<p>কনফারেন্স লিগের ছয় ম্যাচের সবকটিতেই জয় তুলে শেষ ষোলো নিশ্চিত হয়েছে চেলসির। গত রাতে তরুণ স্প্যানিশ স্ট্রাইকার মার্ক গুইউ হ্যাটট্রকে শ্যামরক রোভার্সকে হারিয়ে কনফারেন্স লিগের লিগ পর্বের শীর্ষ অবস্থান আরো সুসংহত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। </p> <p>গ্রীষ্মে দলে যোগ দেওয়া স্ট্রাইকার গুইউর দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমার্ধেই নিখুঁত হ্যাটট্রিক করেন। ম্যাচের ২৩ তম মিনিটে রোভার্স মিডফিল্ডার ড্যারাগ বার্নস এবং গোলরক্ষক লিওন পোলসের ভুল কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন চেলসির ১৮ বছর বয়সী গুইউ।  <br /> তবে মার্কাস পুমের একটি শট চেলসির মিডফিল্ডার সিজারে ক্যাসাদেইয়ের শরীরে লেগে চেলসির জালে জড়ালে তিন মিনিটের মধ্যে সমতায় ফেরে রোভার্স।  </p> <p>তবে আবারও এগিয়ে যেতে সময় নেননি চেলসি। রোভার্সের ড্যানিয়েল ক্লিয়ারির ভুল পাসের সুযোগ নিয়ে লিড এন দেন গুইউ। ৪০ তম মিনিটে কিয়েরান ডিউজবেরি-হলের দূরপাল্লার শটে চেলসি ব্যবধান বাড়ায়। প্রথমার্ধের শেষ দিকে হেড থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন গুইউ। দ্বিতীয়ার্ধে মার্ক কুকুরেয়ার গোলে বড় জয় নিশ্চিত হয় চেলসির।</p> <p>চলতি মৌসুমে বার্সেলোনা থেকে চেলসিতে যোগ দেয় ১৮ বছর বয়সী মার্ক গুইউ। তিনি বর্তমানে কনফারেন্স লিগের সর্বোচ্চ গোলদাতা। গতকালের হ্যাটট্রিকে তার গোলসংখ্যা এখন ৬টি । যদিও সবগুলোই কনফারেন্স লিগে। </p> <p>চেলসির কোচ এনজো মারেস্কা তারকা স্ট্রাইকার মার্ক গুইউ সম্পর্কে বলেন, ‘মার্ক গুইউ কিছুটা হতাশ কারণ নিকোলাস জ্যাকসন এবং ক্রিস্টোফার এনকুনকু খুব ভালো খেলছে। যখন দুই জন নাম্বার নাইন একসঙ্গে ভালো করে, তখন আপনাকে প্রশ্নের মুখে পড়তে হয়। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কঠোর পরিশ্রম করা।’</p>