<p>বেসরকারি ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ব্র্যাক আসিফ মাহতাবকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদে রাখার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানানো হয়েছে, স্বৈরাচারী আওয়ামী লীগের দোসরদের উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে।</p> <p>শুক্রবার (২২ নভেম্বর) ‘সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ এর ব্যানারে প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান শিক্ষার্থীরা।</p> <p>মানববন্ধনে বক্তব্য রাখেন— এশিয়ান ইউনিভার্সিটি শিক্ষক প্রফেসর মো. আবু জাফর সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী মো. শোভন, ওয়াকিল আব্দুল্লাহ প্রমুখ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/22/1732267158-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/22/1449432" target="_blank"> </a></div> </div> <p>সরকার সবসময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বিরাগভাজন দাবি করে তারা অভিযোগ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অথচ সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে কোনো উপদেষ্টা নিয়োগ করা হয়নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরদের উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে।</p> <p><img alt="৩৪৬৪৫" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/timir/1/আহমাদুল্লাহ/kalerkantho-5.jpg" width="1000" /></p> <p>মানববন্ধন থেকে শিক্ষক আসিফ মাহতাবকে উপদেষ্টা করার দাবি করা হয়। তারা বলেন, আমরা অবিলম্বে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আসিফ মাহাতাব স্যারকে উপদেষ্টা পরিষদে দেখতে চাই। স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো দোসরকে উপদেষ্টা পরিষদে ঠাঁই দেওয়া যাবে না।</p>