<p>মাঠে অনেকবারই দলকে জয়ে সহায়তা করেছেন ব্রুনো ফার্নান্দেজ। সেটা হোক গোল কিংবা অ্যাসিস্টে। এ জন্য স্বাভাবিকভাবেই সংবাদের শিরোনাম হন পর্তুগিজ তারকা। এবার ভিন্ন এক সহায়তার জন্য আলোচনায় এসেছেন তিনি।</p> <p>বিমানে এক সহযাত্রীর জীবন বাঁচাতে সহায়তা করেছেন ফার্নান্দেজ। নেশনস লিগের খেলতে যুক্তরাজ্যে থেকে ইজিজেটের ফ্লাইটে সতীর্থ দিয়েগো দালোতের সঙ্গে পতুর্গালের উদ্দেশে রওনা দেন তিনি। বিমানে ভ্রমণের সময় এক যাত্রী জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছিলেন। তখন তাকে সাহায্য করতে অন্যদের সহায়তা চেয়ে চিৎকার করতে থাকেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার। তার ডাকে পরে সাড়া দেন কেবিন ক্রুরা। পরে শঙ্কামুক্ত হন সেই যাত্রী।</p> <p>ফার্নান্দেজের এমন উদারতা দেখে মুগ্ধ হয়েছেন বিমানের অনেকই। তার মধ্যে সুজানা লসন নামে এক যাত্রী সেই ঘটনার বর্ণনাও করেছেন পরে। বিজনেস ক্লাউড নামের এক সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘ব্রুনো বিমানের পেছনের টয়লেটে গিয়েছিলেন। হঠাৎ চিৎকার শুনতে পেয়ে গিয়ে দেখি ফার্নান্দেজ প্রায় অচেতন এক লোকের পাশে দাঁড়িয়ে সাহায্য চাচ্ছেন। আর চেষ্টা করছেন যাত্রীকে চেয়ারে বসানোর। পরে কেবিন ক্রুরা সেখানে যান। যাত্রী শঙ্কামুক্ত না হওয়া পর্যন্ত সেখানেই ছিলেন ফার্নান্দেজ।’</p> <p>মুহূর্তটা স্মৃতি হিসেবে রাখতে পরে সেলফিও তুলেন সুজানা। সেই সেলফি স্বয়ং ফার্নান্দেজই তুলেন। সুজনা বলেছেন,‘ ‘বিমান থেকে নামার সময় সেলফি তোলার অনুরোধ করলে হাসিমুখেই তাত সায় দেন তিনি। এবং সেলফিটা নিজেই তুলে দিয়েছেন তিনি। অসুস্থ যাত্রীকে সহায়তা করার প্রশংসাও করেছি। সত্যি বলতে কী, যদি তাকে না চিনতাম তাহলে সাধারণ এক সহযাত্রী হিসেবেই মনে করতাম।’</p>