবার এই মাইলফলক স্পর্শ করেছেন অ্যাডাম গিলক্রিস্ট। ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম কীর্তিও গড়েন তিনি।</p> <p>পাকিস্তানের হয়ে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে এই বিশ্বরেকর্ড গড়েছেন রিজওয়ান। তার আগে এই কীর্তি ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গড়েছেন সরফরাজ আহমেদ। অন্যদিকে অধিনায়ক ও ‍উইকেটরক্ষক হিসেবে দ্বিতীয় ক্রিকেটার পাকিস্তানের ব্যাটার। তার আগে ২০০০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বরেকর্ডটি গড়েন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক অ্যালেক স্টুয়ার্ট।</p> <p>রিজওয়ানের রেকর্ড গড়ার দিনে জয় পেয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার ১৬৪ রানের লক্ষ্য ৯ উইকেট হাতে রেখে জয় পেয়েছে পাকিস্তান। ১-১ সমতায় থাকা সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে আগামী ১০ নভেম্বর পার্থে।</p>